বনগাঁ, 4 মে : রাত পোহালেই বঙ্গ সফরে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷ বৈঠক করতে পারেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ও তিন বিধায়কের সঙ্গে ৷ বঙ্গ সফরে এসে বিএসএফের আধিকারিকদের সঙ্গে সীমান্ত নিরাপত্তা নিয়ে বৈঠক করবেন ৷ সেই সঙ্গে মৈত্রী মিউজিয়ামেরও শিলান্যাস করবেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷ এমনটাই খবর বিএসএফ সূত্রে (Tomorrow Amit Shah Will be in Petrapole)৷
স্বরাষ্ট্র মন্ত্রীর পেট্রাপোল সীমান্তে আসা নিয়ে নিরাপত্তা ব্যবস্থা আঁটোসাটো করা হয়েছে ৷ প্রতি 100 মিটারের মধ্যে দু’জন করে বিএসএফ মোতায়েন ৷ বিএসএফ সূত্রে খবর, বৃহস্পতিবার দুপুরে বায়ুসেনার হেলিকপ্টারে কালিয়ানি ক্য়াম্পে বিএসএফের নিজস্ব হেলিপ্যাডে নামবেন অমিত শাহ ৷ সেখান থেকে কনভয় করে যাবেন হরিদাসপুর বিএসএফ ক্যাম্পে ৷ এই ক্যাম্পে বিএসএফের অন্যান্য আধিকারিকদের সঙ্গে নিরাপত্তা এবং সীমান্ত বাণিজ্য-সহ একাধিক বিষয়ে বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী ৷
আরও পড়ুন: Poster Campaign against Shah : অমিত শাহের বিরুদ্ধে পোস্টার পড়ল শিলিগুড়ি-দার্জিলিংয়ে
এই প্রসঙ্গে বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, "বিএসএফ-এর কর্মসূচি মধ্যে শান্তনু ঠাকুরে নেতৃত্বে গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার ও আমি অমিত শাহের সঙ্গে বৈঠক করব । আমাদের যে অভাব অভিযোগ আছে সে গুলি তুলে ধরব, যাতে এলাকার উন্নয়ন করা যায় এবং সীমান্ত সুরক্ষিত রাখা যায়।"