ETV Bharat / state

মনোনয়ন জমা দিলেন অনুপম, রোড শো মাতালেন গ্রেট খালি - khali

গ্রেট খালিকে সঙ্গে নিয়ে আলিপুর DM অফিসে মনোনয়ন জমা দিলেন যাদবপুরের BJP প্রার্থী অনুপম হাজরা ।

পদযাত্রায় অনুপম সঙ্গে খালি
author img

By

Published : Apr 26, 2019, 2:50 PM IST

Updated : Apr 26, 2019, 3:10 PM IST

কলকাতা, 26 এপ্রিল : গ্রেট খালিকে সঙ্গে নিয়ে আলিপুর DM অফিসে মনোনয়ন জমা দিলেন যাদবপুরের BJP প্রার্থী অনুপম হাজরা । আজ রানিকুঠি মোড় থেকে আলিপুর DM অফিস পর্যন্ত একটি পদযাত্রা বের হয়। তবে, হুড খোলা গাড়িতেই ছিলেন অনুপম ও খালি । খালিকে দেখতে ভিড় ছিল দেখার মতো ।

সম্প্রতি ফেসবুকে খালির সঙ্গে ছবি পোস্ট করেছিলেন অনুপম । সেখানে তিনি খালিকে "বন্ধু" বলে অভিহিত করেছিলেন । BJP সূত্রে খবর ছিল, অনুপমের প্রচারেও আসতে পারেন খালি । শেষপর্যন্ত ঠিক হয় আজ মনোনয়ন জমা দেওয়ার দিন অনুপমের সঙ্গে থাকবেন তিনি । সেই মতো কাল রাতেই তিনি কলকাতায় চলে আসেন । আজ তিনি হুডখোলা গাড়িতে অনুপমের পাশেই ছিলেন ।

পদযাত্রায় অনুপমের সাথে খালি, দেখুন ভিডিয়ো ...

প্রসঙ্গত, বোলপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ অনুপম হাজরা কিছুদিন আগে BJP-তে যোগ দেন । তাঁকে যাদবপুর কেন্দ্র থেকে দাঁড় করানো হয় । এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছেন মিমি চক্রবর্তী । বামফ্রন্ট প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য ।

কলকাতা, 26 এপ্রিল : গ্রেট খালিকে সঙ্গে নিয়ে আলিপুর DM অফিসে মনোনয়ন জমা দিলেন যাদবপুরের BJP প্রার্থী অনুপম হাজরা । আজ রানিকুঠি মোড় থেকে আলিপুর DM অফিস পর্যন্ত একটি পদযাত্রা বের হয়। তবে, হুড খোলা গাড়িতেই ছিলেন অনুপম ও খালি । খালিকে দেখতে ভিড় ছিল দেখার মতো ।

সম্প্রতি ফেসবুকে খালির সঙ্গে ছবি পোস্ট করেছিলেন অনুপম । সেখানে তিনি খালিকে "বন্ধু" বলে অভিহিত করেছিলেন । BJP সূত্রে খবর ছিল, অনুপমের প্রচারেও আসতে পারেন খালি । শেষপর্যন্ত ঠিক হয় আজ মনোনয়ন জমা দেওয়ার দিন অনুপমের সঙ্গে থাকবেন তিনি । সেই মতো কাল রাতেই তিনি কলকাতায় চলে আসেন । আজ তিনি হুডখোলা গাড়িতে অনুপমের পাশেই ছিলেন ।

পদযাত্রায় অনুপমের সাথে খালি, দেখুন ভিডিয়ো ...

প্রসঙ্গত, বোলপুরের প্রাক্তন তৃণমূল সাংসদ অনুপম হাজরা কিছুদিন আগে BJP-তে যোগ দেন । তাঁকে যাদবপুর কেন্দ্র থেকে দাঁড় করানো হয় । এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের হয়ে লড়াই করেছেন মিমি চক্রবর্তী । বামফ্রন্ট প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য ।

Intro:26-04-19

সুজয় ঘোষ, কলকাতা


কলকাতাঃ মনোনয়ন পত্র পেশের দিনও চমক বিজেপির যাদবপুরের বিজেপির প্রার্থী অনুপম হাজরার। আজ রানিকুঠি মোড় থেকে আলিপুর DM অফিস পর্যন্ত একটি পদযাত্রা বের হবে। যার নেতৃত্ব দেবেন অনুপম হাজরা। আর তার সঙ্গে থাকবেন WWE - প্রাক্তণ খেলওয়ার গ্রেট খালি। দীর্ঘদিন WWE এর সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ভারতীয় WWE এর মুখ হিসাবে নবীন প্রজন্মের কাছে খুবই পরিচিত ও জনপ্রিয় মুখ গ্রেট খালি।


বিজেপি সূত্রে জানা গিয়েছে, আজ ১১ টা থেকে রানীকুঠি মোড়ে জমায়েত করবেন। এর পর একটি হুটখোলা গাড়িতেই গ্রেট খালি মিছিল সহকারে পৌচ্ছাবেন আলিপুর DM অফিসে। আর আজ এই কর্মসূচিতে যোগদিতে কাল রাতেই শহরে পৌচ্ছেছেন গ্রেট খালি।


প্রসঙ্গত, বোলপুরের প্রাক্তণ তৃণমূল সাংসদ অনুপম হাজরা বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মন্ডলের সঙ্গে তার বিবাদের জেরেই বিজেপিতে যোগ দেন তিনি। কিন্তু বীরভূম লোকসভা কেন্দ্রটি বদল করে তিনি। এবার যাদবপুর লোকসভা কেন্দ্র থেকেই লড়াই করছেন তিনি।Body:কপিConclusion:
Last Updated : Apr 26, 2019, 3:10 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.