বারাসত, 20 অক্টোবর: দুর্গাপুজো উপলক্ষে বারাসতে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । আনুষ্ঠানিক কোনও নিমন্ত্রণের তোয়াক্কা না-করেই শুক্রবার অর্থাৎ ষষ্ঠীর সন্ধ্যায় আচমকাই বারাসতের কয়েকটি পুজো মণ্ডপে যান রাজ্যপাল । তবে এখানেও তাঁর মুখে শোনা গিয়েছে, বাংলার দুর্নীতি ও হিংসার প্রসঙ্গ। বলা ভালো,দুর্নীতি ও হিংসা নিয়ে পুজোর সময়েও ফের সোচ্চার হলেন রাজ্যপাল । রীতিমতো পুজোর মঞ্চ থেকে মা দুর্গার নামে রাজ্যপাল শপথ নিয়ে এদিন জানান, শেষ বিন্দু পর্যন্ত বাংলার দুর্নীতি এবং হিংসার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন তিনি। অর্থাৎ দুর্নীতি এবং হিংসা মুক্ত বাংলা গড়াই যে তাঁর লক্ষ্য তা প্রতি পদে পদে বুঝিয়ে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ।
দুর্নীতি ও হিংসার বিরুদ্ধে লড়াইয়ের ডাক দিতে গিয়ে এদিন রাজ্যপাল কখনও বাংলার মনীষীদের নাম টেনে এনেছেন । আবার কখনও মা দুর্গা,মা কালী এবং ভগবান কৃষ্ণের দুষ্টের দমনের প্রসঙ্গও উঠে এসেছে সিভি আনন্দ বোসের কথায় । এই প্রসঙ্গে তিনি বলেন,"মা দুর্গাকে সাক্ষী রেখে আজ আমরা শপথ গ্রহণ করছি,দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই যেমন চলবে, তেমনই হিংসার বিরুদ্ধে আমাদের সংগ্রাম চলবে। দুর্নীতি হল রক্তবীজ। আর হিংসা হল নরকাসুর ।মা দুর্গা এবং মা কালী যেমন মহিষাসুর ও রক্তবীজ-কে বধ করেছিলেন । আমরাও দুর্নীতিকে শেষ করব ! একইভাবে ভগবান কৃষ্ণ যেমন নরকাসুর-কে বধ করেছিলেন । ঠিক তেমনই আমরা হিংসাকে শেষ করব । ওম শান্তি ওম শান্তি !"
এদিকে, দুর্নীতি এবং হিংসার প্রসঙ্গ বলতে গিয়ে বাংলার মানুষের আবেগও টেনে এনেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । তাঁর কথায়, "বাংলার 10 কোটি ভাই-বোন আমার সঙ্গে রয়েছেন । তাঁর চান দুর্নীতি ও হিংসা মুক্ত বাংলা । এই বাংলা আমার প্রাণের কর্মভূমি ৷" এরপরই সংস্কৃতের শ্লোক পাঠ করতে দেখা যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে । এমনকী চণ্ডীপাঠের শ্লোকও উঠে আসে তাঁর মুখে ।
আরও পডুন: মহাষষ্ঠীর সন্ধ্যায় নাকতলায় জনতার ভিড়, এবারের ভাবনা 'হৃদয়পুর'
এদিন বারাসত বরিশাল কলোনির সবুজ সংঘ ক্লাবের পুজো মণ্ডপে ও মাতৃ প্রতিমা দর্শন করার পর রাজ্যপাল সিভি আনন্দ বোস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, "দুর্গাপুজোর মধ্য দিয়ে সম্প্রতি বজায় রাখা উচিত সকলের ৷"একথা বলার পরই সংস্কৃতির শ্লোক আওড়ে রাজ্যপাল বলেন,"দুষ্টের দমন শিষ্টের পালন । মা দুর্গা এসেছেন শিষ্টের পালন করতে । মা দুর্গার কাছে এই প্রার্থনা করি বাংলার মানুষের মঙ্গল হোক ৷" প্রসঙ্গত,বারাসতের ঐতিহ্যবাহী সবুজ সংঘ ক্লাবের পুজো 62তম বর্ষে পা দিয়েছে এবছর ৷ তাদের থিম চন্দ্রযান-3। সেই সঙ্গে এই পুজো কমিটির এবারের বাড়তি পাওনা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সেখানে যাওয়া ।