নিউ ব্যারাকপুর, 31 মে : নিউ ব্যারাকপুর অগ্নিকাণ্ডের কারখানা থেকে সোমবার নমুনা সংগ্রহ করল ফরেনসিক দল । এদিন বিকেলে সংশ্লিষ্ট বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর চিকিৎসক চিত্রাক্ষ সরকারের নেতৃত্বে ফরেনসিকের একটি দল ঘটনাস্থলে পৌঁছায় । সেই সঙ্গে ছিলেন দমকল এবং পুলিশ প্রশাসনের আধিকারিকরাও । গেঞ্জি কারখানার বিল্ডিংয়ে প্রবেশ করে তাঁরা নমুনা সংগ্রহ করেন ৷ লিপিবদ্ধ করা হয় অগ্নিকাণ্ডের সংগৃহীত তথ্য ৷
ফরেনসিক বিভাগের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর চিকিৎসক চিত্রাক্ষ সরকার জানান, প্রাথমিকভাবে এখনই আগুন লাগার কারণ বলা সম্ভব নয় । তিনি বলেন, "ফটোকপিও নেওয়া হয়েছে । সংগৃহীত নমুনা ল্যাবে নিয়ে গিয়ে অ্যানালিসিস করা হবে ।" 100 ঘন্টা পর আগুনের নমুনা সংগ্রহ করা নিয়ে প্রশ্ন উঠছিল ৷ তা নিয়ে ফরেনসিক আধিকারিক বলেন,"আমাদের এসওপি-তে রয়েছে যতক্ষণ না আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসছে, ততক্ষণ আমরা কাজ শুরু করতে পারি না । তবে,এত সময়ের পরও যা নমুনা সংগ্রহ করা গিয়েছে, তাতে তদন্তকারি সংস্থাকে আমরা সহযোগিতা করতে পারব বলেই আশা করছি ৷"
আরও পড়ুন : 30 ঘণ্টা পরও গেঞ্জি কারখানায় জ্বলছে আগুন, খোঁজ নেই 4 শ্রমিকের
প্রসঙ্গত,বুধবার গভীর রাতে বিধ্বংসী আগুন লাগে নিউব্যারাকপুরের বিলকান্দার শিল্পতালুকের গেঞ্জি কারখানায় । কারখানায় প্রচুর দাহ্য বস্তু মজুত থাকায় দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের ওষুধের গুদামেও । দমকলের 15টি ইঞ্জিনের প্রচেষ্টায় প্রায় দু‘দিনের মাথায় আগুন নিয়ন্ত্রণে আসে গেঞ্জি কারখানার । কারখানা থেকে উদ্ধার হয় নিখোঁজ চার শ্রমিকের দগ্ধ ও ঝলসানো দেহ ৷