ETV Bharat / state

রাজ্য সরকারের জন্যই পাহাড়ে দমবন্ধ অবস্থা, অভিযোগ হরকার - Jan party

কাশ্মীরে পঞ্চায়েত ভোট হয়, কিন্তু পাহাড়ে 2000 সাল থেকে কোন‌ও পঞ্চায়েত ভোট হয়নি। কলকাতা হাইকোর্ট 2017 সালের মার্চের মধ্যে পঞ্চায়েত ভোট করার নির্দেশ দিয়েছিল । তারপরও পাহাড়ে পঞ্চায়েত ভোট হচ্ছে না । শনিবার বারাসত আদালতে পুরনো একটি মামলায় হাজিরা দিতে এসে এই আক্ষেপ করলেন জন আন্দোলন পার্টির নেতা হরকা বাহাদুর ছেত্রী।

হরকা বাহাদুর ছেত্রী
author img

By

Published : Jun 30, 2019, 5:15 AM IST

বারাসত, 30 জুন : কাশ্মীরে পঞ্চায়েত ভোট হয়, কিন্তু পাহাড়ে 2000 সাল থেকে কোন‌ও পঞ্চায়েত ভোট হয়নি। কলকাতা হাইকোর্ট 2017 সালের মার্চের মধ্যে পঞ্চায়েত ভোট করার নির্দেশ দিয়েছিল । তারপরও পাহাড়ে পঞ্চায়েত ভোট হচ্ছে না । শনিবার বারাসত আদালতে পুরনো একটি মামলায় হাজিরা দিতে এসে এই আক্ষেপ করলেন জন আন্দোলন পার্টির নেতা হরকা বাহাদুর ছেত্রী।

হরকার প্রশ্ন, "কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় । আর পাহাড়ের মানুষ ভারতীয় নাগরিক থাকার আন্দোলন করছে । তবু কেন পাহাড়ে পঞ্চায়েত ভোট হবে না।" পাহাড়ে BJP-র জয়ের জন্য রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি । তিনি বলেন, "পাহাড়ে পুলিশের জুলুমবাজির জন্য মানুষের মধ্যে জনরোষ তৈরি হয়েছিল । তাঁর ফলেই পাহাড়ের মানুষ রাজ‍্য সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে ।" তবে,পাহাড়ে BJP-র উত্থান হলেও এখন কোন‌ও নির্বাচন হলে তারা একটি আসনও পাবে না বলে দাবি করেছেন হরকা ।

জিটিএ নির্বাচন না হ‌ওয়ার বিষয়ে তিনি বলেন, " আত্মবিশ্বাসের অভাব থাকার জন্যই বিনয় তামাং ও রাজ্য সরকার জিটিএ-র ভোট করাচ্ছে না। 2016 সালের মে মাসে এই ভোট হওয়ার কথা থাকলেও তা হয়নি । রাজ্য সরকারের কারণেই পাহাড়ের গণতন্ত্র এখন দমবন্ধ।" হরকা বাহাদুর আজ এক হাত নেন পাহাড় ছাড়া মোর্চার প্রাক্তন সভাপতি বিমল গুরুংকেও । তিনি বলেন, "গুরুং ও তাঁর সমর্থকরা আত্মবিশ্বাসী নন বলেই পাহাড়ে ফিরছেন না ।" পাশাপাশি হরকা পাহাড়ে জিটিএ অডিটের দাবীও তোলেন ।

বারাসত, 30 জুন : কাশ্মীরে পঞ্চায়েত ভোট হয়, কিন্তু পাহাড়ে 2000 সাল থেকে কোন‌ও পঞ্চায়েত ভোট হয়নি। কলকাতা হাইকোর্ট 2017 সালের মার্চের মধ্যে পঞ্চায়েত ভোট করার নির্দেশ দিয়েছিল । তারপরও পাহাড়ে পঞ্চায়েত ভোট হচ্ছে না । শনিবার বারাসত আদালতে পুরনো একটি মামলায় হাজিরা দিতে এসে এই আক্ষেপ করলেন জন আন্দোলন পার্টির নেতা হরকা বাহাদুর ছেত্রী।

হরকার প্রশ্ন, "কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীরা সক্রিয় । আর পাহাড়ের মানুষ ভারতীয় নাগরিক থাকার আন্দোলন করছে । তবু কেন পাহাড়ে পঞ্চায়েত ভোট হবে না।" পাহাড়ে BJP-র জয়ের জন্য রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি । তিনি বলেন, "পাহাড়ে পুলিশের জুলুমবাজির জন্য মানুষের মধ্যে জনরোষ তৈরি হয়েছিল । তাঁর ফলেই পাহাড়ের মানুষ রাজ‍্য সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে ।" তবে,পাহাড়ে BJP-র উত্থান হলেও এখন কোন‌ও নির্বাচন হলে তারা একটি আসনও পাবে না বলে দাবি করেছেন হরকা ।

জিটিএ নির্বাচন না হ‌ওয়ার বিষয়ে তিনি বলেন, " আত্মবিশ্বাসের অভাব থাকার জন্যই বিনয় তামাং ও রাজ্য সরকার জিটিএ-র ভোট করাচ্ছে না। 2016 সালের মে মাসে এই ভোট হওয়ার কথা থাকলেও তা হয়নি । রাজ্য সরকারের কারণেই পাহাড়ের গণতন্ত্র এখন দমবন্ধ।" হরকা বাহাদুর আজ এক হাত নেন পাহাড় ছাড়া মোর্চার প্রাক্তন সভাপতি বিমল গুরুংকেও । তিনি বলেন, "গুরুং ও তাঁর সমর্থকরা আত্মবিশ্বাসী নন বলেই পাহাড়ে ফিরছেন না ।" পাশাপাশি হরকা পাহাড়ে জিটিএ অডিটের দাবীও তোলেন ।

Mohali (Punjab), June 30 (ANI): Maharashtra secured the top spot in the 6th National Wheelchair Basketball Championship in both men's and women's categories here at Multipurpose Stadium in Mohali on Saturday. Union Sports Minister, Kiren Rijiju attended the event on the conclusion day. In the men's category, Maharashtra beat Punjab by 64-52 to win their sixth consecutive title. In women's category, Maharashtra defeated Tamil Nadu by 25-14 and claimed their third title. The event was organised by the Basketball Federation of India with the assistance of the Punjab sports department.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.