ETV Bharat / state

Bengal Civic Polls 2022 : ভোট বৈতরণী পেরতে দাদা রথীনই ভরসা ভাই অরূপের - food minister rathin ghosh brother contesting in madhaymgram municipal election 2022

আগামী 27 ফেব্রুয়ারি মধ্যমগ্রাম পৌরসভায় ভোট (Madhyamgram Municipal Election 2022) ৷ সেখানকার 28 নম্বর ওয়ার্ডে এবার তৃণমূলের প্রার্থী অরূপকুমার ঘোষ ৷ তিনি খাদ্যমন্ত্রী রথীন ঘোষের ভাই ৷ ভোটে জিততে দাদাই ভরসা অরূপের ৷ কারণ, ওই ওয়ার্ডে আগে রথীন ঘোষই কাউন্সিলর ছিলেন ৷

food-minister-rathin-ghosh-brother-contesting-in-madhaymgram-municipal-election-2022
Madhyamgram Municipal Election 2022 : ভোট বৈতরণী পারে দাদা রথীনই ভরসা ভাই অরূপের
author img

By

Published : Feb 11, 2022, 9:05 PM IST

মধ্যমগ্রাম, 11 ফেব্রুয়ারি : সকলে তাঁকে চেনেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের ভাই হিসেবে । দাদার হাত ধরেই এতদিন দলের যাবতীয় কাজ সামলেছেন ভাই অরূপকুমার ঘোষ । তাঁকেই এবার তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে রথীনের ছেড়ে যাওয়া মধ্যমগ্রাম পৌরসভার 28 নম্বর ওয়ার্ড থেকে (food minister rathin ghosh brother contesting in madhaymgram municipal election 2022) ।

প্রথম কোনও ভোটের লড়াইয়ে (Bengal Civic Polls 2022) নামলেও দাদা রথীনের পরিচিতি জড়িয়ে রয়েছে অরূপের সঙ্গে । তাই দাদার ইমেজকে কাজে লাগিয়ে জয়ের পথ মসৃণ করতে চান তিনি । ইতিমধ্যে সেই পরিকল্পনা নিয়ে ভোটের ময়দানে ঝাঁপিয়েও পড়েছেন তৃণমূল প্রার্থী অরূপকুমার ঘোষ ।

একদিকে দাদার উন্নয়ন, অন্যদিকে রথীনের স্বচ্ছ ভাবমূর্তি । এই দুয়ের ওপর জোর দিয়ে ভোটারদের দুয়ারে গিয়ে প্রচার শুরু করেছেন ভাই অরূপ । সেদিক থেকে এই ওয়ার্ডে বেশ পিছিয়ে বিরোধী প্রার্থীরা । প্রচারে কার্যত ছন্নছাড়া বাম, বিজেপি ও কংগ্রেস । ফলে ভোটের ময়দানে আদৌও তৃণমূল প্রার্থীকে বিরোধীরা কতটা বেগ দিতে পারবে, তা নিয়েই শুরু হয়েছে চর্চা ।

মধ্যমগ্রাম পৌরসভার 28 নম্বর ওয়ার্ডটি বরাবরই তৃণমূলের দখলে থাকে । এখান থেকেই 25 বছর ধরে কাউন্সিলর ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ । এর মধ্যে আবার 15 বছর পৌরসভার চেয়ারম্যান পদের দায়িত্বও সামলেছেন তিনি । 2019 সালে পৌরসভার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর পৌর প্রশাসকের মতো দায়িত্বও ছিল রথীনের কাঁধে । পরে পৌর প্রশাসকের পদ ছেড়ে দেন ৷ সেই দায়িত্ব দেওয়া হয় কাউন্সিলর নিমাই ঘোষকে ।

বিধায়ক হওয়ায় এবারের পৌর ভোটে আর প্রার্থী করা হয়নি প্রাক্তন কাউন্সিলর, বর্তমানে খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে । সেই জায়গায় তৃণমূলের তরফে প্রার্থী করা হয় রথীনের ভাই অরূপকুমার ঘোষকে । 28 নম্বর ওয়ার্ড থেকেই নতুন মুখ হিসেবে তুলে ধরা হয় তাঁকে । এই ওয়ার্ডে তাঁর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাম প্রার্থী অরুণকুমার ভট্টাচার্য ও বিজেপি প্রার্থী অরুণ হালদার । রয়েছেন কংগ্রেসের অশোক হালদারও । তবে তাঁদের থেকে লড়াইয়ে অনেকটাই এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপকুমার ঘোষ । তা রাজনীতির ভারে হোক কিংবা প্রচারের দিক থেকে । এমনটাই ধারণা বিভিন্ন মহলের । প্রচারে নেমে মূলত দাদা রথীনের উন্নয়নমূলক কাজ এবং ইমেজই তুলে ধরছেন অরূপ । এই নিয়ে ভোটারদের দুয়ারে গিয়ে আশীর্বাদও চেয়ে নিচ্ছেন তৃণমূল প্রার্থী ।

ভোট বৈতরণী পারে দাদা রথীনই ভরসা ভাই অরূপের

এই বিষয়ে তৃণমূল প্রার্থী অরূপ কুমার ঘোষ বলেন, "কাউন্সিলর থাকাকালীন এই ওয়ার্ডে যাবতীয় উন্নয়নের কাজ করে ফেলেছেন রথীন ঘোষ । ভোটে জিতে সেই সমস্ত উন্নয়নের দেখভাল করাই হবে তাঁর উত্তরসূরি হিসেবে আমার কাজ । সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পকে ত্বরান্বিত করার দিকেও নজর দেব আমি । এটুকু বলতে পারি রথীন ঘোষ সবসময় ছায়াসঙ্গী হিসেবে আমার পাশে থাকবেন । কারণ, তাঁর বিকল্প তিনি নিজেই ৷" তাঁর কথায়, "ভোটে নতুন মুখ হলেও তিনি দীর্ঘদিন দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে এসেছেন । তাই কোনও অসুবিধা হবে না ভোটে জিততে ।’’ মানুষ এবারও তৃণমূল প্রার্থীকে সমর্থন করবেন বলে আশাবাদী অরূপ ।

সবমিলিয়ে, ভোট বৈতরণী পার হতে তৃণমূল প্রার্থী অরূপের ভরসা ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রথীনের উন্নয়নই ।

আরও পড়ুন : Jyotipriya warns TMC Dissidents : মমতাকে ছাড়া তৃণমূলে কাউকে খুঁজে পাওয়া যাবে না, বিক্ষুব্ধদের বার্তা জ্যোতিপ্রিয়র

মধ্যমগ্রাম, 11 ফেব্রুয়ারি : সকলে তাঁকে চেনেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষের ভাই হিসেবে । দাদার হাত ধরেই এতদিন দলের যাবতীয় কাজ সামলেছেন ভাই অরূপকুমার ঘোষ । তাঁকেই এবার তৃণমূলের তরফে প্রার্থী করা হয়েছে রথীনের ছেড়ে যাওয়া মধ্যমগ্রাম পৌরসভার 28 নম্বর ওয়ার্ড থেকে (food minister rathin ghosh brother contesting in madhaymgram municipal election 2022) ।

প্রথম কোনও ভোটের লড়াইয়ে (Bengal Civic Polls 2022) নামলেও দাদা রথীনের পরিচিতি জড়িয়ে রয়েছে অরূপের সঙ্গে । তাই দাদার ইমেজকে কাজে লাগিয়ে জয়ের পথ মসৃণ করতে চান তিনি । ইতিমধ্যে সেই পরিকল্পনা নিয়ে ভোটের ময়দানে ঝাঁপিয়েও পড়েছেন তৃণমূল প্রার্থী অরূপকুমার ঘোষ ।

একদিকে দাদার উন্নয়ন, অন্যদিকে রথীনের স্বচ্ছ ভাবমূর্তি । এই দুয়ের ওপর জোর দিয়ে ভোটারদের দুয়ারে গিয়ে প্রচার শুরু করেছেন ভাই অরূপ । সেদিক থেকে এই ওয়ার্ডে বেশ পিছিয়ে বিরোধী প্রার্থীরা । প্রচারে কার্যত ছন্নছাড়া বাম, বিজেপি ও কংগ্রেস । ফলে ভোটের ময়দানে আদৌও তৃণমূল প্রার্থীকে বিরোধীরা কতটা বেগ দিতে পারবে, তা নিয়েই শুরু হয়েছে চর্চা ।

মধ্যমগ্রাম পৌরসভার 28 নম্বর ওয়ার্ডটি বরাবরই তৃণমূলের দখলে থাকে । এখান থেকেই 25 বছর ধরে কাউন্সিলর ছিলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ । এর মধ্যে আবার 15 বছর পৌরসভার চেয়ারম্যান পদের দায়িত্বও সামলেছেন তিনি । 2019 সালে পৌরসভার মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর পৌর প্রশাসকের মতো দায়িত্বও ছিল রথীনের কাঁধে । পরে পৌর প্রশাসকের পদ ছেড়ে দেন ৷ সেই দায়িত্ব দেওয়া হয় কাউন্সিলর নিমাই ঘোষকে ।

বিধায়ক হওয়ায় এবারের পৌর ভোটে আর প্রার্থী করা হয়নি প্রাক্তন কাউন্সিলর, বর্তমানে খাদ্যমন্ত্রী রথীন ঘোষকে । সেই জায়গায় তৃণমূলের তরফে প্রার্থী করা হয় রথীনের ভাই অরূপকুমার ঘোষকে । 28 নম্বর ওয়ার্ড থেকেই নতুন মুখ হিসেবে তুলে ধরা হয় তাঁকে । এই ওয়ার্ডে তাঁর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাম প্রার্থী অরুণকুমার ভট্টাচার্য ও বিজেপি প্রার্থী অরুণ হালদার । রয়েছেন কংগ্রেসের অশোক হালদারও । তবে তাঁদের থেকে লড়াইয়ে অনেকটাই এগিয়ে তৃণমূল প্রার্থী অরূপকুমার ঘোষ । তা রাজনীতির ভারে হোক কিংবা প্রচারের দিক থেকে । এমনটাই ধারণা বিভিন্ন মহলের । প্রচারে নেমে মূলত দাদা রথীনের উন্নয়নমূলক কাজ এবং ইমেজই তুলে ধরছেন অরূপ । এই নিয়ে ভোটারদের দুয়ারে গিয়ে আশীর্বাদও চেয়ে নিচ্ছেন তৃণমূল প্রার্থী ।

ভোট বৈতরণী পারে দাদা রথীনই ভরসা ভাই অরূপের

এই বিষয়ে তৃণমূল প্রার্থী অরূপ কুমার ঘোষ বলেন, "কাউন্সিলর থাকাকালীন এই ওয়ার্ডে যাবতীয় উন্নয়নের কাজ করে ফেলেছেন রথীন ঘোষ । ভোটে জিতে সেই সমস্ত উন্নয়নের দেখভাল করাই হবে তাঁর উত্তরসূরি হিসেবে আমার কাজ । সেই সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী প্রকল্পকে ত্বরান্বিত করার দিকেও নজর দেব আমি । এটুকু বলতে পারি রথীন ঘোষ সবসময় ছায়াসঙ্গী হিসেবে আমার পাশে থাকবেন । কারণ, তাঁর বিকল্প তিনি নিজেই ৷" তাঁর কথায়, "ভোটে নতুন মুখ হলেও তিনি দীর্ঘদিন দলের একনিষ্ঠ কর্মী হিসেবে কাজ করে এসেছেন । তাই কোনও অসুবিধা হবে না ভোটে জিততে ।’’ মানুষ এবারও তৃণমূল প্রার্থীকে সমর্থন করবেন বলে আশাবাদী অরূপ ।

সবমিলিয়ে, ভোট বৈতরণী পার হতে তৃণমূল প্রার্থী অরূপের ভরসা ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর রথীনের উন্নয়নই ।

আরও পড়ুন : Jyotipriya warns TMC Dissidents : মমতাকে ছাড়া তৃণমূলে কাউকে খুঁজে পাওয়া যাবে না, বিক্ষুব্ধদের বার্তা জ্যোতিপ্রিয়র

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.