ETV Bharat / state

তৃণমূলে ফিরলেন পাঁচ কাউন্সিলর, কাঁচরাপাড়ায় নতুন সমীকরণ ? - Mukul Roy

লোকসভা ভোটের পর BJP-তে যোগ দিয়েছিলেন 17 জন তৃণমূল কাউন্সিলর । আজ 5 জন তৃণমূলে ফিরলেন ।

কাঁচরাপাড়া পৌরসভা
author img

By

Published : Jul 11, 2019, 5:44 PM IST

Updated : Jul 11, 2019, 9:01 PM IST

কলকাতা, 11 জুলাই : প্রায় দু'মাস আগে দিল্লি গিয়ে BJP-তে যোগ দিয়েছিলেন কাঁচরাপাড়া পৌরসভার 17 জন তৃণমূল কাউন্সিলর । দু'মাস কাটতে না কাটতেই তৃণমূলে ফিরলেন পাঁচজন । এর ফলে, 24 ওয়ার্ডের কাঁচরাপাড়া পৌরসভায় তৃণমূলের কাউন্সিলরের সংখ্যা বেড়ে দাঁড়াল 10 । আরও তিন কাউন্সিলর দলে আসবেন বলে দাবি করেছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ।

পৌরভোটে কাঁচরাপাড়া পৌরসভার 22টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল । একটি করে ওয়ার্ডে জেতেন BJP ও নির্দল প্রার্থী । লোকসভা ভোটের ফল বেরোনোর পর বদলায় সেখানকার ছবি । একজন নির্দল সহ 17 জন তৃণমূল কাউন্সিলর BJP-তে যোগ দেন । ফলে BJP-এর কাউন্সিলর সংখ্যা বেড়ে হয় 19 । এরপর কাঁচরাপাড়া পৌরসভা দখল করে BJP ।

আজ পাঁচ কাউন্সিলর ফের তৃণমূলে যোগ দেন । তাঁরা হলেন - সঞ্জীব সাহা (7 নম্বর ওয়ার্ড ), বাণীব্রত মণ্ডল (8 নম্বর ওয়ার্ড), আশা কুমারী (23 নম্বর ওয়ার্ড), অলকানন্দা চৌধুরি (2 নম্বর ওয়ার্ড) ও কল্পনা বিশ্বাস (9 নম্বর ওয়ার্ড) । এর ফলে কাঁচরাপাড়া পৌরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা দাঁড়াল 10। এনিয়ে ফিরহাদ হাকিম বলেন, "কাঁচরাপাড়ার পাঁচ কাউন্সিলর আজ তৃণমূলে ফিরলেন । আগে পাঁচজন ছিলেন যারা BJP-তে যাননি । ফলে এখন তৃণমূলের 10 জন আছে । আরও তিনজন আসছেন । কাঁচরাপাড়ায় এবার তৃণমূল পৌরবোর্ড চালাবে । "

BJP-র কি হাতছাড়া হবে কাঁচরাপাড়া পৌরসভা ? কী বলছেন পৌরপ্রধান

ফিরহাদের বক্তব্য অনুযায়ী, আরও তিন কাউন্সিলর যোগ দিলে কাঁচরাপাড়া পৌরসভায় সংখ্যাগরিষ্ঠ হবে তৃণমূল । তিনজন যোগ না দিলেও অনাস্থা প্রস্তাব আনতে পারে তারা । যদিও কাঁচরাপাড়া পৌরপ্রধান সুদামা রায়ের বক্তব্য, "পাঁচ কাউন্সিলর দল ছাড়লেও পৌরসভায় কোনও প্রভাব পড়বে না । বোর্ড BJP-র দখলেই থাকবে ।"

কলকাতা, 11 জুলাই : প্রায় দু'মাস আগে দিল্লি গিয়ে BJP-তে যোগ দিয়েছিলেন কাঁচরাপাড়া পৌরসভার 17 জন তৃণমূল কাউন্সিলর । দু'মাস কাটতে না কাটতেই তৃণমূলে ফিরলেন পাঁচজন । এর ফলে, 24 ওয়ার্ডের কাঁচরাপাড়া পৌরসভায় তৃণমূলের কাউন্সিলরের সংখ্যা বেড়ে দাঁড়াল 10 । আরও তিন কাউন্সিলর দলে আসবেন বলে দাবি করেছেন তৃণমূল নেতা ফিরহাদ হাকিম ।

পৌরভোটে কাঁচরাপাড়া পৌরসভার 22টি ওয়ার্ডে জিতেছিল তৃণমূল । একটি করে ওয়ার্ডে জেতেন BJP ও নির্দল প্রার্থী । লোকসভা ভোটের ফল বেরোনোর পর বদলায় সেখানকার ছবি । একজন নির্দল সহ 17 জন তৃণমূল কাউন্সিলর BJP-তে যোগ দেন । ফলে BJP-এর কাউন্সিলর সংখ্যা বেড়ে হয় 19 । এরপর কাঁচরাপাড়া পৌরসভা দখল করে BJP ।

আজ পাঁচ কাউন্সিলর ফের তৃণমূলে যোগ দেন । তাঁরা হলেন - সঞ্জীব সাহা (7 নম্বর ওয়ার্ড ), বাণীব্রত মণ্ডল (8 নম্বর ওয়ার্ড), আশা কুমারী (23 নম্বর ওয়ার্ড), অলকানন্দা চৌধুরি (2 নম্বর ওয়ার্ড) ও কল্পনা বিশ্বাস (9 নম্বর ওয়ার্ড) । এর ফলে কাঁচরাপাড়া পৌরসভায় তৃণমূলের কাউন্সিলর সংখ্যা দাঁড়াল 10। এনিয়ে ফিরহাদ হাকিম বলেন, "কাঁচরাপাড়ার পাঁচ কাউন্সিলর আজ তৃণমূলে ফিরলেন । আগে পাঁচজন ছিলেন যারা BJP-তে যাননি । ফলে এখন তৃণমূলের 10 জন আছে । আরও তিনজন আসছেন । কাঁচরাপাড়ায় এবার তৃণমূল পৌরবোর্ড চালাবে । "

BJP-র কি হাতছাড়া হবে কাঁচরাপাড়া পৌরসভা ? কী বলছেন পৌরপ্রধান

ফিরহাদের বক্তব্য অনুযায়ী, আরও তিন কাউন্সিলর যোগ দিলে কাঁচরাপাড়া পৌরসভায় সংখ্যাগরিষ্ঠ হবে তৃণমূল । তিনজন যোগ না দিলেও অনাস্থা প্রস্তাব আনতে পারে তারা । যদিও কাঁচরাপাড়া পৌরপ্রধান সুদামা রায়ের বক্তব্য, "পাঁচ কাউন্সিলর দল ছাড়লেও পৌরসভায় কোনও প্রভাব পড়বে না । বোর্ড BJP-র দখলেই থাকবে ।"

sample description
Last Updated : Jul 11, 2019, 9:01 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.