ETV Bharat / state

Firhad on Lalan Sheikh Death: সেন্ট্রাল এজেন্সি যা খুশি করতে পারে না, লালন শেখের মৃত্যুতে সিবিআইকে বিঁধলেন ফিরহাদ - সিবিআইকে বিঁধলেন ফিরহাদ হাকিম

সিবিআই হেফাজতে বগটুই গণহত্যার মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুকে ঘিরে তোলপাড় রাজ্য রাজনীতি ৷ মঙ্গলবার এই ঘটনায় সিবিআইয়ের সমালোচনায় সরব হলেন ফিরহাদ হাকিম(Firhad on Lalan Sheikh Death)৷

Etv Bharat
লালন শেখের মৃত্যুতে সিবিআইকে বিঁধলেন ফিরহাদ
author img

By

Published : Dec 13, 2022, 11:04 PM IST

বিধাননগর, 13 ডিসেম্বর: মেলার উদ্বোধনে মঙ্গলবার বিধাননগরে এসে লালন শেখের স্ত্রী'র অভিযোগ প্রসঙ্গে সিবিআইয়ের বিরুদ্ধে সুর চড়ালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ এদিন তিনি বলেন, "যেহেতু হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেহেতু আমার হাইকোর্টের কাছে অনুরোধ এটাকে গুরুত্ব সহকারে দেখা উচিত । সেন্ট্রাল এজেন্সি যা ইচ্ছে তাই করতে পারে না (Firhad Hakim Says that CBI Cant do Anything as They Wish)। কাউকে খুন করে দিতে পারে না ।"

ফিরহাদ আরও বলেন, "যদি সত্যি সত্যি টাকা চাওয়া হয়ে থাকে তাহলে সেন্ট্রাল এজেসির শীর্ষ অফিসারদের তার দায়িত্ব নিতে হবে । এবার হয়তো হাইকোর্ট বুঝতে পারবে যে সেন্ট্রাল এজেন্সি দিয়ে তদন্ত নয়, অত্যাচার করছে কেন্দ্রীয় সরকার । যখন নিয়ে এসেছিল তখন হাঁটতে পারছিল না। মারধর করা হয়েছে শুনেছি । সিআরপিএফ দিয়ে মারধর করানোর জন্য মারা গিয়েছে কি না, ময়নাতদন্তের রিপোর্ট বেরোবে ।"

লালন শেখের মৃত্যুতে সিবিআই অফিসের সামনে বিক্ষোভ নিয়ে বিজেপির বক্তব্য, তৃণমূল লোক পাঠিয়েছে ৷ এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, "কোথাও কেউ তৃণমূলের লোক পাঠায়নি । তুমি অন্যায় করে সিবিআইকে নিজের হাতিয়ার করবে তাকে দিয়ে অত্যাচার করাবে, সিবিআইকে দিয়ে নিরীহ মানুষজনকে হেনস্তা করবে, আর যখন মৃত্যু হবে তখন উলটো বলবে । এটা খুনি সিবিআই না খুনি বিজেপি কাদের স্বার্থে আজ খুন হচ্ছে ?"

আরও পড়ুন : লালন শেখ মৃত্যুর ঘটনায় এবার সিবিআই'য়ের বিরুদ্ধে তদন্তে সিআইডি

বিধাননগর, 13 ডিসেম্বর: মেলার উদ্বোধনে মঙ্গলবার বিধাননগরে এসে লালন শেখের স্ত্রী'র অভিযোগ প্রসঙ্গে সিবিআইয়ের বিরুদ্ধে সুর চড়ালেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ৷ এদিন তিনি বলেন, "যেহেতু হাইকোর্ট নির্দেশ দিয়েছে সেহেতু আমার হাইকোর্টের কাছে অনুরোধ এটাকে গুরুত্ব সহকারে দেখা উচিত । সেন্ট্রাল এজেন্সি যা ইচ্ছে তাই করতে পারে না (Firhad Hakim Says that CBI Cant do Anything as They Wish)। কাউকে খুন করে দিতে পারে না ।"

ফিরহাদ আরও বলেন, "যদি সত্যি সত্যি টাকা চাওয়া হয়ে থাকে তাহলে সেন্ট্রাল এজেসির শীর্ষ অফিসারদের তার দায়িত্ব নিতে হবে । এবার হয়তো হাইকোর্ট বুঝতে পারবে যে সেন্ট্রাল এজেন্সি দিয়ে তদন্ত নয়, অত্যাচার করছে কেন্দ্রীয় সরকার । যখন নিয়ে এসেছিল তখন হাঁটতে পারছিল না। মারধর করা হয়েছে শুনেছি । সিআরপিএফ দিয়ে মারধর করানোর জন্য মারা গিয়েছে কি না, ময়নাতদন্তের রিপোর্ট বেরোবে ।"

লালন শেখের মৃত্যুতে সিবিআই অফিসের সামনে বিক্ষোভ নিয়ে বিজেপির বক্তব্য, তৃণমূল লোক পাঠিয়েছে ৷ এই বিষয়ে ফিরহাদ হাকিম বলেন, "কোথাও কেউ তৃণমূলের লোক পাঠায়নি । তুমি অন্যায় করে সিবিআইকে নিজের হাতিয়ার করবে তাকে দিয়ে অত্যাচার করাবে, সিবিআইকে দিয়ে নিরীহ মানুষজনকে হেনস্তা করবে, আর যখন মৃত্যু হবে তখন উলটো বলবে । এটা খুনি সিবিআই না খুনি বিজেপি কাদের স্বার্থে আজ খুন হচ্ছে ?"

আরও পড়ুন : লালন শেখ মৃত্যুর ঘটনায় এবার সিবিআই'য়ের বিরুদ্ধে তদন্তে সিআইডি

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.