বারাসত, 20 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে এতদিন বারাসতের পৌর এলাকা, গুরুত্বপূর্ণ রাস্তা ও সরকারি আবাসনগুলিতে জীবাণুমুক্ত করার কাজ চলছিল ৷ এবার উত্তর 24 পরগনার জেলাশাসকের দপ্তর ও সংলগ্ন রাস্তাগুলিকে জীবাণুমুক্ত করার কাজ শুরু করল দমকল বিভাগ ৷ আজ দুপুরে জলকামানের মাধ্যমে রাসায়নিক মিশ্রিত জল স্প্রে করা হয় জেলার প্রশাসনিক প্রধানের কার্যালয় ও সংলগ্ন রাস্তায় ৷ জেলাশাসকের দপ্তরের পাশেই বারাসত আদালত চত্বরকেও একইভাবে জীবাণুমুক্ত করলেন দমকল বিভাগের কর্মীরা ৷
রাজ্যে কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে । কোরোনা আক্রান্তের নিরিখে উত্তর 24 পরগনাকে হটস্পট অর্থাৎ রেড জ়োন হিসেবে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে প্রশাসনের তরফে । খোদ মুখ্যমন্ত্রীও কোরোনা সংক্রমণের মোকাবিলায় জেলা প্রশাসনকে বিশেষ নজর দিতে বলেছেন । এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে একদিকে কড়া নজরদারি চলছে ৷ অন্যদিকে জোর দেওয়া হয়েছে জীবাণুমুক্ত করার কাজে । প্রায় প্রতিদিনই নিয়ম করে জেলা সদর বারাসতের জনবহুল এলাকা ও গুরুত্বপূর্ণ রাস্তাগুলিতে রাসায়নিক মিশ্রিত জল স্প্রে করে জীবাণুমুক্ত করছেন দমকল কর্মীরা । তবে,এতদিন পৌর সন্নিহিত এলাকা, বাজার, রাস্তাঘাট জীবাণুমুক্ত করা হলেও বাদ ছিল খোদ জেলাশাসকের দপ্তর ও সংলগ্ন রাস্তা । আজ সেখানেও হাইপোক্লোরাইট সলিউশনে বয়েল ব্লিচিং পাউডার মিশিয়ে জীবাণুমুক্ত করা হল দমকলের তরফে ।
দমকলের এক আধিকারিক বলেন, "জেলা প্রশাসনের নির্দেশ মেনে বারাসত-সহ বিভিন্ন জায়গায় জীবাণুমুক্ত করার কাজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে । সরকারি দপ্তর,আবাসন-সহ গুরুত্বপূর্ণ প্রায় সব জায়গায় নিয়মিত জীবাণুমুক্ত করা হচ্ছে । আজ রাসায়নিক মিশ্রিত জল স্প্রে করে জীবাণুমুক্ত করা হল জেলাশাসকের দপ্তর ও সংলগ্ন রাস্তা । এই কাজ ধারাবাহিকভাবে চলবে ৷" প্রসঙ্গত, দুই দিন আগেই বারাসতের চাঁপাডালি মোড় সংলগ্ন তিতুমির বাস ডিপো, মাছের আড়ত, শপিং মল জীবাণুমুক্ত করা হয় ।