বারাসত, 19 অগস্ট: ভিন রাজ্যে ছাত্রের রহস্য মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের দাবি উঠল। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের কোনেরু লক্ষ্মমাইয়া বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ে বি-টেক পড়তে গিয়েছিলেন সৌরদীপ চৌধুরী ৷ সেখানে তাঁর মৃত্যু হয় ৷ পরিবারের দাবি, তাঁর মৃত্যু স্বাভাবিক নয় ৷ তাঁকে খুন করা হয়েছে ৷ এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছে পরিবার ৷ এই দাবিকে সামনে রেখে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছে ই-মেল মারফত দরবারও করেছেন সৌরদীপের বাবা পেশায় চিকিৎসক সুদীপ চৌধুরী ৷ মাত্র 19 বছর বয়সেই প্রাণ হারান সৌরদীপ ৷
সুদীপ বলেন, "আমার ছেলে কোনওভাবে আত্মহত্যা করতে পারে না ৷ বিশ্ববিদ্যালয়ের হস্টেল ক্যাম্পাসে খুন করা হয়ে থাকতে পারে সৌরদীপকে ৷ সঠিক তদন্ত চেয়ে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি ৷ আমি চাই সিবিআই তদন্ত হোক ৷ প্রকৃত ঘটনা সামনে আসুক ৷" একই কথা শোনা গেল মৃত পড়ুয়ার মা সুদীপা চৌধুরীর গলাতেও ৷ তিনিও বলেন, "আমার ছেলে কোনওভাবে আত্মহত্যা করতে পারে না ৷ আমরা সুবিচার চাই ৷" মুখ্যমন্ত্রীর কাছে কাতর আবেদনও জানিয়েছেন তিনি ৷
আরও পড়ুন: যাদবপুর কাণ্ডে গ্রেফতার আরও 3, ধৃত বেড়ে 12
পড়াশোনায় বরাবরই মেধাবি সৌরদীপ চৌধুরী ৷ মেদিনীপুর শহরের বাসিন্দা এই পড়ুয়া চলতি বছরেই মেদিনীপুর কলেজিয়েট স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন ৷ এরপর তিনি অন্ধপ্রদেশের বিজয়ওয়াড়ায় এই নামজাদা শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে ভরতি হন। সেই সময় ছেলের সঙ্গে ছিলেন বাবাও ৷ ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তির এক সপ্তাহের মধ্যে সৌরদীপের মৃত্যুর খবর পায় পরিবার ৷
কর্তৃপক্ষ জানায়, হস্টেলের 11 তলা থেকে পড়ে মৃত্যু হয়েছে ছাত্রের ৷ ঘটনাটি ঘটে জুলাই মাসের 24 তারিখ ৷ এরপর এই রহস্য মৃত্যুর ঘটনা ঘিরে রীতিমতো শোরগোল পড়ে যায় ৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে স্থানীয় থানার পুলিশের দ্বারস্থ হয় পরিবার ৷ পূর্ণাঙ্গ তদন্তের দাবিতে সংশ্লিষ্ট থানায় লিখিত অভিযোগও জানান সৌরদীপের বাবা ৷ যদিও সেই তদন্ত এগোয়নি বলে অভিযোগ ৷ সেখানকার পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন নিহত ছাত্রের চিকিৎসক বাবা ৷
সৌরদীপের বাবা বলেন, "ওর স্বপ্ন ছিল ভালো শিক্ষা প্রতিষ্ঠান থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে ৷ তারপর বিদেশে চাকরি করতে যাবে ৷ ছেলের স্বপ্ন পূরণ করতেই অন্ধপ্রদেশের বিজয়ওয়াড়ার ওই নামজাদা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করেছিলাম ৷" তিনি জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কথার সঙ্গে কাজের কোনও মিল নেই ৷ প্রথমে হস্টেলের একটি ঘর তাঁর ছেলের জন্য বরাদ্দ করা হয়েছিল ৷ পরে সেখান থেকে সরিয়ে অন্য একটি ঘরে স্থানান্তরিত করা হয় ৷ বাবার আরও অভিযোগ, হস্টেলে পরিকাঠামোর অভাবও রয়েছে ৷
তাঁর কথায়, "হস্টেলে ছেলেকে রেখে আসার তিনদিনের মাথায় এমন কী ঘটল, তা জানতে চাই ৷ খবর পেয়ে ওই বিশ্ববিদ্যালয়ে গেলেও কর্তৃপক্ষের কোনও সহযোগিতা পাইনি ৷ উলটে, বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য সবরকমভাবে চেষ্টা করা হয়েছে ৷"
পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রথমত, সৌরদীপের মৃত্যুর পর তাঁর দেহ বেসরকারি হাসপাতালের মর্গে ছিল ৷ কিন্তু সেখানে ময়নাতদন্তের ব্যাপারে কোনও উদ্যোগ নেওয়া হয়নি ৷ দ্বিতীয়ত, ঘটনার পরপরই কর্তৃপক্ষ হস্টেল খালি করে ক্যাম্পাস থেকে বেশিরভাগ পড়ুয়াদের বাড়ি পাঠিয়ে দেয় ৷ তৃতীয়ত, সৌরদীপের দেহ হস্টেলের নীচে যেখানে পড়েছিল, সেই জায়গাটি তদন্তের স্বার্থে ঘিরেও দেওয়া হয়নি ৷ এরকম নানা গাফিলতি দেখে ছেলের মৃত্যু নিয়ে সন্দেহ জেগেছে চিকিৎসক বাবার ৷
আরও পড়ুন: মৃত্যুর আগে জোর করে যাদবপুরে পড়ুয়ার জামা খোলানো হয়েছিল, দাবি তদন্তকারীদের
সুদীপের দাবি, কর্তৃপক্ষ নিশ্চয় কিছু না কিছু লুকোতে চাইছে ৷ ছেলের মৃত্যুর প্রায় একমাস হতে চলল ৷ তারপরও ওই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তাঁর সঙ্গে কেউ যোগাযোগ করেনি ৷ পাশাপাশি তিনি জানান, ভর্তির টাকা ফেরত দিয়ে দিয়েছে কলেজ কর্তৃপক্ষ ৷ কিন্তু সেই টাকা নিয়ে তিনি কী করবেন ? ছেলেকে তো আর ফিরে পাবেন না, আক্ষেপ সদ্য সন্তান হারানো বাবার !