খড়দা, 30 অক্টোবর : বন্দিপুর আইডিয়াল অ্যাকাডেমির ঘটনায় রিপোর্ট তলব করল কমিশন ৷ খড়দা বিধানসভার এই বুথে বিজেপি প্রার্থী জয় সাহার তৎপরতায় ধরা পড়ে একজন ভুয়ো ভোটার ৷ তিনি বাংলাদেশি বলে অভিযোগ ৷ তাকে গ্রেফতার করা হয় শনিবার সকালেই ৷ পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে লাঠিচার্জ করারও অভিযোগ জমা পড়েছে কমিশনে ৷ সেই ঘটনারই রিপোর্ট তলব করল কমিশন ৷
এদিন সকালে নির্বাচনী বুথের বাইরে জাল ভোটারকে ধরে ফেলেন বিজেপি প্রার্থী জয় সাহা ৷ এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল কর্মীদের সঙ্গে জয় হাতাহাতিতেও জড়িয়ে পড়েন ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং জমায়েত ছত্রভঙ্গ করতে তৃণমূল কংগ্রেস কর্মীদের ওপর লাঠিচার্জ করেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা ৷ ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায় ৷
বিজেপি প্রার্থীর দাবি, তৃণমূল কংগ্রেসের দুষ্কৃতীরা তাঁর ওপরে হামলা চালানোর চেষ্টা করেছে ৷ এদিন জয় সাহার সঙ্গে প্রয়াত কাজল সিনহার ছেলে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ৷
তবে এই ঘটনায় উল্টে জয় সাহার উপরই দোষ চাপিয়েছেন সৌগত রায় ৷ তাঁর দাবি, কাজল সিনহার ছেলে আর্যদীপ সিনহার সঙ্গে জয়ের হাতাহাতি বাধে ৷ আর্যদীপের শরীরে একাধিক আঘাত লেগেছে ৷ আর্যদীপের সঙ্গে থাকা আরও দু'টি যুবক এই ঘটনায় গুরুতর জখম হয়েছেন ৷ এর আইনগত ব্যাখ্যা হল, এটা নিগ্রহ, খুনের চেষ্টার ধারায় মামলাযোগ্য ৷ বিজেপি প্রার্থী এদিন সকালে শশীভূষণ স্কুলের বুথে একই ধরনের কাণ্ড ঘটান ৷ সেখানেও দু'টি ছেলেকে তিনি ভুয়ো ভোটার বলে অশান্তি করেন ৷
আরও পড়ুন : Rathin Ghosh : খড়দার উপনির্বাচনে বুথজ্যাম নিয়ে বিজেপির অভিযোগ ওড়ালেন খাদ্যমন্ত্রী