ETV Bharat / state

Thakurnagar : ঠাকুরনগরে নতুন স্টেশনের জন্য জায়গা পরিদর্শনে পূর্বরেলের ডিআরএম - ঠাকুরনগর

ঠাকুরনগরে হতে চলেছে নতুন স্টেশন ৷ তার জন্যই রবিবার জায়গা পরিদর্শনে এলেন পূর্বরেলের শিয়ালদা বিভাগের ডিআরএম শৈলেন্দ্রপ্রতাপ সিং ।

Thakurnagar
Thakurnagar
author img

By

Published : Oct 4, 2021, 12:35 PM IST

ঠাকুরনগর, 4 অক্টোবর : বনগাঁ-শিয়ালদা শাখার ঠাকুরনগরে তিন নম্বর স্টেশন, দুটি রেলগেট ও ঠাকুরনগরের নাম পরিবর্তনের জন্য রেলমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন শান্তনু ঠাকুর । সেই আবেদন খতিয়ে দেখতে রবিবার জায়গা পরিদর্শনে এলেন পূর্বরেলের শিয়ালদা বিভাগের ডিআরএম শৈলেন্দ্র প্রতাপ সিং ।

এদিন ঠাকুরনগরের নতুন স্টেশনের জন্য জায়গার পরিমাপ করেন রেল আধিকারিকরা । ঘুরে দেখেন গোটা স্টেশন চত্বর । ডিআরএম-এর সঙ্গে ছিলেন বিজেপির গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া ও বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার । নতুন স্টেশন ও রেলগেটের বিষয়ে তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন ডিআরএম ও রেল আধিকারিকরা ।

স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে অনেক আগেই ঠাকুরনগর লোকাল চালু করলেও সেই গাড়ি দাঁড়ানোর মত জায়গা নেই ঠাকুরনগরে । ফলে চাঁদপাড়া গিয়ে দাঁড়ায় ঠাকুরনগর লোকাল । এই পরিস্থিতিতে ঠাকুরনগরবাসীর দীর্ঘদিনের দাবি তিন নম্বর স্টেশন, দু‘টি রেলগেট ও ঠাকুরনগরের নাম পরিবর্তন করে শ্রীধাম ঠাকুরনগর করার ।

আরও পড়ুন : Shantanu Thakur : যা কথা দিয়েছি ভুলিনি, দ্রুত সিএএ লাগু হবে; সংবর্ধনায় আশ্বাস শান্তনুর

বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর প্রতিমন্ত্রী হওয়ার পর সেপ্টেম্বরে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে ঠাকুরনগরবাসীর দাবির কথা জানান ৷ সেই মত এদিন ঠাকুরনগর পরিদর্শনে আসেন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের ডিআরএম ও রেলের আধিকারিকরা । প্রথম পর্যায়ে বিজেপির বিধায়কদের সঙ্গে নিয়ে তিন নম্বর স্টেশনের জন্য জায়গার পরিমাপ করেন রেলের আধিকারিকরা ।

এই বিষয়ে গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর বলেন, ‘‘মেলার সময় ঠাকুরনগরে বহু মানুষের ভিড় হয় । ঠাকুরনগরে একটিমাত্র গেট থাকায় যানজটের সৃষ্টি হয় ৷ ঠাকুরনগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল তিন নাম্বার প্ল্যাটফর্ম ও দুটি রেল গেটের । আমরা এই বিষয়ে অনেকবার রেল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম । সেইমতো আজ ডিআরএম বিষয়টি খতিয়ে দেখতে এলেন । আমরা আশাবাদী আগামী দিনে এই দু‘টির কাজই শুরু হবে ৷’’

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের ডিআরএম শৈলেন্দ্রপ্রতাপ সিং বলেন, "কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কিছু আবেদন রেখেছিলেন ৷ তার মধ্যে অন্যতম তিন নম্বর স্টেশন । যার জন্য আমরা খতিয়ে দেখলাম । কার্যকর করার জন্য আমরা চেষ্টা করব । আপাতত সার্ভের কাজ শুরু হয়েছে ।"
পাশাপাশি লোকাল ট্রেন চালুর প্রসঙ্গে তিনি বলেন, "আমরা লোকাল ট্রেন চালানোর জন্য প্রস্তুত। তবে কবে থেকে চালু হবে তা রাজ্য সরকারই বলতে পারবেন ।"
আরও পড়ুন : কেন্দ্রীয় মন্ত্রিসভায় শান্তনু ঠাকুর, উচ্ছ্বাসে মাতল ঠাকুরনগর

ঠাকুরনগর, 4 অক্টোবর : বনগাঁ-শিয়ালদা শাখার ঠাকুরনগরে তিন নম্বর স্টেশন, দুটি রেলগেট ও ঠাকুরনগরের নাম পরিবর্তনের জন্য রেলমন্ত্রীর কাছে আবেদন করেছিলেন শান্তনু ঠাকুর । সেই আবেদন খতিয়ে দেখতে রবিবার জায়গা পরিদর্শনে এলেন পূর্বরেলের শিয়ালদা বিভাগের ডিআরএম শৈলেন্দ্র প্রতাপ সিং ।

এদিন ঠাকুরনগরের নতুন স্টেশনের জন্য জায়গার পরিমাপ করেন রেল আধিকারিকরা । ঘুরে দেখেন গোটা স্টেশন চত্বর । ডিআরএম-এর সঙ্গে ছিলেন বিজেপির গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর, বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনীয়া ও বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার । নতুন স্টেশন ও রেলগেটের বিষয়ে তাঁদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন ডিআরএম ও রেল আধিকারিকরা ।

স্থানীয় বাসিন্দাদের সুবিধার্থে অনেক আগেই ঠাকুরনগর লোকাল চালু করলেও সেই গাড়ি দাঁড়ানোর মত জায়গা নেই ঠাকুরনগরে । ফলে চাঁদপাড়া গিয়ে দাঁড়ায় ঠাকুরনগর লোকাল । এই পরিস্থিতিতে ঠাকুরনগরবাসীর দীর্ঘদিনের দাবি তিন নম্বর স্টেশন, দু‘টি রেলগেট ও ঠাকুরনগরের নাম পরিবর্তন করে শ্রীধাম ঠাকুরনগর করার ।

আরও পড়ুন : Shantanu Thakur : যা কথা দিয়েছি ভুলিনি, দ্রুত সিএএ লাগু হবে; সংবর্ধনায় আশ্বাস শান্তনুর

বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর প্রতিমন্ত্রী হওয়ার পর সেপ্টেম্বরে রেলমন্ত্রীর সঙ্গে দেখা করে ঠাকুরনগরবাসীর দাবির কথা জানান ৷ সেই মত এদিন ঠাকুরনগর পরিদর্শনে আসেন পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের ডিআরএম ও রেলের আধিকারিকরা । প্রথম পর্যায়ে বিজেপির বিধায়কদের সঙ্গে নিয়ে তিন নম্বর স্টেশনের জন্য জায়গার পরিমাপ করেন রেলের আধিকারিকরা ।

এই বিষয়ে গাইঘাটার বিধায়ক সুব্রত ঠাকুর বলেন, ‘‘মেলার সময় ঠাকুরনগরে বহু মানুষের ভিড় হয় । ঠাকুরনগরে একটিমাত্র গেট থাকায় যানজটের সৃষ্টি হয় ৷ ঠাকুরনগরবাসীর দীর্ঘদিনের দাবি ছিল তিন নাম্বার প্ল্যাটফর্ম ও দুটি রেল গেটের । আমরা এই বিষয়ে অনেকবার রেল কর্তৃপক্ষকে জানিয়েছিলাম । সেইমতো আজ ডিআরএম বিষয়টি খতিয়ে দেখতে এলেন । আমরা আশাবাদী আগামী দিনে এই দু‘টির কাজই শুরু হবে ৷’’

পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের ডিআরএম শৈলেন্দ্রপ্রতাপ সিং বলেন, "কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর কিছু আবেদন রেখেছিলেন ৷ তার মধ্যে অন্যতম তিন নম্বর স্টেশন । যার জন্য আমরা খতিয়ে দেখলাম । কার্যকর করার জন্য আমরা চেষ্টা করব । আপাতত সার্ভের কাজ শুরু হয়েছে ।"
পাশাপাশি লোকাল ট্রেন চালুর প্রসঙ্গে তিনি বলেন, "আমরা লোকাল ট্রেন চালানোর জন্য প্রস্তুত। তবে কবে থেকে চালু হবে তা রাজ্য সরকারই বলতে পারবেন ।"
আরও পড়ুন : কেন্দ্রীয় মন্ত্রিসভায় শান্তনু ঠাকুর, উচ্ছ্বাসে মাতল ঠাকুরনগর

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.