ব্যারাকপুর, 24 জুন : স্বাস্থ্য পরিষেবা নিয়ে ব্যারাকপুরে বিএন বসু মহকুমা হাসপাতালের ভূমিকায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী ৷ তাই তড়িঘড়ি হাসপাতাল পরিদর্শন করলেন স্বাস্থ্যসচিব, জেলা স্বাস্থ্য আধিকারিক, জেলাশাসক-সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা ৷
বেশ কয়েকদিন ধরে ব্যারাকপুর মহাকুমা এলাকার গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল বিএন বসু মহকুমা হাসপাতালের বিরুদ্ধে পরিষেবা নিয়ে একাধিক অভিযোগ জমা পড়েছিল প্রশাসনের কাছে । অভিযোগ, হাসপাতালে আসা রোগীদের ঠিকভাবে চিকিৎসা না-করে অন্য হাসপাতলে স্থানান্তরিত করে দেওয়া হয় ৷ কোনও কোনও ক্ষেত্রে চিকিৎসার পরিকাঠানো থাকলেও রোগীদেরও অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হচ্ছে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই অভিযোগ জানিয়েছিল ব্যারাকপুর প্রশাসন ৷
এই অভিযোগের পরেই ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্যারাকপুর বিএন বসু মহকুমা হাসপাতালের স্বাস্থ্য ব্যবস্থা পরিদর্শনের নির্দেশ দেন ৷ তারপরেই মুখ্য স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম, জেলাশাসক সরোদ কুমার দ্বিভেদী ও উত্তর 24 পরগনা জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক চিকিৎসক তাপস রায়, মহকুমা শাসক অভ্র অধিকারী, ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ও ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস-সহ প্রশাসনের কর্তারা এদিন হাসপাতাল পরিদর্শন করেন ।
আরও পড়ুন : জলপাইগুড়িতে অসহায় পরিবারের সঙ্গে দেখা করলেন রাজ্য শিশু সুরক্ষা আয়োগের চেয়ারপার্সন
মুখ্য স্বাস্থ্যসচিব নারায়ণ স্বরূপ নিগম হাসপাতালের রোগী ভর্তির রেজিস্টার খাতাও খতিয়ে দেখেন ৷ হাসপাতাল সুপার থেকে শুরু করে অন্যান্য কর্মীদের ঠিকমতো পরিষেবা দেবার হুঁশিয়ারি দেন ৷ হাসপাতালে যে পরিকাঠামোগত অভাব রয়েছে সেটা মেনে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব ঠিক করে নেওয়া হবে এবং রোগীরা যাতে এই হাসপাতালেই চিকিৎসা ঠিকমতো পায় সেটাও গুরুত্বসহকারে দেখা হবে এমনটাই আশ্বাস দিয়েছেন মুখ্য স্বাস্থ্যসচিব । এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘ব্যারাকপুরে বিএন বসু মহকুমা হাসপাতালের ডাক্তার ও নার্সদের নিয়ে গঠিত এক প্রতিনিধি দলকে রাজ্যের সুপার স্পেশালিটি বাঙ্গুর হাসপাতালে পাঠানো হবে সেখানকার স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামো বিষয়টি দেখতে ৷ সেই অনুয়ারি পরিকাঠামো তৈরির চেষ্টা করা হবে ৷"