ETV Bharat / state

Police Start Investigation: মানসিক রোগ থেকে মুক্তি পেতেই কি আত্মহত্যা ? তদন্তে উঠে এল একাধিক প্রশ্ন - মানসিক রোগ থেকে মুক্তি পেতেই কি শেষে আত্মহত্যা

মানসিক রোগ থেকে মুক্তি পেতেই কি শেষে আত্মহত্যার পথ বেছে নিলেন বারাসতের কলেজ ছাত্রী ? নাকি তাঁর মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য? তদন্ত নেমে এই সমস্ত প্রশ্নের উত্তর খুঁজছে তদন্তকারী দল (Police Start Investigation)।

Police Start Investigation
মানসিক রোগ থেকে মুক্তি পেতেই কি শেষে আত্মহত্যা ?
author img

By

Published : Apr 15, 2022, 10:52 PM IST

বারাসত, 15 এপ্রিল: মানসিক রোগ থেকে মুক্তি পেতেই কি আত্মহত্যার পথ বেছে নিলেন বারাসতের কলেজ ছাত্রী ? নাকি তাঁর মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য ? তদন্ত নেমে সেই সমস্ত প্রশ্নের উত্তরই পাওয়ার চেষ্টা করছে তদন্তকারী দল । যদিও মৃত সোহিনীর বাবা ধীমান আইচ এখনও নিখোঁজ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের যে হোটেল থেকে বৃহস্পতিবার অচৈতন্য অবস্থায় কলেজ ছাত্রী সোহিনী আইচ ও তাঁর ঠাকুমা আভা আইচকে উদ্ধার করা হয়, সেই হোটেলের রুম থেকে ইতিমধ্যে ঘুমের ওষুধের শিশি এবং ছাত্রীর বাবার মোবাইল ফোন উদ্ধার হয়েছে । প্রাথমিকভাবে পুলিশেরও অনুমান, ঘুমের ওষুধ খেয়েই সম্ভবত আত্মঘাতী হয়েছেন সোহিনী । হোটেল রুমেই তাঁর মৃত্যু হলেও অপরজন অর্থাৎ আভা আইচের অবস্থা এখনও সঙ্কটজনক বলে খবর হাসপাতাল সূত্রে (Grandmother and Granddaughter Unconscious)।

মানসিক রোগ থেকে মুক্তি পেতেই কি শেষে আত্মহত্যা ?

আরও পড়ুন: Grandmother and Granddaughter Unconscious: হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার ঠাকুমা, মৃত নাতনি

মৃত কলেজ ছাত্রীর বাড়ি বারাসতে । বছর বাইশের সোহিনী বারাসত গভমেন্ট কলেজে বোটানি অনার্স নিয়ে পড়াশোনা করতেন । পরিবারের একমাত্র সন্তান তিনি । পরিবার সূত্রে খবর, দীর্ঘ দু'বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন সোহিনী । অবসাদের জেরে পরিবারে নিত্য অশান্তি লেগে থাকত ৷ তবে, বাইরে কখনও সে অস্বাভাবিক আচরণ করত না বলে দাবি পরিবারের লোকেদের । সকলের সঙ্গে মিশতেন হাসিখুশি মুখে । ফলে, মানসিক অবসাদ থেকে ওই কলেজ ছাত্রী এমন ঘটনা ঘটাবেন, তা একেবারে কল্পনার বাইরে ছিল পরিবারের লোকেদের কাছে ।

বারাসত, 15 এপ্রিল: মানসিক রোগ থেকে মুক্তি পেতেই কি আত্মহত্যার পথ বেছে নিলেন বারাসতের কলেজ ছাত্রী ? নাকি তাঁর মৃত্যুর পিছনে রয়েছে অন্য কোনও রহস্য ? তদন্ত নেমে সেই সমস্ত প্রশ্নের উত্তরই পাওয়ার চেষ্টা করছে তদন্তকারী দল । যদিও মৃত সোহিনীর বাবা ধীমান আইচ এখনও নিখোঁজ ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের যে হোটেল থেকে বৃহস্পতিবার অচৈতন্য অবস্থায় কলেজ ছাত্রী সোহিনী আইচ ও তাঁর ঠাকুমা আভা আইচকে উদ্ধার করা হয়, সেই হোটেলের রুম থেকে ইতিমধ্যে ঘুমের ওষুধের শিশি এবং ছাত্রীর বাবার মোবাইল ফোন উদ্ধার হয়েছে । প্রাথমিকভাবে পুলিশেরও অনুমান, ঘুমের ওষুধ খেয়েই সম্ভবত আত্মঘাতী হয়েছেন সোহিনী । হোটেল রুমেই তাঁর মৃত্যু হলেও অপরজন অর্থাৎ আভা আইচের অবস্থা এখনও সঙ্কটজনক বলে খবর হাসপাতাল সূত্রে (Grandmother and Granddaughter Unconscious)।

মানসিক রোগ থেকে মুক্তি পেতেই কি শেষে আত্মহত্যা ?

আরও পড়ুন: Grandmother and Granddaughter Unconscious: হোটেল থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার ঠাকুমা, মৃত নাতনি

মৃত কলেজ ছাত্রীর বাড়ি বারাসতে । বছর বাইশের সোহিনী বারাসত গভমেন্ট কলেজে বোটানি অনার্স নিয়ে পড়াশোনা করতেন । পরিবারের একমাত্র সন্তান তিনি । পরিবার সূত্রে খবর, দীর্ঘ দু'বছর ধরে মানসিক রোগে ভুগছিলেন সোহিনী । অবসাদের জেরে পরিবারে নিত্য অশান্তি লেগে থাকত ৷ তবে, বাইরে কখনও সে অস্বাভাবিক আচরণ করত না বলে দাবি পরিবারের লোকেদের । সকলের সঙ্গে মিশতেন হাসিখুশি মুখে । ফলে, মানসিক অবসাদ থেকে ওই কলেজ ছাত্রী এমন ঘটনা ঘটাবেন, তা একেবারে কল্পনার বাইরে ছিল পরিবারের লোকেদের কাছে ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.