ETV Bharat / state

Deganga Stabbed : 10 মাসের শিশুর কান্নাকাটিতে ভেঙে গিয়েছিল ঘুম, রেগে বউদির গলায় ছুরি বসাল দেওর - Woman stabbed in Deganga

দশ মাসের শিশুর কান্নাকাটি সহ্য করতে না পেরে বউদির গলায় ছুরির কোপ বসাল গুণধর দেওর ৷ ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগনার দেগঙ্গার অনন্তপাড়া এলাকায় (Woman stabbed in Deganga)। ঘটনার পর থেকে পলাতক অভযুক্ত ৷

Deganga Stabbed
দেগঙ্গায় বউদির গলায় ছুরি বসাল দেওর
author img

By

Published : Jun 19, 2022, 9:12 PM IST

দেগঙ্গা, 19 জুন : নৃশংস ঘটনার সাক্ষী থাকল দেগঙ্গার অনন্তপাড়া এলাকা ! দশ মাসের শিশুর কান্নাকাটিতে ঘুম ভেঙে গিয়েছিল কাকার । তাতেই ক্ষেপে গিয়ে শিশুর মায়ের গলায় ছুরির কোপ মেরে বসল সে (Woman stabbed in Deganga) । ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার দেগঙ্গার অনন্তপাড়া এলাকায় । জানা গিয়েছে, ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন শিশুর মা শিখা দাস । বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বারাসত জেলা হাসপাতালে ।

বেগতিক বুঝে ঘটনার পরেই বাড়ি থেকে চম্পট দেয় অভিযুক্ত অমর দাস । গুণধর অমরের এমন কাণ্ডে দৃশ্যত হতবাক পাড়া প্রতিবেশীরা । তাঁরা কিছুতেই এই ঘটনা মেনে নিতে পারছেন না । সকলেই চাইছেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক । ঘটনার পিছনে শুধু শিশুর কান্নার আওয়াজ নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, শিশুর বাবা অরুণ দাস দেগঙ্গা থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার হিসেবে । ঘটনার সময় তিনি তাঁর কর্মস্থলে ছিলেন । বাড়িতে তখন ছিলেন অরুণের স্ত্রী, দশ মাসের শিশুকন্যা, বাবা এবং ভাই । ঘটনার সূত্রপাত, ওই শিশুর কান্নাকাটিকে ঘিরে । শনিবার রাতে শিশুকন্যাকে নিজের ঘরে খাওয়াতে বসেছিলেন তাঁর মা শিখা দাস‌ । খাওয়ানোর সময় শিশুটি অঝোরে কাঁদতে শুরু করে । পাশের ঘরে শুয়েছিল শিশুর কাকা অমর দাস ।

আরও পড়ুন : Man Stabbed in Taherpur : ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে গ্রেফতার অভিযুক্ত

অভিযোগ, ভাইঝির কান্নায় কাঁচা ঘুম ভেঙে যায় তাঁর । তাতেই সে ঘুম থেকে উঠে প্রথমে হম্বিতম্বি করতে শুরু করে । এরপর আচমকাই রান্নাঘর থেকে একটি ছুরি এনে বউদির গলায় কোপ মারে দেওর অমর । তখন শিখা দেবীর গলা থেকে অঝোরে ঝরছে রক্ত । সেই অবস্থায় শ্বশুরকে ডাকতে থাকেন আহত শিখা । পরিস্থিতি বেগতিক দেখে ছুরি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত । রাতেই আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে । কিন্তু পরে সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয়েছে বারাসত জেলা হাসপাতালে । ছুরিকাঘাতে ওই মহিলার গলায় গভীর ক্ষত তৈরি হয়েছে । বেশ কয়েকটি সেলাইও পড়েছে তাঁর গলায় । আপাতত মহিলার অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকরা সর্বক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন ।

এই বিষয়ে আহত মহিলার প্রতিবেশী সুনীল দাস বলেন, "শিশুটি কান্নাকাটি করলেই ওর কাকা অমরের সবসময় নাকি অসুবিধে হত । আগেও একই কারণে অশান্তি হয়েছে ওদের পরিবারে । তার জেরে এই ঘটনা কিনা, বলতে পারব না । তবে যাই হোক ঘটনাটি অত‍্যন্ত নিন্দনীয় । অভিযুক্ত অন‍্যায় করেছে । ওর শাস্তি হওয়া দরকার ৷"

দেগঙ্গায় বউদির গলায় ছুরি বসাল দেওর

আরও পড়ুন : Woman Stabbed in Deganga : কটূক্তির প্রতিবাদের জের ! মহিলা এবং তাঁর মেয়েকে কোপাল প্রতিবেশী যুবক

একই সুর শোনা গিয়েছে অভিযুক্ত অমরের মা চন্দনা দাসের গলাতেও । তিনি বলেন,"ছোট ছেলের নার্ভের সমস্যা রয়েছে । ও আগেও একবার ওর বউদিকে মারার চেষ্টা করেছিল । এবারও সেই একই ঘটনা । আমার ছেলে হলেও ও (অমর) অন্যায় করেছে । আজকে ওর বউদিকে খুনের চেষ্টা করেছে ৷ কালকে তো আমাকেও মারতে পারে ! ওরকম ছেলে থাকার চেয়ে না থাকাই ভাল । ওকে ধরে শাস্তি দিক পুলিশ প্রশাসন ৷"

এদিকে রবিবার সকালে অভিযুক্ত অমর দাসের বিরুদ্ধে দেগঙ্গা থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয় আক্রান্ত মহিলার পরিবারের তরফে । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

দেগঙ্গা, 19 জুন : নৃশংস ঘটনার সাক্ষী থাকল দেগঙ্গার অনন্তপাড়া এলাকা ! দশ মাসের শিশুর কান্নাকাটিতে ঘুম ভেঙে গিয়েছিল কাকার । তাতেই ক্ষেপে গিয়ে শিশুর মায়ের গলায় ছুরির কোপ মেরে বসল সে (Woman stabbed in Deganga) । ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর 24 পরগনার দেগঙ্গার অনন্তপাড়া এলাকায় । জানা গিয়েছে, ছুরিকাঘাতে গুরুতর জখম হয়েছেন শিশুর মা শিখা দাস । বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন বারাসত জেলা হাসপাতালে ।

বেগতিক বুঝে ঘটনার পরেই বাড়ি থেকে চম্পট দেয় অভিযুক্ত অমর দাস । গুণধর অমরের এমন কাণ্ডে দৃশ্যত হতবাক পাড়া প্রতিবেশীরা । তাঁরা কিছুতেই এই ঘটনা মেনে নিতে পারছেন না । সকলেই চাইছেন, অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক । ঘটনার পিছনে শুধু শিশুর কান্নার আওয়াজ নাকি অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, শিশুর বাবা অরুণ দাস দেগঙ্গা থানায় কর্মরত সিভিক ভলান্টিয়ার হিসেবে । ঘটনার সময় তিনি তাঁর কর্মস্থলে ছিলেন । বাড়িতে তখন ছিলেন অরুণের স্ত্রী, দশ মাসের শিশুকন্যা, বাবা এবং ভাই । ঘটনার সূত্রপাত, ওই শিশুর কান্নাকাটিকে ঘিরে । শনিবার রাতে শিশুকন্যাকে নিজের ঘরে খাওয়াতে বসেছিলেন তাঁর মা শিখা দাস‌ । খাওয়ানোর সময় শিশুটি অঝোরে কাঁদতে শুরু করে । পাশের ঘরে শুয়েছিল শিশুর কাকা অমর দাস ।

আরও পড়ুন : Man Stabbed in Taherpur : ধারাল অস্ত্র দিয়ে কোপানোর অভিযোগে গ্রেফতার অভিযুক্ত

অভিযোগ, ভাইঝির কান্নায় কাঁচা ঘুম ভেঙে যায় তাঁর । তাতেই সে ঘুম থেকে উঠে প্রথমে হম্বিতম্বি করতে শুরু করে । এরপর আচমকাই রান্নাঘর থেকে একটি ছুরি এনে বউদির গলায় কোপ মারে দেওর অমর । তখন শিখা দেবীর গলা থেকে অঝোরে ঝরছে রক্ত । সেই অবস্থায় শ্বশুরকে ডাকতে থাকেন আহত শিখা । পরিস্থিতি বেগতিক দেখে ছুরি ফেলে পালিয়ে যায় অভিযুক্ত । রাতেই আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় দেগঙ্গার বিশ্বনাথপুর হাসপাতালে । কিন্তু পরে সেখান থেকে তাঁকে স্থানান্তরিত করা হয়েছে বারাসত জেলা হাসপাতালে । ছুরিকাঘাতে ওই মহিলার গলায় গভীর ক্ষত তৈরি হয়েছে । বেশ কয়েকটি সেলাইও পড়েছে তাঁর গলায় । আপাতত মহিলার অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকরা সর্বক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন ।

এই বিষয়ে আহত মহিলার প্রতিবেশী সুনীল দাস বলেন, "শিশুটি কান্নাকাটি করলেই ওর কাকা অমরের সবসময় নাকি অসুবিধে হত । আগেও একই কারণে অশান্তি হয়েছে ওদের পরিবারে । তার জেরে এই ঘটনা কিনা, বলতে পারব না । তবে যাই হোক ঘটনাটি অত‍্যন্ত নিন্দনীয় । অভিযুক্ত অন‍্যায় করেছে । ওর শাস্তি হওয়া দরকার ৷"

দেগঙ্গায় বউদির গলায় ছুরি বসাল দেওর

আরও পড়ুন : Woman Stabbed in Deganga : কটূক্তির প্রতিবাদের জের ! মহিলা এবং তাঁর মেয়েকে কোপাল প্রতিবেশী যুবক

একই সুর শোনা গিয়েছে অভিযুক্ত অমরের মা চন্দনা দাসের গলাতেও । তিনি বলেন,"ছোট ছেলের নার্ভের সমস্যা রয়েছে । ও আগেও একবার ওর বউদিকে মারার চেষ্টা করেছিল । এবারও সেই একই ঘটনা । আমার ছেলে হলেও ও (অমর) অন্যায় করেছে । আজকে ওর বউদিকে খুনের চেষ্টা করেছে ৷ কালকে তো আমাকেও মারতে পারে ! ওরকম ছেলে থাকার চেয়ে না থাকাই ভাল । ওকে ধরে শাস্তি দিক পুলিশ প্রশাসন ৷"

এদিকে রবিবার সকালে অভিযুক্ত অমর দাসের বিরুদ্ধে দেগঙ্গা থানায় খুনের চেষ্টার অভিযোগ দায়ের করা হয় আক্রান্ত মহিলার পরিবারের তরফে । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.