ETV Bharat / state

সব্যসাচীকে মানহানির নোটিশ পাঠালেন কাউন্সিলর সুভাষ বোস

ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বোস বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তকে মানহানির নোটিশ পাঠালেন ।

সুভাষ বোস
author img

By

Published : Jul 15, 2019, 10:40 PM IST

বিধাননগর, 15 জুলাই : বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তকে মানহানির নোটিশ পাঠালেন ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বোস । নোটিশে বলা হয়েছে, তিন দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে সব্যসাচী দত্তকে, না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে ।

দিন কয়েক আগেই সব্যসাচীবাবু অভিযোগ করেন, টাকা লেনদেনের বিনিময়ে রাজারহাট গোপালপুর পৌরসভার প্ল্যানে কাউন্সিলর সুভাষ বোসের এলাকায় বেআইনি নির্মাণ চলছে রমরমিয়ে । কাউন্সিলরের স্ত্রীও পার্টনারশিপে বেআইনিভাবে প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত । আজ সুভাষবাবু বলেন, "একটা ভিত্তিহীন খবর দিয়েছেন উনি । আমিও জনপ্রতিনিধি । উনি আমাদের সম্মানহানি করেছেন । এইভাবে বিভ্রান্তিকর খবর ছড়িয়ে আমার আগামীদিনের কেরিয়ারের ক্ষতি করছেন । আমার ভাবমূর্তি কলুষিত করার চেষ্টা করেছেন ।" সুভাষবাবু জানান, সেকারণে তিনি মানহানির নোটিশ পাঠিয়েছেন ।

উল্লেখ্য, সব্যসাচী দত্তর বিরুদ্ধে চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীর কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন বিধাননগর পৌরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় । অনাস্থা প্রস্তাবে 41 জনের মধ্যে 35 জন কাউন্সিলরের সই রয়েছে । প্রশাসনিক সূত্রে খবর, 18 জুলাই গোপন ব্যালটে অনাস্থা প্রস্তাব পাশ করাতে হবে । সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে সব্যসাচীকে । এরপর চলতি মাসের 12 তারিখ অনাস্থা প্রস্তাবের চিঠির বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি ।

বিধাননগর, 15 জুলাই : বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তকে মানহানির নোটিশ পাঠালেন ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বোস । নোটিশে বলা হয়েছে, তিন দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে সব্যসাচী দত্তকে, না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে ।

দিন কয়েক আগেই সব্যসাচীবাবু অভিযোগ করেন, টাকা লেনদেনের বিনিময়ে রাজারহাট গোপালপুর পৌরসভার প্ল্যানে কাউন্সিলর সুভাষ বোসের এলাকায় বেআইনি নির্মাণ চলছে রমরমিয়ে । কাউন্সিলরের স্ত্রীও পার্টনারশিপে বেআইনিভাবে প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত । আজ সুভাষবাবু বলেন, "একটা ভিত্তিহীন খবর দিয়েছেন উনি । আমিও জনপ্রতিনিধি । উনি আমাদের সম্মানহানি করেছেন । এইভাবে বিভ্রান্তিকর খবর ছড়িয়ে আমার আগামীদিনের কেরিয়ারের ক্ষতি করছেন । আমার ভাবমূর্তি কলুষিত করার চেষ্টা করেছেন ।" সুভাষবাবু জানান, সেকারণে তিনি মানহানির নোটিশ পাঠিয়েছেন ।

উল্লেখ্য, সব্যসাচী দত্তর বিরুদ্ধে চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীর কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন বিধাননগর পৌরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় । অনাস্থা প্রস্তাবে 41 জনের মধ্যে 35 জন কাউন্সিলরের সই রয়েছে । প্রশাসনিক সূত্রে খবর, 18 জুলাই গোপন ব্যালটে অনাস্থা প্রস্তাব পাশ করাতে হবে । সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে সব্যসাচীকে । এরপর চলতি মাসের 12 তারিখ অনাস্থা প্রস্তাবের চিঠির বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি ।

Intro:


বিধাননগর, ১৫ জুলাই: বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠাচ্ছেন তারই দলের এবং বিধাননগরের ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুভাষ বোস। তার অভিযোগ সাংবাদিক সম্মেলন করে মেয়র দাবি করেছিলেন সুভাষ বোস ও তার স্ত্রী বেশ কিছু বেআইনী প্রমোটিং এর সাথে যুক্ত আছে বলে দাবি করেছিলেন মেয়র। তাতে তাদের সামাজিকভাবে সম্মানহানি হয়েছে। তার ভিত্তিতেই এই নোটিস।

Body:নোটিসে বলা হয়েছে ৩দিন এর মধ্যে ক্ষমা চাইতে হবে সব্যসাচী দত্তকে। না হলে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে। জানা গিয়েছে তার স্ত্রীর পক্ষ থেকে এই নোটিশ দেওয়া হয়েছে সব্যসাচী দত্তকে। সুভাষ বোস বলেন, কয়েক দিন আগে আমার স্ত্রীর নামে মিডিয়ার মাধ্যমে সব্যসাচী দত্ত বলেছেন যে আমি এবং আমার স্ত্রী প্রোমোটিং ব্যবসার সাথে যুক্ত।একটা ভিত্তিহীন খবর ছড়িয়ে তিনি আমার কেরিয়ারের ক্ষতি করেছেন এবং আমার ভাবমূর্তি কলুষিত করার চেষ্টা করেছেন। তাই আমার আইনজীবী তাকে নোটিশ পাঠিয়েছে। উনি ক্ষমা চাইলে উত্তম কথা। নাহলে আইন মাফিক ব্যবস্থা নেওয়া হবে।


Conclusion:সব্যসাচী দত্তকে অপসারিত করতে অনাস্থা এনেছেন অধিকাংশ কাউন্সিলর। তাকে অন্যায় ভাবে মেয়র পদ থেকে অপসারণের চেষ্টা করা হচ্ছে এই মামলা তিনি হাইকোর্টে দায়ের করেছেন।।ফলে ১৮ তারিখ আদৌ কি অনাস্থা আসছে এই জল্পনা চলছে বিধাননগর পুরনীগমে। তার মাঝে সুভাষ বোসের মামলায় ফের চাপের মুখে পড়লেন সব্যসাচী দত্ত।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.