বিধাননগর, 15 জুলাই : বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তকে মানহানির নোটিশ পাঠালেন ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ বোস । নোটিশে বলা হয়েছে, তিন দিনের মধ্যে ক্ষমা চাইতে হবে সব্যসাচী দত্তকে, না হলে আইনি পদক্ষেপ নেওয়া হবে ।
দিন কয়েক আগেই সব্যসাচীবাবু অভিযোগ করেন, টাকা লেনদেনের বিনিময়ে রাজারহাট গোপালপুর পৌরসভার প্ল্যানে কাউন্সিলর সুভাষ বোসের এলাকায় বেআইনি নির্মাণ চলছে রমরমিয়ে । কাউন্সিলরের স্ত্রীও পার্টনারশিপে বেআইনিভাবে প্রোমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত । আজ সুভাষবাবু বলেন, "একটা ভিত্তিহীন খবর দিয়েছেন উনি । আমিও জনপ্রতিনিধি । উনি আমাদের সম্মানহানি করেছেন । এইভাবে বিভ্রান্তিকর খবর ছড়িয়ে আমার আগামীদিনের কেরিয়ারের ক্ষতি করছেন । আমার ভাবমূর্তি কলুষিত করার চেষ্টা করেছেন ।" সুভাষবাবু জানান, সেকারণে তিনি মানহানির নোটিশ পাঠিয়েছেন ।
উল্লেখ্য, সব্যসাচী দত্তর বিরুদ্ধে চেয়ারপার্সন কৃষ্ণা চক্রবর্তীর কাছে অনাস্থা প্রস্তাব জমা দেন বিধাননগর পৌরনিগমের ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায় । অনাস্থা প্রস্তাবে 41 জনের মধ্যে 35 জন কাউন্সিলরের সই রয়েছে । প্রশাসনিক সূত্রে খবর, 18 জুলাই গোপন ব্যালটে অনাস্থা প্রস্তাব পাশ করাতে হবে । সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে সব্যসাচীকে । এরপর চলতি মাসের 12 তারিখ অনাস্থা প্রস্তাবের চিঠির বিরোধিতা করে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি ।