ETV Bharat / state

গুলি মারার হুমকি দিয়ে কাউন্সিলরদের দলে টেনেছে তৃণমূল : অর্জুন

কাঁচরাপাড়া পৌরসভার কাউন্সিলরদের গুলি মারার ও কেস দেওয়ার হুমকি দিয়ে দলে টেনেছে তৃণমূলে । অভিযোগ করলেন অর্জুন সিং ।

অর্জুন
author img

By

Published : Jul 13, 2019, 7:53 PM IST

ব্যারাকপুর, 13 জুলাই : চলতি বছরের মে'তে একাধিক কাউন্সিলর সহ BJP-তে যোগ দিয়েছিলেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান সুদামা রায় । বোর্ড গঠন করে BJP । দু'মাস কাটতে না কাটতেই ফের তৃণমূলে ফিরলেন চেয়ারম্যান সহ 14 কাউন্সিলর । এনিয়ে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং বলেন, "এখানের যে চেয়ারম্যান আছেন, তাঁর বাড়ি বিহারেও আছে । বিহারে BJP-র রাজ আছে ।" স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এটা তো রীতিমতো হুমকি । তৃণমূলে ফিরে আসায় চেয়ারম্যানকে হুমকির মুখে পড়তে হচ্ছে ।

14 জন কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ায় 24 ওয়ার্ডের কাঁচরাপাড়া পৌরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল । এর ফলে, হালিশহরের মতো কাঁচরাপাড়া পৌরসভাও তৃণমূল পুনর্দখল করল । যদিও অর্জুনের দাবি, কাঁচরাপাড়া পৌরসভায় খুব শীঘ্রই অনাস্থা প্রস্তাব আনা হবে । তাঁর বক্তব্য, "অনাস্থা প্রস্তাব নিয়ে এসে ভোট করিয়ে আমরা বোর্ডটা নিয়ে নেব । বোর্ড BJP-র হাতে থাকবে ।" যে কাউন্সিলররা BJP ছাড়লেন, তাঁদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে ? অর্জুন বলেন, "মানুষ কর্মসূচি পালন করবে । আমরা কী নেব ?"

এই সংক্রান্ত আরও খবর : তৃণমূলে ফিরলেন পাঁচ কাউন্সিলর, কাঁচরাপাড়ায় নতুন সমীকরণ ?

আজ সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কোনও কাউন্সিলর স্বেচ্ছায় BJP-তে যোগ দেননি । তাঁদের পরিবারকে ভয় দেখিয়ে BJP-তে যোগদান করানো হয়েছিল । এনিয়ে অর্জুন বলেন, "BJP ভয় দেখানোর কে ? BJP কি এখানে ক্ষমতায় রয়েছে ? BJP তো দিল্লিতে ক্ষমতায় রয়েছে ।" অর্জুনের দাবি, "পুলিশের ভয় দেখিয়ে, পুলিশকে দিয়ে চমকিয়ে (কাউন্সিলরদের দলে নেওয়া হয়েছে ) । পুলিশ বলছে কেস দিয়ে দেব । গাঁজার কেস দিয়ে দেব । গুলি মেরে দেব । পুলিশ করাচ্ছে তো ।"

এই সংক্রান্ত আরও খবর : শুভ্রাংশুকে দলে রাখতে পারবেন তো ? মুকুলকে প্রশ্ন অভিষেকের

তাহলে কি তৃণমূল থেকে BJP-তে আসা অন্য নেতারাও ফের ঘাসফুল শিবিরে ফিরবেন ? এনিয়ে অর্জুন বলেন, "আয়ারাম গয়ারাম কিছুদিন চলবে । আর ভোটের আগে দেখবেন । 2019 সালের লাস্টের দিকে বা প্রথম (2020) দিকে ভোট হবে তখন দেখবেন ।"

এই সংক্রান্ত আরও খবর : 107 জন বিধায়ক BJP-তে আসছেন : মুকুল

ব্যারাকপুর, 13 জুলাই : চলতি বছরের মে'তে একাধিক কাউন্সিলর সহ BJP-তে যোগ দিয়েছিলেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান সুদামা রায় । বোর্ড গঠন করে BJP । দু'মাস কাটতে না কাটতেই ফের তৃণমূলে ফিরলেন চেয়ারম্যান সহ 14 কাউন্সিলর । এনিয়ে ব্যারাকপুরের BJP সাংসদ অর্জুন সিং বলেন, "এখানের যে চেয়ারম্যান আছেন, তাঁর বাড়ি বিহারেও আছে । বিহারে BJP-র রাজ আছে ।" স্থানীয় তৃণমূল নেতৃত্বের বক্তব্য, এটা তো রীতিমতো হুমকি । তৃণমূলে ফিরে আসায় চেয়ারম্যানকে হুমকির মুখে পড়তে হচ্ছে ।

14 জন কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ায় 24 ওয়ার্ডের কাঁচরাপাড়া পৌরসভায় সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে তৃণমূল । এর ফলে, হালিশহরের মতো কাঁচরাপাড়া পৌরসভাও তৃণমূল পুনর্দখল করল । যদিও অর্জুনের দাবি, কাঁচরাপাড়া পৌরসভায় খুব শীঘ্রই অনাস্থা প্রস্তাব আনা হবে । তাঁর বক্তব্য, "অনাস্থা প্রস্তাব নিয়ে এসে ভোট করিয়ে আমরা বোর্ডটা নিয়ে নেব । বোর্ড BJP-র হাতে থাকবে ।" যে কাউন্সিলররা BJP ছাড়লেন, তাঁদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে ? অর্জুন বলেন, "মানুষ কর্মসূচি পালন করবে । আমরা কী নেব ?"

এই সংক্রান্ত আরও খবর : তৃণমূলে ফিরলেন পাঁচ কাউন্সিলর, কাঁচরাপাড়ায় নতুন সমীকরণ ?

আজ সাংবাদিক বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, কোনও কাউন্সিলর স্বেচ্ছায় BJP-তে যোগ দেননি । তাঁদের পরিবারকে ভয় দেখিয়ে BJP-তে যোগদান করানো হয়েছিল । এনিয়ে অর্জুন বলেন, "BJP ভয় দেখানোর কে ? BJP কি এখানে ক্ষমতায় রয়েছে ? BJP তো দিল্লিতে ক্ষমতায় রয়েছে ।" অর্জুনের দাবি, "পুলিশের ভয় দেখিয়ে, পুলিশকে দিয়ে চমকিয়ে (কাউন্সিলরদের দলে নেওয়া হয়েছে ) । পুলিশ বলছে কেস দিয়ে দেব । গাঁজার কেস দিয়ে দেব । গুলি মেরে দেব । পুলিশ করাচ্ছে তো ।"

এই সংক্রান্ত আরও খবর : শুভ্রাংশুকে দলে রাখতে পারবেন তো ? মুকুলকে প্রশ্ন অভিষেকের

তাহলে কি তৃণমূল থেকে BJP-তে আসা অন্য নেতারাও ফের ঘাসফুল শিবিরে ফিরবেন ? এনিয়ে অর্জুন বলেন, "আয়ারাম গয়ারাম কিছুদিন চলবে । আর ভোটের আগে দেখবেন । 2019 সালের লাস্টের দিকে বা প্রথম (2020) দিকে ভোট হবে তখন দেখবেন ।"

এই সংক্রান্ত আরও খবর : 107 জন বিধায়ক BJP-তে আসছেন : মুকুল

sample description
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.