ETV Bharat / state

Two Women Fraudsters Arrested: ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে যুবককে হোটেলে ডেকে লুট, গ্রেফতার দুই তরুণী - কোচবিহারের এক যুবক

Two Women Fraudster Arrested by Eco Park Police: ফেসবুক থেকে হওয়া প্রেমের জেরে প্রতারণার শিকার কোচবিহারের যুবক ৷ ইকো পার্কের একটি হোটেলে ডেকে তাঁর থেকে টাকা-সোনা ও মূল্যবান সামগ্রী লুট করা হয় বলে অভিযোগ ৷ টালিগঞ্জ থেকে দুই তরুণীকে গ্রেফতার করেছে ইকো পার্ক থানার পুলিশ ৷

Two Women Fraudster Arrested
Two Women Fraudster Arrested
author img

By

Published : Aug 1, 2023, 1:02 PM IST

Updated : Aug 1, 2023, 7:07 PM IST

ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে যুবককে হোটেলে ডেকে লুট, গ্রেফতার দুই তরুণী

নিউটাউন, 1 অগস্ট: ফেসবুকে পরিচয় ৷ সেখান থেকে বন্ধুত্ব ৷ তার পর প্রেম ৷ শেষে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রতারণার শিকার ৷ কোচবিহারের এক যুবকের সঙ্গে এমন ঘটনাই ঘটে বলে অভিযোগ ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে নিউটাউনের ইকো পার্ক থানার পুলিশ গ্রেফতার করেছে দুই তরুণীকে ৷ পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ধৃত দু’জনকে আদালতে তোলা হবে ৷ তাদের হেফাজতে নিয়ে এই নিয়ে বিস্তারিত তথ্য জোগাড় করার চেষ্টা করা হবে ৷

পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, গত 27 জুলাই এক যুবক ইকো পার্ক থানায় আসেন ৷ তিনি নিজেকে কোচবিহারের বাসিন্দা বলে দাবি করেন ৷ পুলিশের কাছে তিনি জানান যে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে তিনি প্রতারিত হয়েছেন ৷ তাঁর সঙ্গে থাকা সোনার চেন, নগদ টাকা ও আরও বেশি কিছু জিনিস লুট করে নেওয়া হয়েছে ৷ প্রেমিকা ও তাঁর এক বান্ধবীই এই কাজ করেছে বলে তিনি অভিযোগ করেন ৷

আরও পড়ুন: 'মেয়েদের প্রেমে পড়লে পস্তাবেন', ভিডিয়োয় দাবি করে আত্মঘাতী নাবালক

ঠিক কী ঘটনা ঘটেছিল: ওই যুবকের অভিযোগ অনুযায়ী, ফেসবুকের মাধ্যমে কলকাতার এক বাসিন্দা তরুণীর সঙ্গে তাঁর পরিচয় ৷ সেই পরিচয় থেকেই প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ প্রেমিকার সঙ্গে দেখা করতে তিনি কোচবিহার থেকে কলকাতায় চলে আসেন ৷ তার পর ওই তরুণীর সঙ্গে দেখা করতে নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে ওঠেন ৷ সেখানেই তাঁর সঙ্গে দেখা করতে আসেন প্রেমিকা ৷ সঙ্গে প্রেমিকার বান্ধবীও ছিল ৷

ওই যুবকের অভিযোগ, তাঁকে মদ্যপান করানো হয় ৷ তার পর থেকে তাঁর হুঁশ ছিল না ৷ যখন হুঁশ ফেরে তখন ওই দুই তরুণী আর তাঁর সঙ্গে ছিলেন না ৷ পাশাপাশি তাঁর গলায় থাকা সোনার চেন, ব্যাগে থাকা নগদ টাকা ও আরও কিছু সামগ্রী নিয়ে চলে যায় ওই দুই তরুণী ৷

তদন্তে ইকো পার্ক থানার পুলিশ: যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ইকো পার্ক থানার পুলিশ ৷ প্রথমেই খতিয়ে দেখা হয় হোটেলের সিসিটিভি ফুটেজ ৷ সেই ফুটেজে ওই দুই তরুণীকে চিহ্নিত করা হয় ৷ তার পর সোশাল মিডিয়ার মাধ্যমেই ওই দু’জনের পরিচয় জেনে খোঁজ শুরু হয় ৷ কলকাতার টালিগঞ্জে হদিশ মেলে ওই দু’জনের ৷ সোমবার সেখানকার একটি ফ্ল্যাট থেকে ওই দুই তরুণীকে গ্রেফতার করে ইকো পার্ক থানার পুলিশ ৷

আরও পড়ুন: উলটপুরাণ ! প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিককে অপহরণ বিবাহিত মহিলার

পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে, সোশাল মিডিয়ায় বন্ধুত্ব পাতিয়ে কম বয়সী যুবকদের প্রেমের ফাঁদে ফেলাই ছিল ওই দু’জনের কাজ ৷ তার পর দেখা করার নামে হোটেলে ডেকে সংশ্লিষ্ট যুবকদের লুট করত তারা । তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ মোবাইল ফোন খতিয়ে দেখে পাওয়া যায় কলকাতার পাশাপাশি ভিন রাজ্যের বিভিন্ন যুবকের নম্বর । তাছাড়া সোশাল মিডিয়ায় একাধিক নামে আইডিও রয়েছে তাদের ৷

পুলিশ তাদের হেফাজতে নিয়ে জেরা করবে ৷ এদের সঙ্গে আরও বড় কোনও অপরাধ চক্র জড়িয়ে রয়েছে কি না, খতিয়ে দেখা হবে বলে পুলিশের তরফে জানা গিয়েছে ৷

ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে যুবককে হোটেলে ডেকে লুট, গ্রেফতার দুই তরুণী

নিউটাউন, 1 অগস্ট: ফেসবুকে পরিচয় ৷ সেখান থেকে বন্ধুত্ব ৷ তার পর প্রেম ৷ শেষে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রতারণার শিকার ৷ কোচবিহারের এক যুবকের সঙ্গে এমন ঘটনাই ঘটে বলে অভিযোগ ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে নিউটাউনের ইকো পার্ক থানার পুলিশ গ্রেফতার করেছে দুই তরুণীকে ৷ পুলিশ জানিয়েছে, মঙ্গলবার ধৃত দু’জনকে আদালতে তোলা হবে ৷ তাদের হেফাজতে নিয়ে এই নিয়ে বিস্তারিত তথ্য জোগাড় করার চেষ্টা করা হবে ৷

পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, গত 27 জুলাই এক যুবক ইকো পার্ক থানায় আসেন ৷ তিনি নিজেকে কোচবিহারের বাসিন্দা বলে দাবি করেন ৷ পুলিশের কাছে তিনি জানান যে প্রেমিকার সঙ্গে দেখা করতে এসে তিনি প্রতারিত হয়েছেন ৷ তাঁর সঙ্গে থাকা সোনার চেন, নগদ টাকা ও আরও বেশি কিছু জিনিস লুট করে নেওয়া হয়েছে ৷ প্রেমিকা ও তাঁর এক বান্ধবীই এই কাজ করেছে বলে তিনি অভিযোগ করেন ৷

আরও পড়ুন: 'মেয়েদের প্রেমে পড়লে পস্তাবেন', ভিডিয়োয় দাবি করে আত্মঘাতী নাবালক

ঠিক কী ঘটনা ঘটেছিল: ওই যুবকের অভিযোগ অনুযায়ী, ফেসবুকের মাধ্যমে কলকাতার এক বাসিন্দা তরুণীর সঙ্গে তাঁর পরিচয় ৷ সেই পরিচয় থেকেই প্রথমে বন্ধুত্ব ও পরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে ৷ প্রেমিকার সঙ্গে দেখা করতে তিনি কোচবিহার থেকে কলকাতায় চলে আসেন ৷ তার পর ওই তরুণীর সঙ্গে দেখা করতে নিউটাউনের একটি পাঁচতারা হোটেলে ওঠেন ৷ সেখানেই তাঁর সঙ্গে দেখা করতে আসেন প্রেমিকা ৷ সঙ্গে প্রেমিকার বান্ধবীও ছিল ৷

ওই যুবকের অভিযোগ, তাঁকে মদ্যপান করানো হয় ৷ তার পর থেকে তাঁর হুঁশ ছিল না ৷ যখন হুঁশ ফেরে তখন ওই দুই তরুণী আর তাঁর সঙ্গে ছিলেন না ৷ পাশাপাশি তাঁর গলায় থাকা সোনার চেন, ব্যাগে থাকা নগদ টাকা ও আরও কিছু সামগ্রী নিয়ে চলে যায় ওই দুই তরুণী ৷

তদন্তে ইকো পার্ক থানার পুলিশ: যুবকের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে ইকো পার্ক থানার পুলিশ ৷ প্রথমেই খতিয়ে দেখা হয় হোটেলের সিসিটিভি ফুটেজ ৷ সেই ফুটেজে ওই দুই তরুণীকে চিহ্নিত করা হয় ৷ তার পর সোশাল মিডিয়ার মাধ্যমেই ওই দু’জনের পরিচয় জেনে খোঁজ শুরু হয় ৷ কলকাতার টালিগঞ্জে হদিশ মেলে ওই দু’জনের ৷ সোমবার সেখানকার একটি ফ্ল্যাট থেকে ওই দুই তরুণীকে গ্রেফতার করে ইকো পার্ক থানার পুলিশ ৷

আরও পড়ুন: উলটপুরাণ ! প্রেমে প্রত্যাখ্যাত হয়ে প্রেমিককে অপহরণ বিবাহিত মহিলার

পুলিশের সূত্র থেকে জানা গিয়েছে, সোশাল মিডিয়ায় বন্ধুত্ব পাতিয়ে কম বয়সী যুবকদের প্রেমের ফাঁদে ফেলাই ছিল ওই দু’জনের কাজ ৷ তার পর দেখা করার নামে হোটেলে ডেকে সংশ্লিষ্ট যুবকদের লুট করত তারা । তাদের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ মোবাইল ফোন খতিয়ে দেখে পাওয়া যায় কলকাতার পাশাপাশি ভিন রাজ্যের বিভিন্ন যুবকের নম্বর । তাছাড়া সোশাল মিডিয়ায় একাধিক নামে আইডিও রয়েছে তাদের ৷

পুলিশ তাদের হেফাজতে নিয়ে জেরা করবে ৷ এদের সঙ্গে আরও বড় কোনও অপরাধ চক্র জড়িয়ে রয়েছে কি না, খতিয়ে দেখা হবে বলে পুলিশের তরফে জানা গিয়েছে ৷

Last Updated : Aug 1, 2023, 7:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.