ETV Bharat / state

Shantanu Thakur Convoy Accident: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কনভয়ে পিছন থেকে ধাক্কা বোলেরো গাড়ির - অশোকনগর

এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরছিলেন শান্তনু ঠাকুর। গুমা পার করে অশোকনগর ঢোকার মুখে মানিকতলা এলাকায় যান জটে আটকে যায় তাঁর কনভয়। অভিযোগ ঠিক সেই সময় পিছন দিক থেকে একটি বোলেরো ম্যাক্স গাড়ি মন্ত্রীর কনভয়ে থানা পিছনের গাড়িতে সজোরে ধাক্কা মারে।

Etv Bharat
শান্তনু ঠাকুর
author img

By ETV Bharat Bangla Team

Published : Aug 26, 2023, 9:23 PM IST

শান্তনু ঠাকুর

অশোকনগর, 26 অগস্ট: দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কনভয় ৷ বিমানবন্দর বাড়ি ফেরার পথে শনিবার কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কনভয়ে ধাক্কা মারল একটি ম্যাক্স গাড়ি। গাড়ির পিছনে বেশ কিছুটা দুমড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কীভাবে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে এভাবে একটি গাড়ি ঢুকে পড়ল, আর কীভাবেই বা ধাক্কা মারল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিষয়টি নিয়ে মৌখিকভাবে পুলিশে অভিযোগ জানিয়েছেন বলে শনিবার জানান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।

জানা গিয়েছে, এদিন দমদম বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন শান্তনু ঠাকুর। গুমা পার করে অশোকনগর ঢোকার মুখে মানিকতলা এলাকায় যানজটে আটকে যায় তাঁর কনভয়। অভিযোগ ঠিক সেই সময় পিছন দিক থেকে একটি বোলেরো ম্যাক্স গাড়ি মন্ত্রীর কনভয়ে থাকা পিছনের গাড়িতে সজোরে ধাক্কা মারে। যার যেরে ওই গাড়ির পিছনের দিক আংশিক দুমড়ে যায়। তবে ঘটনায় কারও কোনও ক্ষয়-ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।
এদিন শান্তনু ঠাকুর বলেন, "প্রায় 10 কিলোমিটার ধরে ওই গাড়িটি তাঁর কনভয়কে রীতিমতো ফলো করছিল। অশোকনগর মানিকতলা এলাকায় কনভয় দাঁড়ানোর পর পিছনের গাড়িতে এসে ধাক্কা মারে ওই গাড়িটি।" পরবর্তীতে মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা দ্রুত নেমে গাড়িটিকে আটক করে ৷ পরে ওই গাড়ির চাবিও তারা বাজেয়াপ্ত করে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: বড় সাফল্য কলকাতা পুলিশের! বিহার থেকে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার এক

তবে এই ঘটনার পিছনে রাজনৈতিক কোনও অভিসন্ধি আছে কি না, তা তিনি নিশ্চিত করে বলতে পারছেন না শান্তনু ঠাকুর। কী কারণে এভাবে একটি গাড়ি এসে তাঁক কনভয়ে ধাক্কা মারল, তার তদন্তের জন বিষয়টি মৌখিকভাবে অশোকনগর থানায় জানিয়েন বলেও এদিন জানান মন্ত্রী। অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, এখনও এই বিষয়ে অশোকনগর থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান পুলিশ আধিকারিকরা ৷

শান্তনু ঠাকুর

অশোকনগর, 26 অগস্ট: দুর্ঘটনার কবলে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের কনভয় ৷ বিমানবন্দর বাড়ি ফেরার পথে শনিবার কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরের কনভয়ে ধাক্কা মারল একটি ম্যাক্স গাড়ি। গাড়ির পিছনে বেশ কিছুটা দুমড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। কীভাবে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয়ে এভাবে একটি গাড়ি ঢুকে পড়ল, আর কীভাবেই বা ধাক্কা মারল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। বিষয়টি নিয়ে মৌখিকভাবে পুলিশে অভিযোগ জানিয়েছেন বলে শনিবার জানান কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।

জানা গিয়েছে, এদিন দমদম বিমানবন্দর থেকে বাড়ি ফিরছিলেন শান্তনু ঠাকুর। গুমা পার করে অশোকনগর ঢোকার মুখে মানিকতলা এলাকায় যানজটে আটকে যায় তাঁর কনভয়। অভিযোগ ঠিক সেই সময় পিছন দিক থেকে একটি বোলেরো ম্যাক্স গাড়ি মন্ত্রীর কনভয়ে থাকা পিছনের গাড়িতে সজোরে ধাক্কা মারে। যার যেরে ওই গাড়ির পিছনের দিক আংশিক দুমড়ে যায়। তবে ঘটনায় কারও কোনও ক্ষয়-ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে।
এদিন শান্তনু ঠাকুর বলেন, "প্রায় 10 কিলোমিটার ধরে ওই গাড়িটি তাঁর কনভয়কে রীতিমতো ফলো করছিল। অশোকনগর মানিকতলা এলাকায় কনভয় দাঁড়ানোর পর পিছনের গাড়িতে এসে ধাক্কা মারে ওই গাড়িটি।" পরবর্তীতে মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানরা দ্রুত নেমে গাড়িটিকে আটক করে ৷ পরে ওই গাড়ির চাবিও তারা বাজেয়াপ্ত করে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন: বড় সাফল্য কলকাতা পুলিশের! বিহার থেকে পাক গুপ্তচর সন্দেহে গ্রেফতার এক

তবে এই ঘটনার পিছনে রাজনৈতিক কোনও অভিসন্ধি আছে কি না, তা তিনি নিশ্চিত করে বলতে পারছেন না শান্তনু ঠাকুর। কী কারণে এভাবে একটি গাড়ি এসে তাঁক কনভয়ে ধাক্কা মারল, তার তদন্তের জন বিষয়টি মৌখিকভাবে অশোকনগর থানায় জানিয়েন বলেও এদিন জানান মন্ত্রী। অন্যদিকে, পুলিশ সূত্রে খবর, এখনও এই বিষয়ে অশোকনগর থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি। অভিযোগ এলে বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান পুলিশ আধিকারিকরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.