ঠাকুরনগর, ৮ মার্চ : মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা পদে মমতাবালা ঠাকুরের পরিবর্তে প্রয়াত কপিলকৃষ্ণ ঠাকুরের প্রথম স্ত্রী অমলা ঠাকুরের নাম ঘোষণা করলেন শান্তনু ঠাকুর। আজ সকালে তিনি সাংবাদিকদের বলেন, "সারা ভারত মতুয়া সংঘের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা পদে আমরা অমলা ঠাকুরের নাম ঘোষণা করছি।" এরপরই মতুয়া মহাসংঘে নতুন করে বিতর্ক শুরু হয়।
প্রসঙ্গত, বড়মা বীণাপানি ঠাকুর ছিলেন মতুয়া মহাসংঘের প্রধান উপদেষ্টা। গত ৫ মার্চ তাঁর মৃত্যু হয়। নিয়ম অনুযায়ী প্রধান উপদেষ্টা পদ শূন্য রাখা যাবে না। তাই, গতকাল বড়মার শেষকৃত্যের পরে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি নন্দদুলাল মহন্ত সাংবাদিক বৈঠক করে প্রধান উপদেষ্টা পদে প্রয়াত কপিলকৃষ্ণ ঠাকুরের দ্বিতীয় পক্ষের স্ত্রী মমতাবালা ঠাকুরের নাম ঘোষণা করেন।
এরপরই শান্তনু ঠাকুর জানিয়ে দেন তিনি মমতাবালাকে প্রধান পদে মানবেন না।
কারণ, হিন্দু শাস্ত্র মতে এবং আইনতও পুরুষরা একবারই বিয়ে করতে পারে। তৃণমূল রাজনৈতিক স্বার্থে মমতাবালা ঠাকুরের কথা ভাবছে। কিন্তু ভক্তরা উপদেষ্টা বা সংঘাধিপতি পদে কোনও রাজনীতিবিদের প্রত্যক্ষ সংযোগ চায় না। মতুয়া ভক্তরা সংঘের প্রধান উপদেষ্টা পদে কপিলকৃষ্ণের প্রথম স্ত্রী অমলা ঠাকুরের নামই প্রাথমিকভাবে বাছাই করেছে। আগামী মঙ্গলবার চূড়ান্তভাবে তাঁর নাম ঘোষণা করা হবে বলে জানান তিনি।
প্রসঙ্গত, অমলাদেবী এখন সুইডেনে রয়েছেন। তবে তাঁর মেয়ে সিলভিয়া ঠাকুরনগরে এসেছেন। এবিষয়ে মমতাবালা ঠাকুর বলেন, "অমলাদেবীর সাথে কপিলকৃষ্ণের সম্ভবত ডিভোর্স হয়েছিল। অধিকার অর্জন করতে হয়। অমলাদেবীকে হয়ত মতুয়া ভক্তরা চেনেই না।" যদিও ডিভোর্স সংক্রান্ত কোনও কথা উল্লেখ করেননি শান্তনু।