ETV Bharat / state

Bangaon Sub-Divisional Hospital: অন্তঃসত্ত্বা বধূর মৃত্যু ঘিরে ধুন্ধুমার বনগাঁ মহকুমা হাসপাতালে - রোগীর পরিজনের দাবি চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু হয়েছে

অন্তঃসত্ত্বা মহিলার মৃত্যু ঘিরে রোগীর পরিজন ও হাসপাতাল কর্মীদের মধ্যে হাসপাতালে চত্বরে ধুন্ধুমার। রবিবার সকালে ঘটনাটি ঘটেছে বনগাঁ ডাক্তার জীবন রতন ধর হাসপাতালে। জানা গিয়েছে মৃতার নাম সাধনা মণ্ডল। বনগাঁ থানার রাওতারার বাসিন্দা। রোগীর পরিজনের দাবি চিকিৎসায় গাফিলতিতে তাঁর মৃত্যু হয়েছে (Controversy over Death in Bangaon Sub-Divisional Hospital)।

Bangaon Sub Divisional Hospita
বনগাঁ মহকুমা হাসপাতালে ধুন্ধুমার
author img

By

Published : Jul 10, 2022, 10:51 PM IST

বনগাঁ, 10 জুলাই: অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুতে বনগাঁয় ধুন্ধুমার ৷ হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা (Controversy over woman Death in Bangaon Sub-Divisional Hospital) ৷ মৃতার নাম সাধনা মণ্ডল ৷

রোগীর পরিজনেরা জানিয়েছেন, শনিবার সকালে সাধনা মণ্ডলকে হাসপাতলে ভর্তি করা হয়। তাঁদের দাবি, রাত ন'টা নাগাদ রোগীকে অপারেশনের জন্য প্রস্তুত করা হলেও ডাক্তার আসতে অনেকটাই দেরি করেন। ভুল ইনজেকশনও দেওয়া হয়। তার ফলে রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অপারেশনের আগে ওই মহিলাকে ওষুধ দেওয়া হয়। তারপরেই তাঁর অবস্থার অবনতি হতে থাকে। পরবর্তীতে রোগীর করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজেটিভ আসে। সেই মতো চিকিৎসা শুরু করা হয়েছিল। তাঁর চিকিৎসার জন্য আট জন ডাক্তারের একটি টিম তৈরি করা হয়। তাঁরা রোগীকে বাচানোর জন্য প্রাণপন চেষ্টা করেছেন। কিন্তু ভোররাতে মৃত্যু হয় সাধনা মণ্ডলের।

মৃত্যুর খবর পেয়ে রোগীর পরিবারের লোকেরা উত্তেজিত হয়ে পড়েন এবং হাসপাতাল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

রোগীর পরিজন ও হাসপাতাল কর্মীদের মধ্যে হাসপাতালে চত্বরে ধুন্ধুমার

আরও পড়ুন : শিশুমৃত্যুকে ঘিরে তুমুল উত্তেজনা, ভাঙচুর আসানসোল জেলা হাসপাতালে

যদিও রোগীর পরিজনদের দাবি, মৃত্যুর কারণ জানতে চাওয়ায় হাসপাতালের কর্মীরা তাঁদের ধাক্কা মারেন ও বেরিয়ে যেতে বলেন ৷ তাঁরা আরও জানান, হাসপাতালের কর্মীরা বাইরের থেকে লোক আনিয়ে তাঁদের মারধোর করেন। তবে এই বিষয়ে মৃতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ থানায় দায়ের হয়নি। এই বিষয়ে বনগাঁ মহাকুমা হাসপাতালে সুপার কৌশিক ঢল ফোনে বলেন, "রোগীর মৃত্যুর ক্ষেত্রে আমরা এখনও পর্যন্ত কোনও গাফিলতি লক্ষ্য করিনি । গতকাল রাত থেকে রোগীর বিষয়ে যথেষ্ট সজাগ ছিলেন ডাক্তাররা। ইতিমধ্যে বিষয়টি আমারা স্বাস্থ্য দফতরে জানিয়েছি। অভিযোগ হলে তদন্ত হবে।"

বনগাঁ, 10 জুলাই: অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুতে বনগাঁয় ধুন্ধুমার ৷ হাসপাতালের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন মৃতের পরিবারের সদস্যরা (Controversy over woman Death in Bangaon Sub-Divisional Hospital) ৷ মৃতার নাম সাধনা মণ্ডল ৷

রোগীর পরিজনেরা জানিয়েছেন, শনিবার সকালে সাধনা মণ্ডলকে হাসপাতলে ভর্তি করা হয়। তাঁদের দাবি, রাত ন'টা নাগাদ রোগীকে অপারেশনের জন্য প্রস্তুত করা হলেও ডাক্তার আসতে অনেকটাই দেরি করেন। ভুল ইনজেকশনও দেওয়া হয়। তার ফলে রোগীর মৃত্যু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অপারেশনের আগে ওই মহিলাকে ওষুধ দেওয়া হয়। তারপরেই তাঁর অবস্থার অবনতি হতে থাকে। পরবর্তীতে রোগীর করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজেটিভ আসে। সেই মতো চিকিৎসা শুরু করা হয়েছিল। তাঁর চিকিৎসার জন্য আট জন ডাক্তারের একটি টিম তৈরি করা হয়। তাঁরা রোগীকে বাচানোর জন্য প্রাণপন চেষ্টা করেছেন। কিন্তু ভোররাতে মৃত্যু হয় সাধনা মণ্ডলের।

মৃত্যুর খবর পেয়ে রোগীর পরিবারের লোকেরা উত্তেজিত হয়ে পড়েন এবং হাসপাতাল কর্মীদের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন। যা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বনগাঁ থানার পুলিশ। কিছুক্ষণ পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ।

রোগীর পরিজন ও হাসপাতাল কর্মীদের মধ্যে হাসপাতালে চত্বরে ধুন্ধুমার

আরও পড়ুন : শিশুমৃত্যুকে ঘিরে তুমুল উত্তেজনা, ভাঙচুর আসানসোল জেলা হাসপাতালে

যদিও রোগীর পরিজনদের দাবি, মৃত্যুর কারণ জানতে চাওয়ায় হাসপাতালের কর্মীরা তাঁদের ধাক্কা মারেন ও বেরিয়ে যেতে বলেন ৷ তাঁরা আরও জানান, হাসপাতালের কর্মীরা বাইরের থেকে লোক আনিয়ে তাঁদের মারধোর করেন। তবে এই বিষয়ে মৃতের পরিবারের পক্ষ থেকে এখনও কোনও অভিযোগ থানায় দায়ের হয়নি। এই বিষয়ে বনগাঁ মহাকুমা হাসপাতালে সুপার কৌশিক ঢল ফোনে বলেন, "রোগীর মৃত্যুর ক্ষেত্রে আমরা এখনও পর্যন্ত কোনও গাফিলতি লক্ষ্য করিনি । গতকাল রাত থেকে রোগীর বিষয়ে যথেষ্ট সজাগ ছিলেন ডাক্তাররা। ইতিমধ্যে বিষয়টি আমারা স্বাস্থ্য দফতরে জানিয়েছি। অভিযোগ হলে তদন্ত হবে।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.