ETV Bharat / state

TMC Clash In Barrackpore : ফের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ব‍্যারাকপুর - ফের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ব‍্যারাকপুর

বিরিয়ানির দোকানে গুলি কাণ্ডের মধ্যেই এবার এলাকা দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ব‍্যারাকপুর (TMC Clash In Barrackpore)। ভাঙচুর দোকানপাটও । গোষ্ঠী সংঘর্ষের কথা ওড়াল তৃণমূল নেতৃত্ব ।

TMC Clash In Barrackpore news
ফের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ব‍্যারাকপুর
author img

By

Published : May 17, 2022, 9:30 PM IST

ব‍্যারাকপুর, 17 মে : বিরিয়ানির দোকানে গুলি কাণ্ডের মধ্যেই এবার এলাকা দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ব‍্যারাকপুরের টিটাগড় থানা এলাকা(TMC Clash In Barrackpore)। সংঘর্ষে আহত হন কয়েকজন । ভাঙচুর হয় দোকানঘরও ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনায় দু'পক্ষের মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে । তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও, ঘটনাটিকে পাড়ার গণ্ডগোল বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব ।

জানা গিয়েছে, টিটাগড়ের টাটাগেট বিবেকনগর এলাকার কর্তৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে কয়েকদিন ধরেই বিবাদ চলছিল তৃণমূলের দুই কাউন্সিলরের মধ্যে । সেই বিবাদ চরমে ওঠে সোমবার রাতে । তখনকার মতো পরিস্থিতি মিটে গেলেও ফের মঙ্গলবার এই নিয়ে ঝামেলা শুরু হয় দু'পক্ষের মধ্যে । মুহূর্তে তা চেহারা নেয় সংঘর্ষের । একে অপরকে মারধর, দোকান ভাঙচুরের জেরে এলাকার পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খড়দা থানার পুলিশ । পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । দু'পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে খড়দা থানায় । তদন্তে নেমে পুলিশ পাঁচ তৃণমূল সমর্থককে গ্রেফতার করে । বাকিদের খোঁজে তল্লাশি চলছে । এই বিষয়ে সুরজ দাস নামে স্থানীয় এক দোকানদার বলেন,"সামান্য চায়ের দোকানের ওপরই সংসার চলে আমার । সকালে দোকান খুলতে এসে দেখি, ভাঙচুর করা হয়েছে দোকানের ভিতর । শুনলাম, দুই গোষ্ঠীর নিজেদের মধ্যে ঝামেলা থেকে এই গন্ডগোল । আমরা কোনও রাজনীতি করি না । কিন্তু, এভাবে দোকান ভাঙচুর করা হলে খাব কী? যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি"।

ফের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ব‍্যারাকপুর

আরও পড়ুন : পেট্রোপণ্য ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বনগাঁয় তৃণমূলের মিছিল

এদিকে, একে দলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে নারাজ টিটাগড় পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরী । তাঁর কথায়, "এরসঙ্গে দলের কোনও সম্পর্ক নেই । ঘটনাটি সম্পূর্ণ পারিবারিক । পাড়ার দুই পরিবারের মধ্যে ঝামেলা । তাতেই গন্ডগোল, ভাঙচুর ও মারপিট । তৃণমূলের ব‍্যপার হলে আমরাই বিষয়টি দেখতে পারতাম । কিন্তু, পারিবারিক গন্ডগোল হওয়ায় পুলিশ বিষয়টি দেখছে । ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ । আমরা চাই, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় থাকুক ।"

ব‍্যারাকপুর, 17 মে : বিরিয়ানির দোকানে গুলি কাণ্ডের মধ্যেই এবার এলাকা দখলকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ব‍্যারাকপুরের টিটাগড় থানা এলাকা(TMC Clash In Barrackpore)। সংঘর্ষে আহত হন কয়েকজন । ভাঙচুর হয় দোকানঘরও ৷ পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । ঘটনায় দু'পক্ষের মোট পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে । তদন্ত শুরু করেছে পুলিশ । যদিও, ঘটনাটিকে পাড়ার গণ্ডগোল বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্ব ।

জানা গিয়েছে, টিটাগড়ের টাটাগেট বিবেকনগর এলাকার কর্তৃত্ব কার হাতে থাকবে তা নিয়ে কয়েকদিন ধরেই বিবাদ চলছিল তৃণমূলের দুই কাউন্সিলরের মধ্যে । সেই বিবাদ চরমে ওঠে সোমবার রাতে । তখনকার মতো পরিস্থিতি মিটে গেলেও ফের মঙ্গলবার এই নিয়ে ঝামেলা শুরু হয় দু'পক্ষের মধ্যে । মুহূর্তে তা চেহারা নেয় সংঘর্ষের । একে অপরকে মারধর, দোকান ভাঙচুরের জেরে এলাকার পরিস্থিতি রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে । খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খড়দা থানার পুলিশ । পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । দু'পক্ষই পরস্পরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে খড়দা থানায় । তদন্তে নেমে পুলিশ পাঁচ তৃণমূল সমর্থককে গ্রেফতার করে । বাকিদের খোঁজে তল্লাশি চলছে । এই বিষয়ে সুরজ দাস নামে স্থানীয় এক দোকানদার বলেন,"সামান্য চায়ের দোকানের ওপরই সংসার চলে আমার । সকালে দোকান খুলতে এসে দেখি, ভাঙচুর করা হয়েছে দোকানের ভিতর । শুনলাম, দুই গোষ্ঠীর নিজেদের মধ্যে ঝামেলা থেকে এই গন্ডগোল । আমরা কোনও রাজনীতি করি না । কিন্তু, এভাবে দোকান ভাঙচুর করা হলে খাব কী? যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি"।

ফের তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত ব‍্যারাকপুর

আরও পড়ুন : পেট্রোপণ্য ও গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বনগাঁয় তৃণমূলের মিছিল

এদিকে, একে দলের গোষ্ঠীদ্বন্দ্ব বলে মানতে নারাজ টিটাগড় পৌরসভার চেয়ারম্যান ও তৃণমূল নেতা প্রশান্ত চৌধুরী । তাঁর কথায়, "এরসঙ্গে দলের কোনও সম্পর্ক নেই । ঘটনাটি সম্পূর্ণ পারিবারিক । পাড়ার দুই পরিবারের মধ্যে ঝামেলা । তাতেই গন্ডগোল, ভাঙচুর ও মারপিট । তৃণমূলের ব‍্যপার হলে আমরাই বিষয়টি দেখতে পারতাম । কিন্তু, পারিবারিক গন্ডগোল হওয়ায় পুলিশ বিষয়টি দেখছে । ইতিমধ্যে পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ । আমরা চাই, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় থাকুক ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.