ETV Bharat / state

Minor Girl Rescued: শাসন থেকে গুজরাত ! বাংলা থেকে অপহৃত নাবালিকাকে উদ্ধার সিআইডির - Minor girl abducted from Shasan Bengal

উত্তর 24 পরগনার শাসন থেকে নিখোঁজ নাবালিকা ৷ পরে তদন্তভার বর্তায় সিআইডির উপর ৷ জানা যায়, নাবালিকাকে অপহরণ করে গুজরাতে নিয়ে যাওয়া হয়েছে ৷ সেখান থেকে তাকে উদ্ধার করেছে রাজ্য সিআইডি ৷

ETV Bharat
অপহৃত নাবালিকার খোঁজ গুজরাতে
author img

By

Published : May 30, 2023, 12:03 PM IST

কলকাতা, 30 মে: অপহৃত নাবালিকাকে ভিন রাজ্য থেকে উদ্ধার করল সিআইডি ৷ উত্তর 24 পরগনার শাসন থেকে তাকে অপহরণ করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷ ভিন রাজ্যে নিয়ে গিয়ে পাচারের ছক ছিল অভিযুক্তদের ৷ তবে তদন্তে নেমে 2 মাস সময়ের মধ্যে অপহৃত ওই নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ রবিবার ওই নাবালিকাকে উদ্ধার করেছে সিআইডির তদন্তকারীরা ৷ এবার কিছু সরকারি প্রক্রিয়া শেষে তাকে রাজ্যে আনা হবে ৷

নাবালিকা অপহরণে যুক্ত থাকা সন্দেহে দু'জনকে ইতিমধ্যে গুজরাত থেকে গ্রেফতার করেছে সিআইডি ৷ ধৃতদের নাম জারার খান ও মহম্মদ চাঁদ শেখ । জারার বাড়ি ঝাড়খণ্ডের রাজমহল থানা এলাকায় ৷ চাঁদ শেখও ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ ধৃতদের ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হবে বলে খবর সিআইডি সূত্রে ৷

ধৃতদের জেরা করে প্রাথমিকভাবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, তারা আন্তর্জাতিক নারীপাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে ৷ ওই নাবালিকাকে তারা কীভাবে অপহরণ করল এবং কোন পথ ধরে তারা এই রাজ্য ছাড়ল, তা খতিয়ে দেখছেন সিআইডির তদন্তকারী আধিকারিকরা ৷ তাদের কেউ সাহায্য করেছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

ভবানী ভবন সূত্রের খবর, গত 20 মার্চ উত্তর 24 পরগনার শাসন থানায় এক দম্পতি অভিযোগ করেন, তাঁদের নাবালিকা কন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ এরপর পুলিশ নাবালিকার আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলতে থাকেন ৷ পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ জোগাড় করতে থাকেন ৷ সেসব থেকেই পুলিশ জানতে পারে, ওই নাবালিকাকে অপহরণ করা হয়েছে ৷ তদন্তের গতি থমকে থাকায় তদন্তভার সরাসরি চলে যায় সিআইডির হাতে ৷

এরপরে শাসন থানায় পৌঁছয় সিআইডির 5 সদস্যের একটি দল ৷ পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় থেকে শুরু করে নাবালিকার অভিভাবক এবং তার বন্ধু-বান্ধবদের সঙ্গে কথা বলে সিআইডি তদন্তকারী আধিকারিকরা একপ্রকার নিশ্চিত হন, ওই নাবালিকাকে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে ৷

আরও পড়ুন: ঝাড়গ্রামে নাবালিকা অপহরণের ঘটনায় গ্রেফতার অভিযুক্তের বাবা

নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দুই ব্যক্তির গতিবিধি নিয়ে সিআইডি তদন্তকারীদের সন্দেহ হয় ৷ এই তদন্তের পাশাপাশি ওই নাবালিকার ছবি সব রেলস্টেশন এবং ভিন রাজ্যের পুলিশ-সহ রাজ্য পুলিশের মিসিং পার্সন স্কোয়াডে পাঠানো হয় ৷ এরপর গুজরাত পুলিশের সঙ্গে যোগাযোগ করে সিআইডির গোয়েন্দারা একপ্রকার নিশ্চিত হয়ে যান, অপহৃত নাবালিকাকে সে রাজ্যেই নিয়ে যাওয়া হয়েছে ৷ এরপর গুজরাত পুলিশের সাহায্যে সিআইডির তদন্তকারী আধিকারিকরা ওই নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হন বলে জানা গিয়েছে ৷

কলকাতা, 30 মে: অপহৃত নাবালিকাকে ভিন রাজ্য থেকে উদ্ধার করল সিআইডি ৷ উত্তর 24 পরগনার শাসন থেকে তাকে অপহরণ করা হয়েছিল বলে জানা গিয়েছে ৷ ভিন রাজ্যে নিয়ে গিয়ে পাচারের ছক ছিল অভিযুক্তদের ৷ তবে তদন্তে নেমে 2 মাস সময়ের মধ্যে অপহৃত ওই নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ ৷ রবিবার ওই নাবালিকাকে উদ্ধার করেছে সিআইডির তদন্তকারীরা ৷ এবার কিছু সরকারি প্রক্রিয়া শেষে তাকে রাজ্যে আনা হবে ৷

নাবালিকা অপহরণে যুক্ত থাকা সন্দেহে দু'জনকে ইতিমধ্যে গুজরাত থেকে গ্রেফতার করেছে সিআইডি ৷ ধৃতদের নাম জারার খান ও মহম্মদ চাঁদ শেখ । জারার বাড়ি ঝাড়খণ্ডের রাজমহল থানা এলাকায় ৷ চাঁদ শেখও ঝাড়খণ্ডের বাসিন্দা ৷ ধৃতদের ট্রানজিট রিমান্ডে পশ্চিমবঙ্গে নিয়ে আসা হবে বলে খবর সিআইডি সূত্রে ৷

ধৃতদের জেরা করে প্রাথমিকভাবে তদন্তকারীদের প্রাথমিক অনুমান, তারা আন্তর্জাতিক নারীপাচার চক্রের সঙ্গে যুক্ত থাকতে পারে ৷ ওই নাবালিকাকে তারা কীভাবে অপহরণ করল এবং কোন পথ ধরে তারা এই রাজ্য ছাড়ল, তা খতিয়ে দেখছেন সিআইডির তদন্তকারী আধিকারিকরা ৷ তাদের কেউ সাহায্য করেছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

ভবানী ভবন সূত্রের খবর, গত 20 মার্চ উত্তর 24 পরগনার শাসন থানায় এক দম্পতি অভিযোগ করেন, তাঁদের নাবালিকা কন্যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ৷ এরপর পুলিশ নাবালিকার আত্মীয়-স্বজনের সঙ্গে কথা বলতে থাকেন ৷ পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ জোগাড় করতে থাকেন ৷ সেসব থেকেই পুলিশ জানতে পারে, ওই নাবালিকাকে অপহরণ করা হয়েছে ৷ তদন্তের গতি থমকে থাকায় তদন্তভার সরাসরি চলে যায় সিআইডির হাতে ৷

এরপরে শাসন থানায় পৌঁছয় সিআইডির 5 সদস্যের একটি দল ৷ পারিপার্শ্বিক তথ্য-প্রমাণ জোগাড় থেকে শুরু করে নাবালিকার অভিভাবক এবং তার বন্ধু-বান্ধবদের সঙ্গে কথা বলে সিআইডি তদন্তকারী আধিকারিকরা একপ্রকার নিশ্চিত হন, ওই নাবালিকাকে ভিন রাজ্যে নিয়ে যাওয়া হয়েছে ৷

আরও পড়ুন: ঝাড়গ্রামে নাবালিকা অপহরণের ঘটনায় গ্রেফতার অভিযুক্তের বাবা

নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে দুই ব্যক্তির গতিবিধি নিয়ে সিআইডি তদন্তকারীদের সন্দেহ হয় ৷ এই তদন্তের পাশাপাশি ওই নাবালিকার ছবি সব রেলস্টেশন এবং ভিন রাজ্যের পুলিশ-সহ রাজ্য পুলিশের মিসিং পার্সন স্কোয়াডে পাঠানো হয় ৷ এরপর গুজরাত পুলিশের সঙ্গে যোগাযোগ করে সিআইডির গোয়েন্দারা একপ্রকার নিশ্চিত হয়ে যান, অপহৃত নাবালিকাকে সে রাজ্যেই নিয়ে যাওয়া হয়েছে ৷ এরপর গুজরাত পুলিশের সাহায্যে সিআইডির তদন্তকারী আধিকারিকরা ওই নাবালিকাকে উদ্ধার করতে সক্ষম হন বলে জানা গিয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.