হাবড়া, 30 মে : কোরোনায় আক্রান্ত গ্রামের এক ব্যক্তি । তাই তাঁকে হাসপাতালে নিয়ে যেতে প্রশাসনের তরফে গাড়ি পাঠানো হয় । কিন্তু বাধা দেয় এলাকার একদল মানুষ । ফলে, বাধ্য হয়ে রোগীকে না নিয়েই ফিরে যায় প্রশাসনের গাড়ি । এই ঘটনার প্রতিবাদ করে ওই এলাকারই আর একদল মানুষ । আগুন জ্বালিয়ে রাস্তাও অবরোধ করা হয় । হাবড়া 2 নম্বর ব্লকের ভুরকুণ্ডা গ্রাম পঞ্চায়েতের বামনডাঙা এলাকার ঘটনা ।
বামনডাঙায় কিছুদিন আগে এক শ্রমিক চেন্নাই থেকে ফিরেছেন । অশোকনগর স্টেট জেনেরাল হাসপাতালে তাঁর লালারসের নমুনা পরীক্ষা করা হয় । সেই পরীক্ষার রিপোর্টে তাঁর কোরোনা পজ়িটিভ আসে । ফলে গতকাল তাঁকে নিতে জেলা স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের তরফে গাড়ি পাঠানো হয় । তখনই বাধা দেয় এলাকার একদল মানুষ । তারা জানায়, সামান্য অসুখের জন্য চেন্নাই থেকে ফেরা ওই শ্রমিককে অন্যত্র নিয়ে যেতে দেওয়া হবে না । এলাকাবাসীর একাংশের বাধার মুখে পড়ে রোগীকে না নিয়েই ফিরে যায় প্রশাসনের গাড়ি ।
![Chaos in Bamandanga](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/wb-n24p-04-roadblockfireforcoronapatient-7203502_30052020000250_3005f_1590777170_200.jpg)
প্রশাসনের গাড়ি চলে যাওয়ার পর এই ঘটনার প্রতিবাদ জানায় ওই এলাকারই আর একদল বাসিন্দা । প্রতিবাদে পথ অবরোধ করে তারা । এমনকী, রাস্তায় গাছের গুঁড়ি ফেলে, আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তারা । গতরাত পর্যন্ত চলে অবরোধ ।