ETV Bharat / state

CAA-NRC আতঙ্ক : সার্ভে করতে আসা পড়ুয়াদের আটকে বিক্ষোভ - মধ্যমগ্রাম

সার্ভে করতে আসা কলেজ পড়ুয়াদের আটকে রাখলেন গ্রামবাসীরা । তাঁদের ঘিরে দেখানো হল বিক্ষোভ । মধ্যমগ্রামের রোহণ্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের গোবরা গ্রামের ঘটনা । অবশেষে পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থানে ডেকে আনা হয় কলেজের টিচার ইনচার্জকে । শেষে পুলিশের সামনে তিনি মুচলেকা দিলে আটক পড়ুয়াদের ছেড়ে দেওয়া হয় ।

Villagers Protests
সার্ভে করতে আসা কলেজ পড়ুয়াদের আটকে বিক্ষোভ গ্রামবাসীদের
author img

By

Published : Feb 10, 2020, 10:18 PM IST

Updated : Feb 10, 2020, 11:57 PM IST

মধ্যমগ্রাম, 10 ফেব্রুয়ারি : CAA ও NRC আতঙ্কে এবার সার্ভে করতে আসা কলেজ পড়ুয়াদের আটকে রাখলেন গ্রামবাসীরা । তাঁদের ঘিরে দেখানো হল বিক্ষোভ । মধ্যমগ্রামের রোহণ্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের গোবরা গ্রামের ঘটনা । খবর পেয়ে পুলিশ গ্রামে পৌঁছায় ৷ আটক পড়ুয়াদের উদ্ধারের চেষ্টা করে ৷ কিন্তু তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে । পুলিশকেও দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয় । পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থানে ডেকে আনা হয় কলেজের টিচার ইনচার্জকে । শেষে পুলিশের সামনে তিনি মুচলেকা দিলে আটক পড়ুয়াদের ছেড়ে দেওয়া হয় ।

স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে খবর, আজ বিকালে মধ্যমগ্রামের একটি বেসরকারি কলেজের প্রায় 25 জন পড়ুয়া গোবরা গ্রামে গেছিল জন উন্নয়ন প্রকল্পের সার্ভে করতে । স্থানীয়দের অভিযোগ, সার্ভে করার নামে পড়ুয়ারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্কের বিভিন্ন নথিপত্র দেখতে চেয়েছিলেন । যার জেরে CAA ও NRC আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে । মুহূর্তে অনেকে জড়ো হয়ে যায় সেখানে । আটকে রাখা হয় সার্ভে করতে আসা কলেজ পড়ুয়াদের ।

এদিকে, স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে খরব পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ । গ্রামবাসীদের বুঝিয়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে । কিন্তু উলটে পুলিশকেই ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা । ফলে,পরিস্থিতি উতপ্ত হয়ে ওঠে । শেষে ডেকে পাঠানো হয় ওই বেসরকারি কলেজের টিচার ইনচার্জকে । তিনি পুলিশের মধ্যস্থতায় মুচলেকা দিলে আটক পড়ুয়াদের ছেড়ে দেওয়া হয় ।

সার্ভে করতে আসা পড়ুয়াদের আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঘটনা প্রসঙ্গে গ্রামপঞ্চায়েত প্রধান মারুফা বিবি বলেন, "NRC, CAA নিয়ে মানুষ আতঙ্কিত ৷ যার জেরেই আজ এই বিভ্রান্তি ৷ 4 মাস আগে ওই কলেজ কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেছিল ৷ জানিয়েছিল উন্নয়নের স্বার্থে গ্রামে গ্রামে পড়ুয়ারা সার্ভে করতে যাবে ৷ কিন্তু আজ আসার আগে আমায় জানানো হয়নি ৷ আমি বলেছি, পড়ুয়াদের পাঠানোর আগে আমাকে জানালেন না কেন ? "

এ বিষয়ে পড়ুয়াদের বক্তব্য, "কলেজের ID কার্ডসহ বিভিন্ন কাগজপত্র দেখানো হলেও মানতে চায়নি গ্রামবাসীরা । উলটে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয় ৷ কলেজ কর্তৃপক্ষ মুচলেকা দিয়ে উদ্ধার না করলে পরিস্থিতি অন্যরকম হত ।"

ওই বেসরকারি কলেজের প্রফেসর অভিষেক সাহা বলেন, "উন্নত ভারত অভিযান ৷ এটা AICT স্কিম ৷ সেখানে পাঁচটি গ্রামকে বেছে নেওয়া হয়েছিল ৷ যার মধ্যে গোবরা একটি ৷ গ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে সার্ভে করার জন্য পড়ুয়াদের পাঠানো হয় ৷ এর জন্য সাড়ে তিন মাস আগে পঞ্চায়েত প্রধানের অনুমতিও নেওয়া হয়েছিল ৷ সার্ভের ফর্মে আধার, ভোটার কার্ড সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছিল ৷ কিন্তু সেখানে বিস্তারিত তথ্য নয়, শুধু হ্যাঁ বা না তে উত্তর দেওয়ার অপশন ছিল ৷ কিন্তু সমস্যা হচ্ছে NRC, CAA নিয়ে যে পরিস্থিতি রাজ্যে চলছে তাতে কিছু ভালো কাজ এভাবে আটকে যাচ্ছে ৷ NRC, CAA নিয়ে মানুষের কাছে স্বচ্ছ ধারণা না থাকায় মানুষ এমন করছে ৷"

এ বিষয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ জানিয়েছে, কেন ওই কলেজ পড়ুয়ারা গ্রামে সার্ভে করতে গেল তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

মধ্যমগ্রাম, 10 ফেব্রুয়ারি : CAA ও NRC আতঙ্কে এবার সার্ভে করতে আসা কলেজ পড়ুয়াদের আটকে রাখলেন গ্রামবাসীরা । তাঁদের ঘিরে দেখানো হল বিক্ষোভ । মধ্যমগ্রামের রোহণ্ডা চণ্ডীগড় গ্রাম পঞ্চায়েতের গোবরা গ্রামের ঘটনা । খবর পেয়ে পুলিশ গ্রামে পৌঁছায় ৷ আটক পড়ুয়াদের উদ্ধারের চেষ্টা করে ৷ কিন্তু তাতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে । পুলিশকেও দীর্ঘক্ষণ ঘেরাও করে রাখা হয় । পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থানে ডেকে আনা হয় কলেজের টিচার ইনচার্জকে । শেষে পুলিশের সামনে তিনি মুচলেকা দিলে আটক পড়ুয়াদের ছেড়ে দেওয়া হয় ।

স্থানীয় সূত্রে ও পুলিশ সূত্রে খবর, আজ বিকালে মধ্যমগ্রামের একটি বেসরকারি কলেজের প্রায় 25 জন পড়ুয়া গোবরা গ্রামে গেছিল জন উন্নয়ন প্রকল্পের সার্ভে করতে । স্থানীয়দের অভিযোগ, সার্ভে করার নামে পড়ুয়ারা বাড়ি বাড়ি গিয়ে ভোটার কার্ড, আধার কার্ড এবং ব্যাঙ্কের বিভিন্ন নথিপত্র দেখতে চেয়েছিলেন । যার জেরে CAA ও NRC আতঙ্ক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে । মুহূর্তে অনেকে জড়ো হয়ে যায় সেখানে । আটকে রাখা হয় সার্ভে করতে আসা কলেজ পড়ুয়াদের ।

এদিকে, স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে খরব পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ । গ্রামবাসীদের বুঝিয়ে পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে । কিন্তু উলটে পুলিশকেই ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা । ফলে,পরিস্থিতি উতপ্ত হয়ে ওঠে । শেষে ডেকে পাঠানো হয় ওই বেসরকারি কলেজের টিচার ইনচার্জকে । তিনি পুলিশের মধ্যস্থতায় মুচলেকা দিলে আটক পড়ুয়াদের ছেড়ে দেওয়া হয় ।

সার্ভে করতে আসা পড়ুয়াদের আটকে বিক্ষোভ গ্রামবাসীদের

ঘটনা প্রসঙ্গে গ্রামপঞ্চায়েত প্রধান মারুফা বিবি বলেন, "NRC, CAA নিয়ে মানুষ আতঙ্কিত ৷ যার জেরেই আজ এই বিভ্রান্তি ৷ 4 মাস আগে ওই কলেজ কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগ করেছিল ৷ জানিয়েছিল উন্নয়নের স্বার্থে গ্রামে গ্রামে পড়ুয়ারা সার্ভে করতে যাবে ৷ কিন্তু আজ আসার আগে আমায় জানানো হয়নি ৷ আমি বলেছি, পড়ুয়াদের পাঠানোর আগে আমাকে জানালেন না কেন ? "

এ বিষয়ে পড়ুয়াদের বক্তব্য, "কলেজের ID কার্ডসহ বিভিন্ন কাগজপত্র দেখানো হলেও মানতে চায়নি গ্রামবাসীরা । উলটে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয় ৷ কলেজ কর্তৃপক্ষ মুচলেকা দিয়ে উদ্ধার না করলে পরিস্থিতি অন্যরকম হত ।"

ওই বেসরকারি কলেজের প্রফেসর অভিষেক সাহা বলেন, "উন্নত ভারত অভিযান ৷ এটা AICT স্কিম ৷ সেখানে পাঁচটি গ্রামকে বেছে নেওয়া হয়েছিল ৷ যার মধ্যে গোবরা একটি ৷ গ্রামের বিভিন্ন সমস্যা নিয়ে সার্ভে করার জন্য পড়ুয়াদের পাঠানো হয় ৷ এর জন্য সাড়ে তিন মাস আগে পঞ্চায়েত প্রধানের অনুমতিও নেওয়া হয়েছিল ৷ সার্ভের ফর্মে আধার, ভোটার কার্ড সংক্রান্ত তথ্য জানতে চাওয়া হয়েছিল ৷ কিন্তু সেখানে বিস্তারিত তথ্য নয়, শুধু হ্যাঁ বা না তে উত্তর দেওয়ার অপশন ছিল ৷ কিন্তু সমস্যা হচ্ছে NRC, CAA নিয়ে যে পরিস্থিতি রাজ্যে চলছে তাতে কিছু ভালো কাজ এভাবে আটকে যাচ্ছে ৷ NRC, CAA নিয়ে মানুষের কাছে স্বচ্ছ ধারণা না থাকায় মানুষ এমন করছে ৷"

এ বিষয়ে মধ্যমগ্রাম থানার পুলিশ জানিয়েছে, কেন ওই কলেজ পড়ুয়ারা গ্রামে সার্ভে করতে গেল তা খতিয়ে দেখা হচ্ছে । ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Intro:CAA ও NRC আতংকে এবার সার্ভে করতে আসা কলেজ পড়ুয়াদের আটকে রাখলেন গ্রামবাসীরা।তাদের ঘিরে চলল বিক্ষোভও।ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় মধ্যমগ্রামের রোহন্ডা চন্ডিগড় গ্রাম পঞ্চায়েতের গোবরা গ্রামে।খবর পেয়ে পুলিশ এসে আটক পড়ুয়াদের উদ্ধারের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।পুলিশকে দীর্ঘক্ষন ঘেরাও করে রাখা হয়।পরিস্থিতির আচঁ টের পেয়ে ঘটনাস্থলে ডেকে আনা হয় কলেজের টিচার ইনচার্জকে।শেষে পুলিশের সামনে তিনি মুচলেকা দিলে আটক পড়ুয়াদের ছেড়ে দেওয়া হয়। Body:মধ্যমগ্রামঃCAA ও NRC আতংকে এবার সার্ভে করতে আসা কলেজ পড়ুয়াদের আটকে রাখলেন গ্রামবাসীরা।তাদের ঘিরে চলল বিক্ষোভও।ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়ায় মধ্যমগ্রামের রোহন্ডা চন্ডীগড় গ্রাম পঞ্চায়েতের গোবরা গ্রামে।খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে আটক পড়ুয়াদের উদ্ধারের চেষ্টা করেন।তাতে ক্ষোভ আরও ছড়ায়।ক্ষুব্ধ গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশকেও।শেষে,কলেজের টিচার ইনচার্জ এসে মুচলেকা দিলে ওই কলেজ পড়ুয়াদের ছেড়ে দেওয়া হয়।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,আজ বিকালে মধ্যমগ্রামের একটি বেসরকারি কলেজের জনা ২৫ পড়ুয়া গোবরা গ্রামে গিয়েছিলেন জন উন্নয়ন প্রকল্পের সার্ভে করতে।অভিযোগ,সার্ভে করার নামে তাঁরা বাড়ি বাড়ি গিয়ে ভেটার কার্ড,আধার কার্ড ও ব্যাংকের নথিপত্র দেখতে চাইছিলেন।যার জেরে CAA ও NRC আতংক ছড়ায় গ্রামবাসীদের মধ্যে।নিমেষে সকলে জড়ো হয়ে যান সেখানে।আটকে রাখা হয় সার্ভে করতে আসা কলেজ পড়ুয়াদের।চলে তুমুল বিক্ষোভও।পড়ুয়াদের দাবি,"কলেজের আই কার্ড সহ বিভিন্ন কাগজপত্র দেখানো হলেও তা মানতে চায়নি গ্রামবাসীরা।উল্টে আটকে রেখে বিক্ষোভ দেখানো হয় তাঁদের।কলেজ কর্তৃপক্ষ মুচলেকা দিয়ে উদ্ধার না করলে পরিস্থিতি অন্য রকম হতো"।এদিকে,স্থানীয় পঞ্চায়েতের মাধ্যমে খরব পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মধ্যমগ্রাম থানার পুলিশ।তাঁরা পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা করে।বোঝানো হয় গ্রামবাসীদেরও।কিন্তু,তাতে আমল না দিয়ে উল্টে পুলিশকেই ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করেন গ্রামবাসীরা।ফলে,পরিস্থিতি ক্রমশ উতপ্ত হয়ে ওঠে।শেষে,ডেকে আনা হয় ওই বেসরকারি কলেজের টিচার ইনচার্জ-কে।তিনি পুলিশের মধ্যস্থতায় মুচলেকা দিলে আটক পড়ুয়াদের ছেড়ে দেওয়া হয়।

মধ্যমগ্রাম থানার পুলিশ জানিয়েছে,কেনো ওই কলেজ পড়ুয়ারা গ্রামে গিয়ে সার্ভে করতে গেলেন তা খতিয়ে দেখা হচ্ছে।ঘটনার তদন্ত শুরু হয়েছে।
Conclusion:মধ্যমগ্রাম থানার পুলিশ জানিয়েছে,"কেন ওই বেসরকারি কলেজের পড়ুয়ারা গ্রামে গিয়ে সার্ভে করছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।তাঁদের কি কলেজ থেকে পাঠানো হয়েছিল নাকি নিজেরাই স্বেচ্ছায় সেখানে সার্ভে করতে গিয়েছিলেন সেটাও জানার চেষ্টা চলছে।ঘটনার তদন্ত শুরু হয়েছে"।
Last Updated : Feb 10, 2020, 11:57 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.