গাইঘাটা, 10 জুন : ফের পাখি পাচারের চেষ্টা । সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ BSF-এর তৎপরতায় অবশেষে উদ্ধার সেই পাখি । দক্ষিণ আমেরিকার কলম্বিয়া ও ভেনেজুয়েলার বিরল প্রজাতির পাখি পাচারের চেষ্টা রুখে দিল সীমান্তরক্ষী বাহিনী। গাইঘাটা থানার সীমান্ত লাগোয়া গ্রাম থেকে তল্লাশি চালিয়ে 8টি বিরল প্রজাতির পাখি উদ্ধার করেছে BSF।
গতকাল উদ্ধার হওয়া পাখিগুলিকে সরাসরি তুলে দেওয়া হয়েছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের হাতে । জেলা বন দপ্তর সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া পাখিগুলি হেলমেটেড কুরাসো । এই পাখিগুলো দক্ষিণ আমেরিকার ভেনেজু়য়েলা ও কলম্বিয়ার পাহাড়ি এলাকায় দেখতে পাওয়া যায়। পাখিগুলি এখন বিলুপ্ত প্রায় প্রজাতির বলে বনদপ্তর জানিয়েছে । পাখি পাচারের সঙ্গে জড়িতদের খোঁজ পাওয়ার চেষ্টা চালাচ্ছে BSF।
BSF সূত্রে জানা গেছে, সোমবার রাতে গাইঘাটা থানার তেঁতুলবেড়িয়া এলাকার118 নম্বর ব্যাটেলিয়নের BSF জওয়ানরা সীমান্ত এলাকায় টহল দিচ্ছিলেন। ওই রাতে দুই ব্যক্তি মাথায় দু'টি কাঠের বাক্স নিয়ে তেঁতুলবেড়িয়া সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিল। তাদের দেখতে পেয়েই BSF জওয়ানরা পিছু ধাওয়া করে। তখন ওই দুই ব্যক্তি বাক্স ফেলে পাশের গ্রামে ঢুকে পড়ে। জওয়ানরা বাক্স দু'টি থেকে চারটি করে মোট আটটি পাখি উদ্ধার করেছেন। পাখিগুলিকে বাংলাদেশ থেকে সীমান্ত পার করে এই রাজ্যে ঢোকানো হয়েছিল। পাখি পাচার চক্রের সঙ্গে জড়িতদের খোঁজে তল্লাশি চালাচ্ছে BSF । আগেও গাইঘাটা ও ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বিভিন্ন বন্যপ্রাণী ও পাখি পাচারের চেষ্টা হয়েছে । সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতায় কয়েকজন পাচারকারী ধরা পড়েছে ।