ETV Bharat / state

হালিশহরে উদ্ধার 6টি বোমা - Halisahar

ছ'টি বোমা উদ্ধার হালিশহরে৷ ঘটনার পেছনে কে বা কারা জড়িত তা এখনও জানা যায়নি ৷ শুরু হয়েছে তদন্ত ৷

উদ্ধার বোমা
author img

By

Published : Jul 29, 2019, 6:49 PM IST

হালিশহর, 29 জুলাই: হালিশহর স্টেশন রোডের পাশে চৌমাথা বাজার এলাকার একটি দোকানের পিছনের ঝোপ থেকে উদ্ধার ছ'টি বোমা ৷ গোপনসূত্রে খবর পেয়ে বীজপুর থানার পুলিশ সেগুলি উদ্ধার করে ৷ উদ্ধার হয়েছে বোমা তৈরির সামগ্রীও ৷ তবে কে বা কারা এই বোমা মজুত করেছিল তা এখনও জানা যায়নি ৷ তদন্ত শুরু হয়েছে ৷

গোপন সূত্রে ওই এলাকায় বোমা থাকার খবর পায় বীজপুর থানার পুলিশ ৷ এরপর দুপুর দু'টো নাগাদ সেগুলি উদ্ধার করা হয় ৷ তবে কে বা কারা বোমাগুলি রেখে গেছিল সে বিষয়ে এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ ঘটনার পেছনে রাজনৈতিক যোগ রয়েছে কি না তাও স্পষ্ট নয় ৷ বিষয়টি নিয়ে স্থানীয়রাও মুখ খোলেননি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ ৷

হালিশহর, 29 জুলাই: হালিশহর স্টেশন রোডের পাশে চৌমাথা বাজার এলাকার একটি দোকানের পিছনের ঝোপ থেকে উদ্ধার ছ'টি বোমা ৷ গোপনসূত্রে খবর পেয়ে বীজপুর থানার পুলিশ সেগুলি উদ্ধার করে ৷ উদ্ধার হয়েছে বোমা তৈরির সামগ্রীও ৷ তবে কে বা কারা এই বোমা মজুত করেছিল তা এখনও জানা যায়নি ৷ তদন্ত শুরু হয়েছে ৷

গোপন সূত্রে ওই এলাকায় বোমা থাকার খবর পায় বীজপুর থানার পুলিশ ৷ এরপর দুপুর দু'টো নাগাদ সেগুলি উদ্ধার করা হয় ৷ তবে কে বা কারা বোমাগুলি রেখে গেছিল সে বিষয়ে এখনও কোনও খোঁজ পাওয়া যায়নি ৷ ঘটনার পেছনে রাজনৈতিক যোগ রয়েছে কি না তাও স্পষ্ট নয় ৷ বিষয়টি নিয়ে স্থানীয়রাও মুখ খোলেননি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ ৷

Intro:nullBody:গোপনসুত্রে খবর পেয়ে বীজপুর থানার পুলিশ হালিসহর স্টেশন রোডের ওপর চৌমাথা বাজার এলাকার একটি দোকানের পিছনের ঝোঁপ থেকে ছয় টি তাজা বোমা উদ্ধার করেছে।সেই সঙ্গে উদ্ধার হয়েছে বোমা তৈরির সামগ্রী। কে বা কারা এই বোমা মজুত করেছিল তা এখনো জানা যায়নি। হালিশহর এর এই বাজার এলাকা থেকে বোমা উদ্ধার এর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। দিনের ব্যাস্ত সময়ে এই বোম কোনরকম ভাবে ফেটে গেলে বড়সর দূর্ঘটনার ঘটতে পারতো। এছাড়াও ঐ রাস্তা দিয়ে অনবরত লোকজন চলাফেরা করে। যে কোন মুহূর্তে দূর্ঘটনার আশঙ্কা ছিলোই।এই বোমা উদ্ধারের ঘটনার তদন্ত শুরু করেছে বীজপুর থানার পুলিশ।Conclusion:null

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.