অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে ব্যারাকপুরে বিক্ষোভ-অবরোধ - attack on Arjun singh
BJP সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের প্রতিবাদে ব্যারাকপুরে পথ অবরোধ BJP সমর্থকদের ৷
ব্যারাকপুর, 6 জুন: দলীয় সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলা ও তাঁর গাড়ি ভাঙচুরের প্রতিবাদে পথ অবরোধে শামিল হলেন BJP কর্মী-সমর্থকরা ৷ সোমবার ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সর্বত্র পথ অবরোধ করা হয় ৷ তার জেরে আজ সকাল থেকে ব্যারাকপুর-কল্যাণী এক্সপ্রেসওয়ে স্তব্ধ হয়ে পড়ে । BJP সমর্থকরা শ্যামনগর, বাসুদেবপুর মোড়, আতপুর, কাঁকিনাড়ার পানপুর মোড় অবরোধ করেন। পথঘাট স্তব্ধ হয়ে যাওয়ায় পুলিশ এসে অবরোধ তোলার চেষ্টা করে । কিন্তু, BJP সমর্থকদের আন্দোলনের জেরে তারা অবরোধ তুলতে পারেনি ।
রবিবার রাতে দলীয় কর্মীদের নিয়ে হালিশহরের হলদেবাড়ি এলাকায় গিয়েছিলেন সাংসদ অর্জুন সিং । হালিশহরের প্রাক্তন ভাইস চেয়ারম্যান রাজা দত্তের বাড়ির বাইরে তাঁর গাড়ি রাখা ছিল । অভিযোগ, রাত ন'টা নাগাদ একদল দুষ্কৃতী সেখানে চড়াও হয়ে অর্জুন সিংয়ের গাড়ি-সহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে । কয়েকটি বাইকও ভাঙচুর করা হয়েছে । বাধা দিতে গেলে সাংসদের নিরাপত্তারক্ষীদের মারধর করা হয় ।
BJP-র অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে । অন্যদিকে তৃণমূলের পালটা অভিযোগ, সুবোধ অধিকারী নামে এক তৃণমূল নেতা নৈহাটি থেকে হালিশহরে ফিরছিলেন । BJP সমর্থকরা তাঁর গাড়িতে হামলা চালায় । তাতে রেগে গিয়ে স্থানীয়রাই সাংসদের গাড়ি ভাঙচুর করে । সেই ঘটনার প্রতিবাদে সোমবার সকাল থেকে ব্যারাকপুরের বিভিন্ন জায়গায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় BJP সমর্থকরা ৷