ETV Bharat / state

রেশন সামগ্রীর কালোবাজারি, হাবরায় গ্রেপ্তার মহিলা - রেশনের চাল গম নিয়ে কালোবাজারি

হাবরার কুমড়া পঞ্চায়েতের কাশীপুর গ্রামের বাসিন্দা এক মহিলার বাড়ি থেকে কয়েক বস্তা রেশনের চাল, গম ও আ়টা উদ্ধার হল। সেগুলি কম দামে কিনে চড়া দামে বিক্রি করত বলে অভিযোগ ।

Black marketing of rice, wheat of ration
হাবড়া
author img

By

Published : Apr 10, 2020, 6:52 PM IST

হাবরা, 10 এপ্রিল: লকডাউনের মাঝেই রেশনের চাল, গম, আটা কালোবাজারির অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করা হল। গতরাতে হাবরা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । ধৃতের নাম আভা বিশ্বাস। বাড়ি হাবরার কুমড়া পঞ্চায়েতের কাশীপুর গ্রামে।

লকডাউনের জেরে গ্রামের অনেকেরই প্রতিদিনের খাবারটুকু জুটছে না। রেশনের বরাদ্দ চাল, গম, আটাই এখন ভরসা। এই পরিস্থিতিতে কয়েকদিন ধরেই কাশীপুরের আভা বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ উঠছিল, রেশনের চাল, গম কম দামে কিনে তা চড়া দামে বাজারে বিক্রি করার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার সকালেও ওই মহিলা দু'বস্তা রেশনের চাল বাগজোলা বাজারে গিয়ে বিক্রি করে।

এরপর বিকেলে BDO শুভ্র নন্দী পুলিশ ও ফুড ইনস্পেক্টরকে সঙ্গে নিয়ে কাশীপুর গ্রামে আভা বিশ্বাসের বাড়িতে হানা দেন। বাড়ির ভিতরে একটি ঘর থেকে তল্লাশি চালিয়ে রেশনের চাল, গম ও আটার বস্তা উদ্ধার করেন তাঁরা। হাতেনাতে পাকড়াও করা হয় আভা বিশ্বাসকে। এরপর রাতেই ফুড ইনস্পেক্টর অপূর্ব বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে তাকে ।

BDO শুভ্র নন্দী বলেন, "আমাদের কাছে খবর আসছিল, রেশনের চাল, গম, আটা নিয়ে কুমড়া পঞ্চায়েত এলাকায় কালোবাজারি চলছে। সেই মতো কাশীপুর গ্রামের এক মহিলার বাড়িতে অভিযান চালাই। তার বাড়ি থেকে বেআইনিভাবে মজুত করা রেশনের চাল, গম পাওয়া গিয়েছে। ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মহিলা যাদের কাছ থেকে রেশনের চাল, গম কিনত তাদেরও খোঁজ চলছে।"

হাবরা, 10 এপ্রিল: লকডাউনের মাঝেই রেশনের চাল, গম, আটা কালোবাজারির অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করা হল। গতরাতে হাবরা থেকে তাকে গ্রেপ্তার করা হয় । ধৃতের নাম আভা বিশ্বাস। বাড়ি হাবরার কুমড়া পঞ্চায়েতের কাশীপুর গ্রামে।

লকডাউনের জেরে গ্রামের অনেকেরই প্রতিদিনের খাবারটুকু জুটছে না। রেশনের বরাদ্দ চাল, গম, আটাই এখন ভরসা। এই পরিস্থিতিতে কয়েকদিন ধরেই কাশীপুরের আভা বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ উঠছিল, রেশনের চাল, গম কম দামে কিনে তা চড়া দামে বাজারে বিক্রি করার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃহস্পতিবার সকালেও ওই মহিলা দু'বস্তা রেশনের চাল বাগজোলা বাজারে গিয়ে বিক্রি করে।

এরপর বিকেলে BDO শুভ্র নন্দী পুলিশ ও ফুড ইনস্পেক্টরকে সঙ্গে নিয়ে কাশীপুর গ্রামে আভা বিশ্বাসের বাড়িতে হানা দেন। বাড়ির ভিতরে একটি ঘর থেকে তল্লাশি চালিয়ে রেশনের চাল, গম ও আটার বস্তা উদ্ধার করেন তাঁরা। হাতেনাতে পাকড়াও করা হয় আভা বিশ্বাসকে। এরপর রাতেই ফুড ইনস্পেক্টর অপূর্ব বিশ্বাসের অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে তাকে ।

BDO শুভ্র নন্দী বলেন, "আমাদের কাছে খবর আসছিল, রেশনের চাল, গম, আটা নিয়ে কুমড়া পঞ্চায়েত এলাকায় কালোবাজারি চলছে। সেই মতো কাশীপুর গ্রামের এক মহিলার বাড়িতে অভিযান চালাই। তার বাড়ি থেকে বেআইনিভাবে মজুত করা রেশনের চাল, গম পাওয়া গিয়েছে। ওই মহিলাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। মহিলা যাদের কাছ থেকে রেশনের চাল, গম কিনত তাদেরও খোঁজ চলছে।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.