কলকাতা, 16 নভেম্বর: নিয়োগ দুর্নীতিতে ধৃত মিডলম্যান প্রসন্ন রায়ের বাড়ি থেকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) দলিল উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে । এর আগে এই দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে শাসক দলের মন্ত্রী গ্রেফতার হয়েছেন ৷ জেলে যেতে হয়েছে সরকারি আধিকারিকদেরও ।
এবার সেই ঘটনায় সরাসরি বিজেপির নাম জড়িয়েছে ৷ আর যার ফলে তৃণমূলের তরফে দিলীপ ঘোষের গ্রেফতারির দাবি উঠেছে ৷ আর এই একই সুর এবার শোনা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) গলাতেও ৷ মঙ্গলবার তিনি ডায়মন্ড হারবারে একটি বৈঠক থেকে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির গ্রেফতারির দাবি তোলেন ৷
বুধবার এই প্রসঙ্গেই অভিষেককে পালটা দিলেন দিলীপ ৷ তিনি বলেন, "তদন্ত শেষ হোক আগে । তারপর তো গ্রেফতারির প্রশ্ন । আমি তো প্রকাশ্যে বলছি । প্রসন্নর বাড়িতে আমি নিজে দলিলের কপি রেখেছি । তৃণমূলের সবাই এখন সিবিআইয়ের চা খাচ্ছে । কারুর বাপের টাকায় ফ্ল্যাট কিনিনি । ব্যাঙ্ক লোন নিয়ে ফ্ল্যাট কিনেছি । যেখানে ফ্ল্যাট কিনেছি, সেই হাউজিং সোসাইটির প্রধান প্রসন্ন রায় । ইলেকট্রিক মিটারের নাম চেঞ্জ করার জন্য আমি কপি তাঁকে দিয়েছি । ওদের মতো চোর নাকি আমি? ধরা পড়ে গেলেই পার্থ আমাদের কেউ না ৷ এটা আমাদের নীতি না । আমি চ্যালেঞ্জ করছি, দম থাকলে সিআইডি দিয়ে তদন্ত করাক ।"
আরও পড়ুন: 'ডেডলাইন ডিসেম্বর', শুভেন্দু-সুকান্তদের চাপে রাখতে সুর চড়ালেন অভিষেক