বারাসত, 1 জানুয়ারি: 'হুমকি'-বিতর্কে এবার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের (BJP MLA Swapan Majumder) নিশানায় প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমানে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Minister Jyotipriya Mallick) । আক্রমণ করতে গিয়ে রীতিমতো তাঁকে 'চাল চোর' বলে কটাক্ষ করেছেন বিজেপির এই বিধায়ক । যদিও এই অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত। প্রতিক্রিয়া নিতে ইটিভি ভারতের তরফে যোগাযোগও করা হয়েছিল তাঁর সঙ্গে । কিন্তু না জেনে এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি মন্ত্রী ।
দলীয় সভা থেকে পুলিশকে হুমকি ও থানা জ্বালিয়ে দেওয়ার নিদান দিয়ে শনিবার বিতর্কে জড়িয়েছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার । তার জেরে রাতেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের পক্ষ থেকে । দায়ের করা সেই অভিযোগের প্রেক্ষিতে বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে উস্কানি দেওয়া, হিংসা ছড়ানোর চেষ্টার মতো গুরুতর মামলা দায়ের হয়েছে বলে খবর পুলিশ সূত্রে ।
ঘটনার পরপরই এই ইস্যুতে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে কটাক্ষ করে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, "এটাই বিজেপির সংস্কৃতি । পুলিশ আইন অনুযায়ী যা করার তা করবে ।" তারই জবাব দিতে গিয়ে জ্যোতিপ্রিয়'কে চাল চোরের মন্ত্রী বলে আক্রমণ শানিয়েছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক । শনিবার রাতে বারাসতে বিজেপির জেলা কার্যালয়ে বসে তিনি বলেন, "তৃণমূলের বাঘা নেতা অনুব্রত মণ্ডল যখন পুলিশকে হুমকি দেন, বোমা মারার নিদান দেন তখন জ্যোতিপ্রিয় মল্লিকের মতো নেতারা বোবা হয়ে থাকেন । আর আমি চুরির বিরুদ্ধে লড়াই করতে নেমেছি । সাধারণ মানুষের কথাই তুলে ধরেছি মাত্র । তাতে যদি সীমা লঙ্ঘিত হয় আমার কিছু করার নেই ।"
এরপরই আক্রমণ করতে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার । তাঁর কথায়, "ওঁর কথার গুরুত্ব দিই না আমি । আমার বিধানসভা এলাকাতেই একসময় চাল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন । ঘোজাডাঙা সীমান্তে 140 ট্রাকে বিপুল পরিমাণ চাল বাজেয়াপ্ত হয়েছিল । সেই চাল কোথায় গেল, আজও তার হিসেব নেই । তাই, উনি(জ্যোতিপ্রিয়)একজন চাল চোর ।"
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে গোষ্ঠীকোন্দল রুখতে কড়া দাওয়াই জ্যোতিপ্রিয়র
চাল চোরের অভিযোগের জেরেই তাঁর হাত থেকে খাদ্য দফতর কেড়ে নেওয়া হয়েছে বলেও জ্যোতিপ্রিয়'কে কটাক্ষ করেছেন বিজেপির এই বিধায়ক । স্বপনের দাবি,"চাল চুরি এবং দুর্নীতির দায়ে উনি কবে জেলে যাবেন সেটা নিয়ে ভাবুন ।" এদিকে, বন দফতরেও জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করতে পারেন বলে আশংকা প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক।