ETV Bharat / state

Swapan Majumder: 'জ্যোতিপ্রিয় চাল চোর' কড়া কটাক্ষ বিজেপি বিধায়ক স্বপনের

'হুমকি'-বিতর্কে বিধায়ক স্বপনের নিশানায় এবার জ্যোতিপ্রিয় (Jyotipriya Mallick) ! আক্রমণ করতে গিয়ে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে 'চাল চোর'-বলে কটাক্ষ করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক (Swapan Majumder ) ।

ETV Bharat
স্বপনের নিশানায় এবার জ্যোতিপ্রিয়
author img

By

Published : Jan 1, 2023, 1:36 PM IST

জ্যোতিপ্রিয়কে 'চাল চোর' বলে কটাক্ষ স্বপনের

বারাসত, 1 জানুয়ারি: 'হুমকি'-বিতর্কে এবার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের (BJP MLA Swapan Majumder) নিশানায় প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমানে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Minister Jyotipriya Mallick) । আক্রমণ করতে গিয়ে রীতিমতো তাঁকে 'চাল চোর' বলে কটাক্ষ করেছেন বিজেপির এই বিধায়ক । যদিও এই অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত। প্রতিক্রিয়া নিতে ইটিভি ভারতের তরফে যোগাযোগও করা হয়েছিল তাঁর সঙ্গে । কিন্তু না জেনে এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি মন্ত্রী ।

দলীয় সভা থেকে পুলিশকে হুমকি ও থানা জ্বালিয়ে দেওয়ার নিদান দিয়ে শনিবার বিতর্কে জড়িয়েছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার । তার জেরে রাতেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের পক্ষ থেকে । দায়ের করা সেই অভিযোগের প্রেক্ষিতে বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে উস্কানি দেওয়া, হিংসা ছড়ানোর চেষ্টার মতো গুরুতর মামলা দায়ের হয়েছে বলে খবর পুলিশ সূত্রে ।

ঘটনার পরপরই এই ইস্যুতে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে কটাক্ষ করে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, "এটাই বিজেপির সংস্কৃতি । পুলিশ আইন অনুযায়ী যা করার তা করবে ।" তারই জবাব দিতে গিয়ে জ্যোতিপ্রিয়'কে চাল চোরের মন্ত্রী বলে আক্রমণ শানিয়েছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক । শনিবার রাতে বারাসতে বিজেপির জেলা কার্যালয়ে বসে তিনি বলেন, "তৃণমূলের বাঘা নেতা অনুব্রত মণ্ডল যখন পুলিশকে হুমকি দেন, বোমা মারার নিদান দেন তখন জ্যোতিপ্রিয় মল্লিকের মতো নেতারা বোবা হয়ে থাকেন । আর আমি চুরির বিরুদ্ধে লড়াই করতে নেমেছি । সাধারণ মানুষের কথাই তুলে ধরেছি মাত্র । তাতে যদি সীমা লঙ্ঘিত হয় আমার কিছু করার নেই ।"

এরপরই আক্রমণ করতে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার । তাঁর কথায়, "ওঁর কথার গুরুত্ব দিই না আমি । আমার বিধানসভা এলাকাতেই একসময় চাল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন । ঘোজাডাঙা সীমান্তে 140 ট্রাকে বিপুল পরিমাণ চাল বাজেয়াপ্ত হয়েছিল । সেই চাল কোথায় গেল, আজও তার হিসেব নেই । তাই, উনি(জ্যোতিপ্রিয়)একজন চাল চোর ।"

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে গোষ্ঠীকোন্দল রুখতে কড়া দাওয়াই জ্যোতিপ্রিয়র

চাল চোরের অভিযোগের জেরেই তাঁর হাত থেকে খাদ্য দফতর কেড়ে নেওয়া হয়েছে বলেও জ্যোতিপ্রিয়'কে কটাক্ষ করেছেন বিজেপির এই বিধায়ক । স্বপনের দাবি,"চাল চুরি এবং দুর্নীতির দায়ে উনি কবে জেলে যাবেন সেটা নিয়ে ভাবুন ।" এদিকে, বন দফতরেও জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করতে পারেন বলে আশংকা প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক।

জ্যোতিপ্রিয়কে 'চাল চোর' বলে কটাক্ষ স্বপনের

বারাসত, 1 জানুয়ারি: 'হুমকি'-বিতর্কে এবার বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের (BJP MLA Swapan Majumder) নিশানায় প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বর্তমানে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Minister Jyotipriya Mallick) । আক্রমণ করতে গিয়ে রীতিমতো তাঁকে 'চাল চোর' বলে কটাক্ষ করেছেন বিজেপির এই বিধায়ক । যদিও এই অভিযোগের প্রেক্ষিতে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কোনও প্রতিক্রিয়া মেলেনি এখনও পর্যন্ত। প্রতিক্রিয়া নিতে ইটিভি ভারতের তরফে যোগাযোগও করা হয়েছিল তাঁর সঙ্গে । কিন্তু না জেনে এই বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি মন্ত্রী ।

দলীয় সভা থেকে পুলিশকে হুমকি ও থানা জ্বালিয়ে দেওয়ার নিদান দিয়ে শনিবার বিতর্কে জড়িয়েছিলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার । তার জেরে রাতেই বিজেপি বিধায়কের বিরুদ্ধে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করা হয় তৃণমূলের পক্ষ থেকে । দায়ের করা সেই অভিযোগের প্রেক্ষিতে বিধায়ক স্বপন মজুমদারের বিরুদ্ধে উস্কানি দেওয়া, হিংসা ছড়ানোর চেষ্টার মতো গুরুতর মামলা দায়ের হয়েছে বলে খবর পুলিশ সূত্রে ।

ঘটনার পরপরই এই ইস্যুতে বিজেপি বিধায়ক স্বপন মজুমদারকে কটাক্ষ করে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেছিলেন, "এটাই বিজেপির সংস্কৃতি । পুলিশ আইন অনুযায়ী যা করার তা করবে ।" তারই জবাব দিতে গিয়ে জ্যোতিপ্রিয়'কে চাল চোরের মন্ত্রী বলে আক্রমণ শানিয়েছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক । শনিবার রাতে বারাসতে বিজেপির জেলা কার্যালয়ে বসে তিনি বলেন, "তৃণমূলের বাঘা নেতা অনুব্রত মণ্ডল যখন পুলিশকে হুমকি দেন, বোমা মারার নিদান দেন তখন জ্যোতিপ্রিয় মল্লিকের মতো নেতারা বোবা হয়ে থাকেন । আর আমি চুরির বিরুদ্ধে লড়াই করতে নেমেছি । সাধারণ মানুষের কথাই তুলে ধরেছি মাত্র । তাতে যদি সীমা লঙ্ঘিত হয় আমার কিছু করার নেই ।"

এরপরই আক্রমণ করতে গিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এনেছেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার । তাঁর কথায়, "ওঁর কথার গুরুত্ব দিই না আমি । আমার বিধানসভা এলাকাতেই একসময় চাল পাচার করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছিলেন । ঘোজাডাঙা সীমান্তে 140 ট্রাকে বিপুল পরিমাণ চাল বাজেয়াপ্ত হয়েছিল । সেই চাল কোথায় গেল, আজও তার হিসেব নেই । তাই, উনি(জ্যোতিপ্রিয়)একজন চাল চোর ।"

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলে গোষ্ঠীকোন্দল রুখতে কড়া দাওয়াই জ্যোতিপ্রিয়র

চাল চোরের অভিযোগের জেরেই তাঁর হাত থেকে খাদ্য দফতর কেড়ে নেওয়া হয়েছে বলেও জ্যোতিপ্রিয়'কে কটাক্ষ করেছেন বিজেপির এই বিধায়ক । স্বপনের দাবি,"চাল চুরি এবং দুর্নীতির দায়ে উনি কবে জেলে যাবেন সেটা নিয়ে ভাবুন ।" এদিকে, বন দফতরেও জ্যোতিপ্রিয় মল্লিক চুরি করতে পারেন বলে আশংকা প্রকাশ করেছেন বিজেপি বিধায়ক।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.