ETV Bharat / state

Bengal BJP : সল্টলেকে বিজেপির খেলা হবে কর্মসূচিতে ফুটবলে মাতলেন সায়ন্তন-কল্যাণ - Kalyan Choubey

শুক্রবার বিজেপির খেলা হবে কর্মসূচি ছিল ৷ সেই কর্মসূচিতে সল্টলেকের এজে ব্লকে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় ৷ সেখানে খেললেন দলের দুই নেতা সায়ন্তন বসু ও কল্যাণ চৌবে ৷

bjp-leader-sayantan-basu-and-kalyan-choubey-played-a-football-match-at-saltlake
Bengal BJP : সল্টলেকে বিজেপির খেলা হবে কর্মসূচিতে ফুটবল মাঠে মুখোমুখি সায়ন্তন-কল্যাণ
author img

By

Published : Aug 13, 2021, 5:27 PM IST

সল্টলেক, 13 অগস্ট : রাজনীতির ময়দানে তাঁরা একে অপরের সতীর্থ ৷ একে অন্যের হয়ে সরব হন ৷ আবার একসুরে বিরোধীদের তুলোধনা করেন ৷ সেই সায়ন্তন বসু (Sayantan Basu) ও কল্যাণ চৌবে (Kalyan Choubey) শুক্রবার সকালে আচমকাই নেমে পড়লেন সম্মুখসমরে ৷ তবে তাঁদের আজকের লড়াই রাজনৈতিক ময়দানে ছিল না ৷ ফুটবল মাঠে একে অপরের বিরুদ্ধে লড়াই করলেন ভারতীয় জনতা পার্টির এই দুই নেতা ৷

আরও পড়ুন : BJP in Bengal : এবার বিজেপির নতুন কর্মসূচি "শহিদ সম্মান যাত্রা"

আজ, শুক্রবার বিজেপির (BJP) তরফে খেলা হবে কর্মসূচি নেওয়া হয়েছিল ৷ রাজ্যজুড়েই পালিত হয়েছে এই কর্মসূচি ৷ তারই অঙ্গ হিসেবে সল্টলেকের এজে ব্লকে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় ৷ সেই ম্যাচে খেলতে দেখা গিয়েছে সায়ন্তন বসু ও কল্যাণ চৌবেকে ৷ সায়ন্তন খেললেন সল্টলেকের 41 নম্বর ওয়ার্ডের হয়ে ৷ আর কল্যাণ খেলতে নেমেছিলেন ওই পুরনিগমের 39 নম্বর ওয়ার্ডের হয়ে ৷

খেলা শেষে সায়ন্তন বসু বললেন, ‘‘বাংলায় কবাডি-ফুটবলের একটা ইতিহাস আছে ৷ অলিম্পিকসে আমরা অনেক কিছু পেয়েছি ৷ আমরা আমাদের জনপ্রিয় খেলা তুলে ধরতে চাই ৷ আর কল্যাণদার মতো যাতে অনেক খেলোয়াড় তৈরি হয়, সেটাও চাই ৷’’ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ‘‘অনেক জায়গায় আমাদের কোনও প্রোগ্রাম করতে দেওয়া হয়নি ৷ মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে ৷ কোথাও খেলোয়াড়দের ভয় দেখানো হয়েছে ৷’’

আরও পড়ুন : All India Matua Mahasanga : বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, প্রতিবাদে সরব সুব্রত ঠাকুর

অন্যদিকে কল্যাণ চৌবে জানান, ফুটবল খেলায় একে অপরের বিরুদ্ধে খেলবে, এটাই মজা ৷ এই খেলার মধ্য দিয়ে সবাই এগিয়ে যাক ৷ এতে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের অনেক ভাল হবে ৷

এদিন সকালে সল্টেলেকের এজে ব্লকে বিজেপির অনেক কর্মী-সমর্থক হাজির হয়েছিলেন ৷ পথচলতি অনেক মানুষ দাঁড়িয়ে পড়েন খেলা দেখার জন্য ৷ আর ম্যাচে সব নজর কিন্তু ছিল সায়ন্তনের দিকে ৷ কারণ, কল্যাণ চৌবে প্রাক্তন ফুটবলার ৷ ভারতীয় দলে খেলেছেন ৷ ক্লাব ফুটবলেও দাপিয়ে খেলেছেন ৷ তাই কল্যাণের সঙ্গে সায়ন্তন কতটা টক্কর দিতে পারেন, সেটা দেখতেই উদগ্রীব ছিলেন অনেকে ৷ শেষ পর্যন্ত অনুগামীদের চোখে সায়ন্তন লেটার মার্কস পেয়ে গিয়েছেন ৷

আরও পড়ুন : Sayantan Basu Khardaha: রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দিতে এসে খড়দায় আক্রান্ত সায়ন্তন বসু, অভিযুক্ত তৃণমূল

সল্টলেক, 13 অগস্ট : রাজনীতির ময়দানে তাঁরা একে অপরের সতীর্থ ৷ একে অন্যের হয়ে সরব হন ৷ আবার একসুরে বিরোধীদের তুলোধনা করেন ৷ সেই সায়ন্তন বসু (Sayantan Basu) ও কল্যাণ চৌবে (Kalyan Choubey) শুক্রবার সকালে আচমকাই নেমে পড়লেন সম্মুখসমরে ৷ তবে তাঁদের আজকের লড়াই রাজনৈতিক ময়দানে ছিল না ৷ ফুটবল মাঠে একে অপরের বিরুদ্ধে লড়াই করলেন ভারতীয় জনতা পার্টির এই দুই নেতা ৷

আরও পড়ুন : BJP in Bengal : এবার বিজেপির নতুন কর্মসূচি "শহিদ সম্মান যাত্রা"

আজ, শুক্রবার বিজেপির (BJP) তরফে খেলা হবে কর্মসূচি নেওয়া হয়েছিল ৷ রাজ্যজুড়েই পালিত হয়েছে এই কর্মসূচি ৷ তারই অঙ্গ হিসেবে সল্টলেকের এজে ব্লকে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় ৷ সেই ম্যাচে খেলতে দেখা গিয়েছে সায়ন্তন বসু ও কল্যাণ চৌবেকে ৷ সায়ন্তন খেললেন সল্টলেকের 41 নম্বর ওয়ার্ডের হয়ে ৷ আর কল্যাণ খেলতে নেমেছিলেন ওই পুরনিগমের 39 নম্বর ওয়ার্ডের হয়ে ৷

খেলা শেষে সায়ন্তন বসু বললেন, ‘‘বাংলায় কবাডি-ফুটবলের একটা ইতিহাস আছে ৷ অলিম্পিকসে আমরা অনেক কিছু পেয়েছি ৷ আমরা আমাদের জনপ্রিয় খেলা তুলে ধরতে চাই ৷ আর কল্যাণদার মতো যাতে অনেক খেলোয়াড় তৈরি হয়, সেটাও চাই ৷’’ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ‘‘অনেক জায়গায় আমাদের কোনও প্রোগ্রাম করতে দেওয়া হয়নি ৷ মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে ৷ কোথাও খেলোয়াড়দের ভয় দেখানো হয়েছে ৷’’

আরও পড়ুন : All India Matua Mahasanga : বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অত্যাচার, প্রতিবাদে সরব সুব্রত ঠাকুর

অন্যদিকে কল্যাণ চৌবে জানান, ফুটবল খেলায় একে অপরের বিরুদ্ধে খেলবে, এটাই মজা ৷ এই খেলার মধ্য দিয়ে সবাই এগিয়ে যাক ৷ এতে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েদের অনেক ভাল হবে ৷

এদিন সকালে সল্টেলেকের এজে ব্লকে বিজেপির অনেক কর্মী-সমর্থক হাজির হয়েছিলেন ৷ পথচলতি অনেক মানুষ দাঁড়িয়ে পড়েন খেলা দেখার জন্য ৷ আর ম্যাচে সব নজর কিন্তু ছিল সায়ন্তনের দিকে ৷ কারণ, কল্যাণ চৌবে প্রাক্তন ফুটবলার ৷ ভারতীয় দলে খেলেছেন ৷ ক্লাব ফুটবলেও দাপিয়ে খেলেছেন ৷ তাই কল্যাণের সঙ্গে সায়ন্তন কতটা টক্কর দিতে পারেন, সেটা দেখতেই উদগ্রীব ছিলেন অনেকে ৷ শেষ পর্যন্ত অনুগামীদের চোখে সায়ন্তন লেটার মার্কস পেয়ে গিয়েছেন ৷

আরও পড়ুন : Sayantan Basu Khardaha: রবীন্দ্রনাথের মূর্তিতে মালা দিতে এসে খড়দায় আক্রান্ত সায়ন্তন বসু, অভিযুক্ত তৃণমূল

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.