হাবড়া, 21 মার্চ : খাদ্য কেলেঙ্কারির নায়ক খাদ্যমন্ত্রী। গরিব মানুষের চাল চুরি করেছেন তিনি। এবার ওঁকে বিদায় দেবে হাবড়ার মানুষ।রবিবার নিজের বিধানসভা কেন্দ্র হাবরায় দলের বুথ ভিত্তিক কর্মী সম্মেলনে যোগ দেওয়ার পর প্রতিপক্ষ তৃণমূল প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিককে এভাবেই আক্রমণ করেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা। তিনি বলেন, "চোরেদের হাবড়ার মানুষ চিনতে পেরেছে। সেটা লোকসভা নির্বাচনে বুঝিয়ে দিয়েছে সেখানকার মানুষ। কুড়ি হাজার ভোটে হারিয়ে সেখানকার মানুষ বুঝিয়ে দিয়েছে তাঁরা চোরেদের সঙ্গে নেই।"
আরও পড়ুন - তৃণমূলের ফ্লেক্সে কালি ও দেওয়াল মুছে দেওয়ার অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে
রাহুল সিনহাকে হাবড়া কেন্দ্রে বিজেপি প্রার্থী করায় সেই কেন্দ্রের তৃণমূলের হেভিওয়েট প্রার্থী জ্যোতিপ্রিয় মল্লিক কটাক্ষ করে বলেছিলেন, "রাহুল সিনহা বহিরাগত। সে বিপক্ষের প্রার্থী হওয়ায় জয়ের পথ সহজ হয়ে গেল।" জ্যোতিপ্রিয়র বহিরাগত তত্ত্বের পাল্টা আজ তাঁকেই বহিরাগত বলে আক্রমণ করেছেন বিজেপি প্রার্থী রাহুল সিনহা। এই প্রসঙ্গে তিনি বলেন, "ওঁর(জ্যোতিপ্রিয় মল্লিক)বাড়ি যতদূর জানি সল্টলেকে। আমার বাড়ি কলকাতায়। একজন বহিরাগত আরেকজনকে কীভাবে বহিরাগত বলে? আসলে উনি বুঝে গিয়েছেন, এবার হাবড়ার মানুষ ওঁকে বিদায় জানাবে।" দুর্নীতি ইস্যুতেও আজ প্রতিপক্ষ তৃণমূল প্রার্থীকে নাম না করে বিঁধেছেন রাহুল সিনহা। তাঁর কথায়,"করোনা পরিস্থিতিতে গরির মানুষের চাল চুরি করে হাবরার মানুষকে না খাইয়ে রেখেছে সে। আমফানের সময় ক্ষতিগ্রস্ত মানুষের ত্রিপলও লুঠ করা হয়েছে। তারপরও আমাকে বলা হচ্ছে বহিরাগত? উনি নিজে বহিরাগত। সেই কারণে আমাকেও বলছে বহিরাগত।"