মিনাখাঁ, 10 এপ্রিল : দুয়ারে রেশন আসলে ললিপপ । এই ললিপপ খাবেন না । তাহলে আরও পাঁচ বছর কপালে কষ্ট আছে । শনিবার উত্তর ২৪ পরগণার মিনাখাঁয় বিজেপি প্রার্থী জয়ন্ত মণ্ডলের সমর্থনে এক সভায় যোগ দিয়ে এভাবেই শাসকদলের দেওয়া প্রতিশ্রুতিকে কটাক্ষ করলেন একসময়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তী । তিনি বলেন, "একসময় বাংলার মা- মেয়েদের কাছে ভোট চেয়েছিলাম । যাতে আমি পার্লামেন্টে গিয়ে বাংলার অধিকারের জন্য চিৎকার করতে পারি । কিন্তু, 10 বছর তার বিরোধিতা করা হল ৷ একটা রাজ্য যদি 44 বছর ধরে শুধু বিরোধিতা করে, তাহলে সেই রাজ্য পাবে কী ? গ্রামের কেউ যদি শুধু বিরোধিতা করেন তাহলে একসময় তাঁকে একঘরে করে রাখা হয় ৷ বলা হয়, যা তুই অন্য জায়গায় গিয়ে বসে থাক ।’’
তাঁর কথায়, "ক্ষমতায় এসে আয়ুস্মান যোজনা থেকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে রাজ্যের প্রান্তিক মানুষের কাছে ।’’ গরিব মানুষের হয়ে কিছু করার জন্যই যে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, সেকথা এদিন জানাতে ভোলেননি মহাগুরু ।