ETV Bharat / state

সরকারের দুয়ারে রেশন আসলে ললিপপ : মিঠুন - একসময়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তী

দুয়ারে রেশন প্রসঙ্গে মহাগুরু বলেন, "এখন আবার বলা হচ্ছে দুয়ারে নাকি রেশন পৌঁছে দেবে । আবার একটা ললিপপ ।’’

তৃণমূলের দুয়ারে রেশন প্রতিশ্রুতিকে কটাক্ষ মিঠুনের
তৃণমূলের দুয়ারে রেশন প্রতিশ্রুতিকে কটাক্ষ মিঠুনের
author img

By

Published : Apr 10, 2021, 7:08 PM IST

মিনাখাঁ, 10 এপ্রিল : দুয়ারে রেশন আসলে ললিপপ । এই ললিপপ খাবেন না । তাহলে আরও পাঁচ বছর কপালে কষ্ট আছে । শনিবার উত্তর ২৪ পরগণার মিনাখাঁয় বিজেপি প্রার্থী জয়ন্ত মণ্ডলের সমর্থনে এক সভায় যোগ দিয়ে এভাবেই শাসকদলের দেওয়া প্রতিশ্রুতিকে কটাক্ষ করলেন একসময়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তী । তিনি বলেন, "একসময় বাংলার মা- মেয়েদের কাছে ভোট চেয়েছিলাম । যাতে আমি পার্লামেন্টে গিয়ে বাংলার অধিকারের জন্য চিৎকার করতে পারি । কিন্তু, 10 বছর তার বিরোধিতা করা হল ৷ একটা রাজ্য যদি 44 বছর ধরে শুধু বিরোধিতা করে, তাহলে সেই রাজ্য পাবে কী ? গ্রামের কেউ যদি শুধু বিরোধিতা করেন তাহলে একসময় তাঁকে একঘরে করে রাখা হয় ৷ বলা হয়, যা তুই অন্য জায়গায় গিয়ে বসে থাক ।’’

তৃণমূলের দুয়ারে রেশন প্রতিশ্রুতিকে কটাক্ষ মিঠুনের
এরপরই দুয়ারে রেশন প্রসঙ্গে মহাগুরু বলেন,"এখন আবার বলা হচ্ছে দুয়ারে নাকি রেশন পৌঁছে দেবে । আবার একটা ললিপপ ।’’ যদিও তাঁর কথার সপক্ষে যুক্তিও দেন তিনি ৷ বলেন, ‘‘পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের মধ্যে 6 কোটি মানুষ রেশন তোলেন । বাকি 4 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষ কাজের জন্য রাজ্যের বাইরে থাকেন । বাকি 2 কোটি মানুষ রেশন নেন না । এই 2 কোটি মানুষের রেশন কী কাঁধে করে পৌঁছে দেবে ? বলবে তোমার রেশন এসেছে, তুমি নাও । 6 কোটি মানুষের দুয়ারে রেশন পৌঁছাতে গেলে অন্তত 6 কোটি লোকের প্রয়োজন ৷ সেই লোক দিয়ে কবে কতদিনে, রেশন পৌঁছে দেওয়া যাবে, তার হিসাব নিন ৷ ততদিনে আপনার ঘরে উনুন জ্বলবে না ৷ এটা হওয়া অসম্ভব । বাস্তবেও কোনওভাবে করা সম্ভব নয় । তাই দুয়ারে রেশন নিয়ে যা বলা হচ্ছে তা আসলে ললিপপ । এই ললিপপে আপনারা ভুলবেন না । তাহলে কপালে কষ্ট আছে ।’’

তাঁর কথায়, "ক্ষমতায় এসে আয়ুস্মান যোজনা থেকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে রাজ্যের প্রান্তিক মানুষের কাছে ।’’ গরিব মানুষের হয়ে কিছু করার জন্যই যে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, সেকথা এদিন জানাতে ভোলেননি মহাগুরু ।

মিনাখাঁ, 10 এপ্রিল : দুয়ারে রেশন আসলে ললিপপ । এই ললিপপ খাবেন না । তাহলে আরও পাঁচ বছর কপালে কষ্ট আছে । শনিবার উত্তর ২৪ পরগণার মিনাখাঁয় বিজেপি প্রার্থী জয়ন্ত মণ্ডলের সমর্থনে এক সভায় যোগ দিয়ে এভাবেই শাসকদলের দেওয়া প্রতিশ্রুতিকে কটাক্ষ করলেন একসময়ে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মিঠুন চক্রবর্তী । তিনি বলেন, "একসময় বাংলার মা- মেয়েদের কাছে ভোট চেয়েছিলাম । যাতে আমি পার্লামেন্টে গিয়ে বাংলার অধিকারের জন্য চিৎকার করতে পারি । কিন্তু, 10 বছর তার বিরোধিতা করা হল ৷ একটা রাজ্য যদি 44 বছর ধরে শুধু বিরোধিতা করে, তাহলে সেই রাজ্য পাবে কী ? গ্রামের কেউ যদি শুধু বিরোধিতা করেন তাহলে একসময় তাঁকে একঘরে করে রাখা হয় ৷ বলা হয়, যা তুই অন্য জায়গায় গিয়ে বসে থাক ।’’

তৃণমূলের দুয়ারে রেশন প্রতিশ্রুতিকে কটাক্ষ মিঠুনের
এরপরই দুয়ারে রেশন প্রসঙ্গে মহাগুরু বলেন,"এখন আবার বলা হচ্ছে দুয়ারে নাকি রেশন পৌঁছে দেবে । আবার একটা ললিপপ ।’’ যদিও তাঁর কথার সপক্ষে যুক্তিও দেন তিনি ৷ বলেন, ‘‘পশ্চিমবঙ্গে 10 কোটি মানুষের মধ্যে 6 কোটি মানুষ রেশন তোলেন । বাকি 4 কোটি মানুষের মধ্যে 2 কোটি মানুষ কাজের জন্য রাজ্যের বাইরে থাকেন । বাকি 2 কোটি মানুষ রেশন নেন না । এই 2 কোটি মানুষের রেশন কী কাঁধে করে পৌঁছে দেবে ? বলবে তোমার রেশন এসেছে, তুমি নাও । 6 কোটি মানুষের দুয়ারে রেশন পৌঁছাতে গেলে অন্তত 6 কোটি লোকের প্রয়োজন ৷ সেই লোক দিয়ে কবে কতদিনে, রেশন পৌঁছে দেওয়া যাবে, তার হিসাব নিন ৷ ততদিনে আপনার ঘরে উনুন জ্বলবে না ৷ এটা হওয়া অসম্ভব । বাস্তবেও কোনওভাবে করা সম্ভব নয় । তাই দুয়ারে রেশন নিয়ে যা বলা হচ্ছে তা আসলে ললিপপ । এই ললিপপে আপনারা ভুলবেন না । তাহলে কপালে কষ্ট আছে ।’’

তাঁর কথায়, "ক্ষমতায় এসে আয়ুস্মান যোজনা থেকে কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া হবে রাজ্যের প্রান্তিক মানুষের কাছে ।’’ গরিব মানুষের হয়ে কিছু করার জন্যই যে তিনি বিজেপিতে যোগ দিয়েছেন, সেকথা এদিন জানাতে ভোলেননি মহাগুরু ।

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.