ETV Bharat / state

আগরপাড়ায় বোমা উদ্ধার, চাঞ্চল্য - ভোটের আগে ফের বোমা উদ্ধার রাজ্যে

আগরপাড়ার 6 নম্বর মহাজাতি নগর এলাকায় আজ সকালে রাস্তার ধারের পাশে একটি অজানা বস্তু দেখতে পাওয়া যায় ৷ তারপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ পরে বোঝা যায় এটি একটি বোমা ৷

আগরপাড়ায় বোমা উদ্ধার
আগরপাড়ায় বোমা উদ্ধার
author img

By

Published : Apr 14, 2021, 11:04 PM IST

আগরপাড়া, 14 এপ্রিল : ভোটের আগে ফের বোমা উদ্ধার রাজ্যে ৷ এবার উত্তর 24 পরগনার আগরপাড়ায় উদ্ধার হল তাজা বোমা ৷ 6 নম্বর মহাজাতি নগর এলাকায় বোমাগুলি উদ্ধার হয় ৷

আগরপাড়ার 6 নম্বর মহাজাতি নগর এলাকায় আজ সকালে রাস্তার ধারের পাশে একটি অজানা বস্তু দেখতে পাওয়া যায় ৷ তারপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ পরে বোঝা যায় এটি একটি বোমা ৷

আগরপাড়ায় বোমা উদ্ধার

আরও পডুন : করোনা আবহে বাতিল সিবিএসই দশমের পরীক্ষা, পিছোল দ্বাদশের পরীক্ষা

ঘটনায় এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয় ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন ধরেই আগরপাড়ায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে ৷ তার পরেই এই বোমা উদ্ধারের ঘটনা ঘটল । ভোটের আগে যা যথেষ্ট উদ্বেগজনক ৷ ঘটনাস্থানে খড়দহ থানার পুলিশ এসে বোমাটি উদ্ধার করে ও পরে তা নিষ্কৃয় করে ৷

আগরপাড়া, 14 এপ্রিল : ভোটের আগে ফের বোমা উদ্ধার রাজ্যে ৷ এবার উত্তর 24 পরগনার আগরপাড়ায় উদ্ধার হল তাজা বোমা ৷ 6 নম্বর মহাজাতি নগর এলাকায় বোমাগুলি উদ্ধার হয় ৷

আগরপাড়ার 6 নম্বর মহাজাতি নগর এলাকায় আজ সকালে রাস্তার ধারের পাশে একটি অজানা বস্তু দেখতে পাওয়া যায় ৷ তারপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ৷ পরে বোঝা যায় এটি একটি বোমা ৷

আগরপাড়ায় বোমা উদ্ধার

আরও পডুন : করোনা আবহে বাতিল সিবিএসই দশমের পরীক্ষা, পিছোল দ্বাদশের পরীক্ষা

ঘটনায় এলাকার মানুষের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয় ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন ধরেই আগরপাড়ায় বহিরাগতদের আনাগোনা বেড়েছে ৷ তার পরেই এই বোমা উদ্ধারের ঘটনা ঘটল । ভোটের আগে যা যথেষ্ট উদ্বেগজনক ৷ ঘটনাস্থানে খড়দহ থানার পুলিশ এসে বোমাটি উদ্ধার করে ও পরে তা নিষ্কৃয় করে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.