বাগদা, 24 মার্চ : বিজেপির তরফে উত্তর 24 পরগনার বাগদা বিধানসভার প্রার্থীর নাম ঘোষণা করা হতেই ওই এলাকায় বিক্ষোভ মিছিল করলেন দলীয় কর্মীদের একাংশ । মঙ্গলবার সন্ধ্যায় উত্তর 24 পরগনার বাগদা বিধানসভার হেলেঞ্চা বাজারে ঘটনাটি ঘটে । বিক্ষোভকারীদের দাবি, দলের যোগ্য নেতা অমৃতলাল বিশ্বাসকে প্রার্থী করা হোক । সদ্য দলে যোগ দেওয়া বিশ্বজিৎ দাসকে প্রার্থী হিসেবে মানতে চান না তাঁরা । দল যদি প্রার্থী না পরিবর্তন করে তবে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেয় বিক্ষোভকারীরা ।
মঙ্গলবার বিজেপির তরফে বাকি থাকা 13 টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করা হয় । সেই তালিকায় বাগদা বিধানসভা কেন্দ্রে প্রার্থী করা হয় বিশ্বজিৎ দাসকে । তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন । স্থানীয় কিছু বিজেপি কর্মী তাঁকে প্রার্থী হিসেবে মানতে নারাজ । বরং অমৃতলালকে প্রার্থী করার দাবি জানিয়ে বিক্ষোভ দেখান, মিছিল করেন স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ । "বহিরাগত প্রার্থী নয়, ভূমিপুত্র চাই৷" এমনই স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা ।
আরও পড়ুন : বাইক চালিয়ে নির্বাচনী প্রচারে অভিনেতা যশ
বিক্ষোভকারীদের দাবি, দু'বারের বিধায়ক বিশ্বজিৎ দাস তৃণমূল করতেন । সদ্য দলত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন । তাঁকে প্রার্থী হিসেবে মানতে চাই না । প্রার্থী করা হোক বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য তথা বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভাপতি অমৃতলাল বিশ্বাসকে । তাঁকে প্রার্থী না করলে আগামিদিনে আরও বৃহত্তর আন্দোলনে নামা হবে । প্রয়োজনে তাঁরা অমৃতলালকে বাগদায় নির্দল প্রার্থী হিসেবে সমর্থন করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন ওই কর্মীরা৷
ঘটনার প্রেক্ষিতে বিজেপির বনগাঁ সংগঠিত জেলার সাধারণ সম্পাদক দেবদাস মণ্ডল বলেন, "প্রার্থী দিয়েছে দল । দলের সিদ্ধান্তই শিরোধার্য । সেখানে কারোর মনে হয়তো কষ্ট লাগতেই পারে । তবে এগুলি ঠিক হয়ে যাবে । বাগদায় আমরা 50 হাজার ভোটে জিতব ।" যদিও এই বিষয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি অমৃতলাল বিশ্বাস ।