ETV Bharat / state

হিঙ্গলগঞ্জে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ শতাধিক নেতা-কর্মীর - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রে গেরুয়া শিবিরে ভাঙন ৷ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন শতাধিক নেতা ও কর্মী ৷ বিজেপির ধর্মীয় মেরুকরণের রাজনীতির কারণেই তাঁরা দলবদল করেছেন বলে জানান ৷

bengal election 2021 bjp leaders and workers join to tmc in hingalganj assembly in north 24 pargana
হিঙ্গলগঞ্জ বিধানসভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ শতাধিক নেতা-কর্মীর
author img

By

Published : Apr 4, 2021, 3:45 PM IST

হিঙ্গলগঞ্জ (উত্তর 24 পরগনা), 4 এপ্রিল : ভোটের মধ্যেই উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে ভাঙন গেরুয়া শিবিরে । বিজেপি ছেড়ে দলের শতাধিক নেতা ও কর্মী তৃণমূলে যোগ দিলেন । এরা প্রত্যেকেই হিঙ্গলগঞ্জ বিধানসভার খুলনা পঞ্চায়েত এলাকার বিজেপির নেতা ও কর্মী। রবিবার সন্দেশখালি 2নং ব্লকের দক্ষিণ শীতলিয়া এফপি স্কুলের সামনে তৃণমূলের এক সভায় যোগদান করেন তাঁরা । যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের অঞ্চল কমিটির কার্যকরী সভাপতি সত্যজ্যোতি সান্যাল। বিজেপির জাতপাতের রাজনীতিতে বিরক্ত হয়েই তাঁরা দল ছাড়লেন বলে জানিয়েছেন ৷

আগামী 17 এপ্রিল পঞ্চম দফায় উত্তর 24 পরগনায় 16টি আসনে ভোটগ্রহণ। এর মধ্যে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রেরও ভোট রয়েছে সেই দিন। যেখানে বাম-ডান উভয় দলের প্রার্থীরা একে অপরকে টেক্কা দিতে একদিকে যেমন নির্বাচনী প্রচারে সামিল হচ্ছেন। অন্যদিকে, সমানতালে চলছে দলবদলের খেলা। যা এদিন দেখা গেল হিঙ্গলগঞ্জ বিধানসভার খুলনা পঞ্চায়েত এলাকায়। এদিন সকালে স্থানীয় দক্ষিণ শীতলিয়া এফপি স্কুলে এক সভার আয়োজন করে তৃণমূল। সেখানেই বিজেপির শতাধিক নেতা ও কর্মী যোগদান করেন শাসক শিবিরে।
আরও পড়ুন : অশোকনগরে তৃণমূলে যোগদান বিজেপির 30 কার্যকর্তার
বিজেপি ছাড়া নিয়ে ওই নেতা-কর্মীরা জানান, বিজেপি যেভাবে চারদিকে জাতপাতের রাজনীতি শুরু করেছে, তাতে বিরক্ত তাঁরা । বাংলা সম্প্রীতির পীঠস্থান। সেখানে জাতপাতের কোনও স্থান নেই। তাই তাঁরা বিজেপি দল ছাড়তে বাধ্য হয়েছেন।

হিঙ্গলগঞ্জ (উত্তর 24 পরগনা), 4 এপ্রিল : ভোটের মধ্যেই উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জে ভাঙন গেরুয়া শিবিরে । বিজেপি ছেড়ে দলের শতাধিক নেতা ও কর্মী তৃণমূলে যোগ দিলেন । এরা প্রত্যেকেই হিঙ্গলগঞ্জ বিধানসভার খুলনা পঞ্চায়েত এলাকার বিজেপির নেতা ও কর্মী। রবিবার সন্দেশখালি 2নং ব্লকের দক্ষিণ শীতলিয়া এফপি স্কুলের সামনে তৃণমূলের এক সভায় যোগদান করেন তাঁরা । যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূলের অঞ্চল কমিটির কার্যকরী সভাপতি সত্যজ্যোতি সান্যাল। বিজেপির জাতপাতের রাজনীতিতে বিরক্ত হয়েই তাঁরা দল ছাড়লেন বলে জানিয়েছেন ৷

আগামী 17 এপ্রিল পঞ্চম দফায় উত্তর 24 পরগনায় 16টি আসনে ভোটগ্রহণ। এর মধ্যে হিঙ্গলগঞ্জ বিধানসভা কেন্দ্রেরও ভোট রয়েছে সেই দিন। যেখানে বাম-ডান উভয় দলের প্রার্থীরা একে অপরকে টেক্কা দিতে একদিকে যেমন নির্বাচনী প্রচারে সামিল হচ্ছেন। অন্যদিকে, সমানতালে চলছে দলবদলের খেলা। যা এদিন দেখা গেল হিঙ্গলগঞ্জ বিধানসভার খুলনা পঞ্চায়েত এলাকায়। এদিন সকালে স্থানীয় দক্ষিণ শীতলিয়া এফপি স্কুলে এক সভার আয়োজন করে তৃণমূল। সেখানেই বিজেপির শতাধিক নেতা ও কর্মী যোগদান করেন শাসক শিবিরে।
আরও পড়ুন : অশোকনগরে তৃণমূলে যোগদান বিজেপির 30 কার্যকর্তার
বিজেপি ছাড়া নিয়ে ওই নেতা-কর্মীরা জানান, বিজেপি যেভাবে চারদিকে জাতপাতের রাজনীতি শুরু করেছে, তাতে বিরক্ত তাঁরা । বাংলা সম্প্রীতির পীঠস্থান। সেখানে জাতপাতের কোনও স্থান নেই। তাই তাঁরা বিজেপি দল ছাড়তে বাধ্য হয়েছেন।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.