ETV Bharat / state

বিজেপি ক্ষমতায় এলেই মিলবে নাগরিকত্বের প্রমাণপত্র, মতুয়াদের প্রতিশ্রুতি রাহুলের - শান্তনু ঠাকুর

শুক্রবার ঠাকুরবাড়িতে আসেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা ৷ দীর্ঘক্ষণ বৈঠক করেন শান্তনু ঠাকুরের সঙ্গে ৷ তাঁর আশ্বাস, বাংলায় বিজেপির সরকার গঠিত হলেই নাগরিকত্বের প্রমাণপত্র হাতে পেয়ে যাবেন মতুয়ারা ৷ পাল্টা মমতাবালা ঠাকুরের দাবি, পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠিত হলে বহু বাঙালিকে ডিটেনশন ক্য়াম্পে বন্দি থাকতে হবে ৷

bengal election 2021_WB_Rahur_Thakurbari_VIZ1_WBC10017
বিজেপি ক্ষমতায় এলেই মিলবে নাগরিকত্বের প্রমাণপত্র, মতুয়াদের প্রতিশ্রুতি রাহুলের
author img

By

Published : Apr 2, 2021, 7:27 PM IST

হাবড়া, 2 এপ্রিল : ‘‘কেন্দ্রীয় সরকার সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দিয়ে দিয়েছে ৷ শুধুমাত্র নাগরিকত্বের প্রমাণ হিসাবে তার কার্ডটাই যা দেওয়া বাকি ৷ রাজ্যে বিজেপির সরকার গঠনের একমাসের মধ্যেই সেটাও দিয়ে দেওয়া হবে ৷ পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠিত হলে তার প্রথম পাঁচটি কাজের মধ্যে এটি হবে অন্যতম ৷’’ শুক্রবার দুপুরে উত্তর 24 পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে এসে একথা বলেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা ৷

মতুয়া ভোট নিজেদের দিকে টানতে নাগরিকত্বকেই মূল হাতিয়ার করেছে বিজেপি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠাকুরবাড়িতে এসে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু নাগরিকত্ব নিয়ে নয়া আইন পাস হলেও নাগরিক হওয়ার প্রমাণপত্র হাতে পাননি মতুয়ারা ৷

কিছুদিন আগেই ঠাকুরবাড়িতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দেন, দেশজুড়ে করোনার টিকাকরণ শেষ হলেই নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে ৷ আর এবার বিধানসভা নির্বাচনে মতুয়া ভোটব্যাঙ্ক নিজেদের দিকে টানতে সেই নাগরিকত্বকেই অস্ত্র করলেন রাহুল সিনহা ৷

আরও পড়ুন : বাংলাদেশে মতুয়া পীঠস্থান দর্শনে মোদির সঙ্গী শান্তনু

শুক্রবার দুপুরে ঠাকুরবাড়িতে আসেন রাহুল ৷ দীর্ঘক্ষণ শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ পরবর্তীতে শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়ে হরিচাঁদ-গুরুচাঁদ মন্দিরে প্রণাম করতে যান ৷ তখনই ফের একবার সিএএ নিয়ে মতুয়া সমাজকে আশ্বস্ত করেন হাবড়ার বিজেপি প্রার্থী ৷ তাঁর দাবি, মতুয়াদের নাগরিকত্ব একমাত্র বিজেপিই দেবে ৷ অন্য কেউ নয় ৷

এর পাল্টা বিজেপিকে আক্রমণ করেন ঠাকুরবাড়ির আর এক সদস্য তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর ৷ তাঁর অভিযোগ, নাগরিকত্ব প্রদানের নামে বিজেপি আসলে ভাঁওতা দিচ্ছে ৷ এ রাজ্য়ে বিজেপি ক্ষমতায় এলে বাংলার মানুষের হালও অসমবাসীর মতো হবে ৷ অসমের লাখ লাখ মানুষের মতো পশ্চিমবঙ্গেরও অসংখ্য বাসিন্দাকে ডিটেনশন ক্যাম্পে বন্দি হয়ে থাকতে হবে ৷

হাবড়া, 2 এপ্রিল : ‘‘কেন্দ্রীয় সরকার সিএএ-র মাধ্যমে নাগরিকত্ব দিয়ে দিয়েছে ৷ শুধুমাত্র নাগরিকত্বের প্রমাণ হিসাবে তার কার্ডটাই যা দেওয়া বাকি ৷ রাজ্যে বিজেপির সরকার গঠনের একমাসের মধ্যেই সেটাও দিয়ে দেওয়া হবে ৷ পশ্চিমবঙ্গে বিজেপির সরকার গঠিত হলে তার প্রথম পাঁচটি কাজের মধ্যে এটি হবে অন্যতম ৷’’ শুক্রবার দুপুরে উত্তর 24 পরগনার ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে এসে একথা বলেন হাবড়ার বিজেপি প্রার্থী রাহুল সিনহা ৷

মতুয়া ভোট নিজেদের দিকে টানতে নাগরিকত্বকেই মূল হাতিয়ার করেছে বিজেপি ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঠাকুরবাড়িতে এসে মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু নাগরিকত্ব নিয়ে নয়া আইন পাস হলেও নাগরিক হওয়ার প্রমাণপত্র হাতে পাননি মতুয়ারা ৷

কিছুদিন আগেই ঠাকুরবাড়িতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিশ্রুতি দেন, দেশজুড়ে করোনার টিকাকরণ শেষ হলেই নাগরিকত্ব প্রদানের প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হবে ৷ আর এবার বিধানসভা নির্বাচনে মতুয়া ভোটব্যাঙ্ক নিজেদের দিকে টানতে সেই নাগরিকত্বকেই অস্ত্র করলেন রাহুল সিনহা ৷

আরও পড়ুন : বাংলাদেশে মতুয়া পীঠস্থান দর্শনে মোদির সঙ্গী শান্তনু

শুক্রবার দুপুরে ঠাকুরবাড়িতে আসেন রাহুল ৷ দীর্ঘক্ষণ শান্তনু ঠাকুরের সঙ্গে বৈঠক করেন তিনি ৷ পরবর্তীতে শান্তনু ঠাকুরকে সঙ্গে নিয়ে হরিচাঁদ-গুরুচাঁদ মন্দিরে প্রণাম করতে যান ৷ তখনই ফের একবার সিএএ নিয়ে মতুয়া সমাজকে আশ্বস্ত করেন হাবড়ার বিজেপি প্রার্থী ৷ তাঁর দাবি, মতুয়াদের নাগরিকত্ব একমাত্র বিজেপিই দেবে ৷ অন্য কেউ নয় ৷

এর পাল্টা বিজেপিকে আক্রমণ করেন ঠাকুরবাড়ির আর এক সদস্য তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের প্রাক্তন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর ৷ তাঁর অভিযোগ, নাগরিকত্ব প্রদানের নামে বিজেপি আসলে ভাঁওতা দিচ্ছে ৷ এ রাজ্য়ে বিজেপি ক্ষমতায় এলে বাংলার মানুষের হালও অসমবাসীর মতো হবে ৷ অসমের লাখ লাখ মানুষের মতো পশ্চিমবঙ্গেরও অসংখ্য বাসিন্দাকে ডিটেনশন ক্যাম্পে বন্দি হয়ে থাকতে হবে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.