বারাসত, 23 জানুয়ারি: তাঁকে নিয়ে দলের অন্দরের একাংশের ক্ষোভের মধ্যেই প্রকাশ্যে এলেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী (BJP Leader Amitava Chakravorty) ৷ রবিরার নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষ্যে বারাসতে এক কর্মসূচিতে যোগ দেন তিনি ৷ দলীয় উদ্যোগে এদিন বারাসতের হেলাবটতলা মোড়ে নেতাজির মূর্তিতে মাল্যদান করেন তিনি । তাঁর সঙ্গে ছিলেন বিজেপির বারাসত সাংগঠনিক জেলার সভাপতি তাপস মিত্র-সহ দলের নেতা-কর্মীরা । তাঁকে ঘিরে দলের অন্দরে যে অসন্তোষ দানা বেঁধেছে তা নিয়ে এদিন সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলতে চাননি এই বিজেপি নেতা ৷ তবে অমিতাভ চক্রবর্তীর বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝাই যাচ্ছিল যে তিনি যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন।
আরও পড়ুন : ভাটপাড়ায় ধুন্ধুমার, নেতাজিকে শ্রদ্ধা জানাতে গিয়ে আক্রান্ত অর্জুন সিং
অমিতাভ চক্রবর্তীকে ঘিরে গত কয়েকদিন ধরেই সরগরম রাজ্য বিজেপি' র অন্দরমহল ৷ তাঁর বিরুদ্ধে পোস্টার, ব্যানারও পড়েছে একাধিক জায়গায় ৷ সম্প্রতি তাঁর নাম না করে অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং সর্বভারতীয় মতুয়া মহাসঙ্ঘের সংঙ্ঘাধিপতি বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর । তিনি দলকে কুক্ষিগত করার চেষ্টা চালাচ্ছেন বলেও অভিযোগ করেছিলেন শান্তনু ৷ দলকে বাঁচাতে আলাদা মঞ্চ গড়ে আন্দোলনে নামারও ডাক দিয়েছেন বনগাঁর সাংসদ ৷ রাজ্য বিজেপির অন্দরে নয়া জেলা ও রাজ্য কমিটি ঘিরে যে বিদ্রোহের বাতাবরণ তৈরি হয়েছে, তাতে নয়া মাত্রা পায় শান্তনুর মন্তব্যে ৷ এই সমগ্র বিবাদের কেন্দ্রেই রয়েছেন অমিতাভ চক্রবর্তী ৷ এই পরিস্থিতির মধ্যেই এদিন দলীয় কর্মসূচিতে দেখা মিলল তাঁর ৷