ETV Bharat / state

আমডাঙ্গা সাধনপুর যুগলকিশোর বিদ্যালয়ে সেফ হোমের উদ্বোধন বিডিওর

author img

By

Published : May 22, 2021, 8:59 PM IST

আমডাঙার বিডিও সৌমেন বণিক বলেন, ‘‘ আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লে প্রয়োজন অনুযায়ী 40 থেকে বাড়িয়ে 100 বেড করা হবে সেফ হোমটির ৷ শুধু আমডাঙ্গা এলাকা নয়, যে কোনও এলাকার করোনা আক্রান্তরা চিকিৎসকের পরামর্শে এই সেফ হোমে থাকতে পারবেন ৷’’

সেফ হোমের উদ্বোধন করলেন বিডিও
সেফ হোমের উদ্বোধন করলেন বিডিও

আমডাঙ্গা, 22 মে : উত্তর 24 পরগনা আমডাঙ্গা সাধনপুর যুগলকিশোর বিদ্যালয়ে তৈরি হল সেফ হোম ৷ মোট 40টি বেড বিশিষ্ট সেফ হোমটির উদ্বোধন করলেন আমডাঙ্গা বিডিও সৌমেন বণিক ৷ উপস্থিত ছিলেন বিধায়ক রফিকুল রহমান, আমডাঙ্গা ব্লক স্বাস্থ্য অধিকর্তা তরুণকুমার বালা, আমডাঙা থানার আইসি আশিস দলুই সহ একাধিক প্রশাসনিক কর্তারা ৷

আমডাঙার বিডিও সৌমেন বণিক বলেন, ‘‘ আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লে, প্রয়োজন অনুযায়ী 40 থেকে বাড়িয়ে 100 বেড করা সেফ হোমটির ৷ শুধু আমডাঙ্গা এলাকা নয়, যে কোনও এলাকার করোনা আক্রান্তরা চিকিৎসকের পরামর্শে এই সেফ হোমে থাকতে পারবেন ৷ রিপোর্ট নেগেটিভ আসার পর বাড়ি ফিরতে পারবেন তিনি ৷’’

পাশাপাশি আমডাঙা ব্লকের স্বাস্থ্য অধিকর্তা তরুণকুমার বালা বলেন, ‘‘দুটি কোভিড হাসপাতালের সঙ্গে যোগাযোগ রেখেই এই সেফ হোম খোলা হল ৷’’ আমডাঙ্গা সাধনপুরে যুগলকিশোর বিদ্যালয়ের পুরাতন বিল্ডিংয়ে সেফ হোমটি খোলা হয়েছে ৷

আমডাঙ্গা, 22 মে : উত্তর 24 পরগনা আমডাঙ্গা সাধনপুর যুগলকিশোর বিদ্যালয়ে তৈরি হল সেফ হোম ৷ মোট 40টি বেড বিশিষ্ট সেফ হোমটির উদ্বোধন করলেন আমডাঙ্গা বিডিও সৌমেন বণিক ৷ উপস্থিত ছিলেন বিধায়ক রফিকুল রহমান, আমডাঙ্গা ব্লক স্বাস্থ্য অধিকর্তা তরুণকুমার বালা, আমডাঙা থানার আইসি আশিস দলুই সহ একাধিক প্রশাসনিক কর্তারা ৷

আমডাঙার বিডিও সৌমেন বণিক বলেন, ‘‘ আক্রান্ত রোগীর সংখ্যা বাড়লে, প্রয়োজন অনুযায়ী 40 থেকে বাড়িয়ে 100 বেড করা সেফ হোমটির ৷ শুধু আমডাঙ্গা এলাকা নয়, যে কোনও এলাকার করোনা আক্রান্তরা চিকিৎসকের পরামর্শে এই সেফ হোমে থাকতে পারবেন ৷ রিপোর্ট নেগেটিভ আসার পর বাড়ি ফিরতে পারবেন তিনি ৷’’

পাশাপাশি আমডাঙা ব্লকের স্বাস্থ্য অধিকর্তা তরুণকুমার বালা বলেন, ‘‘দুটি কোভিড হাসপাতালের সঙ্গে যোগাযোগ রেখেই এই সেফ হোম খোলা হল ৷’’ আমডাঙ্গা সাধনপুরে যুগলকিশোর বিদ্যালয়ের পুরাতন বিল্ডিংয়ে সেফ হোমটি খোলা হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.