ETV Bharat / state

কোরোনা সংক্রমণ ঠেকাতে বারাসতে জীবাণুনাশক স্প্রে

কোরোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে । তাই পরিস্থিতি যাতে হাতের বাইরে না যায় তাই পৌরসভার উদ্যোগে জীবাণুনাশক স্প্রে করা হল বারাসতে ।

author img

By

Published : Apr 17, 2020, 3:27 PM IST

Barasat
বারাসত

বারাসত, 17 এপ্রিল : রাজ্যে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে বারাসতের জনবহুল এলাকাগুলিতে জীবাণুনাশক স্প্রে করল দমকল ।

আজ বারাসত পৌরসভা জঞ্জাল ও নিকাশি বিভাগের পৌর পারিষদ তাপস দাশগুপ্তের তদারিকে বারাসতের তিতুমীর বাস টার্মিনাস, মাছের আড়ত, শপিং মল, সরকারি আবাসন-সহ একাধিক জায়গায় জীবাণুনাশক স্প্রে করা হয় । জলকামানের মাধ্যমে হাইপোক্লোরাইড সলিউশনের মাধ্যমে এলাকাগুলি জীবাণুমুক্ত করা হয় ।

বারাসতের কলোনি মোড় সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কেও জীবাণুনাশক স্প্রে করা হয় । পাশাপাশি স্থানীয় BJP নেতৃত্বর উদ্যোগে বারাসত পৌরসভার 11 নম্বর ওয়ার্ডেও স্প্রে করা হয় জীবাণুনাশক ।

বারাসত পৌরসভার পৌর পারিষদ তাপস দাশগুপ্ত বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোরোনা সংক্রমণ ঠেকাতে আমরা দমকলের সাহায্যে বারাসত শহর জীবাণুমুক্ত করার কাজে হাত দিয়েছি । এই কাজ ধারাবাহিকভাবে চলবে ।"

বারাসত, 17 এপ্রিল : রাজ্যে বাড়ছে কোরোনা আক্রান্তের সংখ্যা । এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে বারাসতের জনবহুল এলাকাগুলিতে জীবাণুনাশক স্প্রে করল দমকল ।

আজ বারাসত পৌরসভা জঞ্জাল ও নিকাশি বিভাগের পৌর পারিষদ তাপস দাশগুপ্তের তদারিকে বারাসতের তিতুমীর বাস টার্মিনাস, মাছের আড়ত, শপিং মল, সরকারি আবাসন-সহ একাধিক জায়গায় জীবাণুনাশক স্প্রে করা হয় । জলকামানের মাধ্যমে হাইপোক্লোরাইড সলিউশনের মাধ্যমে এলাকাগুলি জীবাণুমুক্ত করা হয় ।

বারাসতের কলোনি মোড় সংলগ্ন 34 নম্বর জাতীয় সড়কেও জীবাণুনাশক স্প্রে করা হয় । পাশাপাশি স্থানীয় BJP নেতৃত্বর উদ্যোগে বারাসত পৌরসভার 11 নম্বর ওয়ার্ডেও স্প্রে করা হয় জীবাণুনাশক ।

বারাসত পৌরসভার পৌর পারিষদ তাপস দাশগুপ্ত বলেন, "মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোরোনা সংক্রমণ ঠেকাতে আমরা দমকলের সাহায্যে বারাসত শহর জীবাণুমুক্ত করার কাজে হাত দিয়েছি । এই কাজ ধারাবাহিকভাবে চলবে ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.