ETV Bharat / state

Barasat Youth Body Recovered: পুলিশি সমন্বয়ের অভাবে পাঁচদিন মর্গেই পড়ে দেহ, অভিযোগ পরিবারের - বারাসত থানা

বাগুইহাটিতে নিখোঁজ দুই কিশোরের সন্ধানে পুলিশি সমন্বয়ের অভাবের অভিযোগ উঠেছিল ৷ পরে তাদের দেহ পাওয়া যায় মর্গ থেকে (Barasat Youth Body Recovered) ৷ সেই ঘটনার অভিযোগ উঠেছে বারাসতেও ৷

barasat-youth-body-recovered-after-missing-several-days
Barasat Youth Body Recovered: পুলিশি সমন্বয়ের অভাবে পাঁচদিন মর্গেই পড়ে দেহ, অভিযোগ পরিবারের
author img

By

Published : Oct 12, 2022, 8:29 PM IST

Updated : Oct 12, 2022, 9:04 PM IST

বারাসত, 12 অক্টোবর : বাগুইআটি কাণ্ডের ছায়া এবার বারাসতে !

ফের দুই থানার পুলিশের মধ্যে সমন্বয়ের অভাবের অভিযোগ উঠল । নিখোঁজ যুবকের দেহ উদ্ধারের (Barasat Youth Body Recovered) পরও মৃতের পরিবারকে না জানানোর অভিযোগ উঠেছে । নিখোঁজ হওয়ার পাঁচদিনের মাথায় লালবাজার মিসিং স্কোয়াড থেকে খবর পেয়ে যুবকের দেহ সনাক্ত করল পরিবারের লোকেরা । গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে নিহতের পরিবার । সেই সঙ্গে খুনের অভিযোগও দায়ের হয়েছে বারাসত জিআরপি (Barasat GRP)-তে । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ ।

Barasat Youth Body Recovered after missing several days
নিহত ভূতনাথ মণ্ডলের পরিজনদের ভিড়

জানা গিয়েছে, নিহত যুবকের নাম ভূতনাথ মণ্ডল । বয়স 23 । বাড়ি বারাসতের দ্বিজহরিদাস কলোনিতে । গত 6 অক্টোবর নিমতলা শশ্মানে দাহকার্য করতে গিয়ে নিখোঁজ হয়ে যান তিনি । যুবকের সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ করা হলেও তাঁর কোনও হদিস পাননি পরিবারের লোকেরা । শেষে একদিন পর বারাসত থানায় (Barasat PS) গিয়ে মিসিং ডায়েরি করে তাঁরা ।

পরিবারের দাবি, "8 অক্টোবর মিসিং ডায়েরি করার পর বারাসত থানার পুলিশ যুবকের বাড়িতে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে । কিন্তু নিখোঁজের খোঁজ পাওয়ার কোনও রকম আগ্রহ দেখায়নি তাঁরা ৷" বাধ‍্য হয়ে 9 অগস্ট লালবাজারের দ্বারস্থ হয় যুবকের পরিবার । গঙ্গায় তলিয়ে যাওয়া কয়েকজন যুবকের দেহ উদ্ধারের পর সেদিনই সনাক্তকরণের জন্য ডাকা হয় নিখোঁজ ভূতনাথের পরিবারকে । কিন্তু দেহ সনাক্ত করতে পারেনি তারা ।

Barasat Youth Body Recovered after missing several days
নিহত ভূতনাথ মণ্ডলের পরিজনদের ভিড়

এরই মধ্যে লালবাজারের (Lalbazar) মিসিং স্কোয়াড থেকে যুবকের পরিবারকে জানানো হয়, বারাসত জিআরপি এক যুবকের দেহ উদ্ধার করেছে । সেখানে গিয়ে যোগাযোগ করতে বলা হয় পরিবারের সদস্যদের । সেই মতো বারাসত জিআরপি থানায় গিয়ে নিখোঁজ ভূতনাথের দেহ সনাক্ত করেন তাঁরা ।

মৃতের পরিবারের অভিযোগ, বারাসত জিআরপি নিখোঁজ হওয়ার দিনেই দেহটি উদ্ধার করেছিল শিয়ালদা-হাসনাবাদ শাখার চাঁপাপুকুর স্টেশনের কাছে রেললাইনের ধার থেকে । দেহ উদ্ধার হলেও সেই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি তাদের ৷ ফলে পাঁচদিন ধরে অজ্ঞাত পরিচয় হিসেবে দেহটি পড়ে থাকে বারাসত জেলা হাসপাতালের লাশকাটা ঘরে । আর এখানেই বারাসত জিআরপি এবং বারাসত থানার পুলিশের সমন্বয়ের অভাব প্রকট হয়েছে ।

Barasat Youth Body Recovered after missing several days
নিহত ভূতনাথ মণ্ডল

এই বিষয়ে মৃত যুবকের আত্মীয় জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "দুই থানার পুলিশের মধ্যে যদি সমন্বয় না থাকে তাহলে কী বলব আমরা ? এটা ট্রেনে কাটা পড়ে মৃত্যু নয় । আমাদের ধারণা ওকে খুন করে দেহ রেললাইনের ধারে ফেলে দেওয়া হয়েছে । কারণ, ভূতনাথের কাছে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা ছিল । সেই টাকার হদিসও পাওয়া যাচ্ছে না । আমরা চাই সঠিক তদন্ত করে এর যথাযথ ব্যবস্থা নেওয়া হোক ৷"

এদিকে, দুই থানার পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব কিংবা গাফিলতির অভিযোগ মানতে চাননি বারাসত জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় । তিনি বলেন, "নিখোঁজ যুবকের দেহ উদ্ধারের পরপরই তা জানানো হয়েছিল মৃতের পরিবারকে । তারপরও এই ধরণের অভিযোগ করার কোনও মানে নেই ।"

পুলিশি সমন্বয়ের অভাবে পাঁচদিন মর্গেই পড়ে দেহ, অভিযোগ পরিবারের

আরও পড়ুন : 60 লক্ষেরও বেশি নগদ উদ্ধার করল নৈহাটি জিআরপিএফ, আটক এক

বারাসত, 12 অক্টোবর : বাগুইআটি কাণ্ডের ছায়া এবার বারাসতে !

ফের দুই থানার পুলিশের মধ্যে সমন্বয়ের অভাবের অভিযোগ উঠল । নিখোঁজ যুবকের দেহ উদ্ধারের (Barasat Youth Body Recovered) পরও মৃতের পরিবারকে না জানানোর অভিযোগ উঠেছে । নিখোঁজ হওয়ার পাঁচদিনের মাথায় লালবাজার মিসিং স্কোয়াড থেকে খবর পেয়ে যুবকের দেহ সনাক্ত করল পরিবারের লোকেরা । গোটা ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরব হয়েছে নিহতের পরিবার । সেই সঙ্গে খুনের অভিযোগও দায়ের হয়েছে বারাসত জিআরপি (Barasat GRP)-তে । অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে রেল পুলিশ ।

Barasat Youth Body Recovered after missing several days
নিহত ভূতনাথ মণ্ডলের পরিজনদের ভিড়

জানা গিয়েছে, নিহত যুবকের নাম ভূতনাথ মণ্ডল । বয়স 23 । বাড়ি বারাসতের দ্বিজহরিদাস কলোনিতে । গত 6 অক্টোবর নিমতলা শশ্মানে দাহকার্য করতে গিয়ে নিখোঁজ হয়ে যান তিনি । যুবকের সন্ধানে বিভিন্ন জায়গায় খোঁজ করা হলেও তাঁর কোনও হদিস পাননি পরিবারের লোকেরা । শেষে একদিন পর বারাসত থানায় (Barasat PS) গিয়ে মিসিং ডায়েরি করে তাঁরা ।

পরিবারের দাবি, "8 অক্টোবর মিসিং ডায়েরি করার পর বারাসত থানার পুলিশ যুবকের বাড়িতে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করে । কিন্তু নিখোঁজের খোঁজ পাওয়ার কোনও রকম আগ্রহ দেখায়নি তাঁরা ৷" বাধ‍্য হয়ে 9 অগস্ট লালবাজারের দ্বারস্থ হয় যুবকের পরিবার । গঙ্গায় তলিয়ে যাওয়া কয়েকজন যুবকের দেহ উদ্ধারের পর সেদিনই সনাক্তকরণের জন্য ডাকা হয় নিখোঁজ ভূতনাথের পরিবারকে । কিন্তু দেহ সনাক্ত করতে পারেনি তারা ।

Barasat Youth Body Recovered after missing several days
নিহত ভূতনাথ মণ্ডলের পরিজনদের ভিড়

এরই মধ্যে লালবাজারের (Lalbazar) মিসিং স্কোয়াড থেকে যুবকের পরিবারকে জানানো হয়, বারাসত জিআরপি এক যুবকের দেহ উদ্ধার করেছে । সেখানে গিয়ে যোগাযোগ করতে বলা হয় পরিবারের সদস্যদের । সেই মতো বারাসত জিআরপি থানায় গিয়ে নিখোঁজ ভূতনাথের দেহ সনাক্ত করেন তাঁরা ।

মৃতের পরিবারের অভিযোগ, বারাসত জিআরপি নিখোঁজ হওয়ার দিনেই দেহটি উদ্ধার করেছিল শিয়ালদা-হাসনাবাদ শাখার চাঁপাপুকুর স্টেশনের কাছে রেললাইনের ধার থেকে । দেহ উদ্ধার হলেও সেই বিষয়ে কোনও তথ্য জানানো হয়নি তাদের ৷ ফলে পাঁচদিন ধরে অজ্ঞাত পরিচয় হিসেবে দেহটি পড়ে থাকে বারাসত জেলা হাসপাতালের লাশকাটা ঘরে । আর এখানেই বারাসত জিআরপি এবং বারাসত থানার পুলিশের সমন্বয়ের অভাব প্রকট হয়েছে ।

Barasat Youth Body Recovered after missing several days
নিহত ভূতনাথ মণ্ডল

এই বিষয়ে মৃত যুবকের আত্মীয় জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "দুই থানার পুলিশের মধ্যে যদি সমন্বয় না থাকে তাহলে কী বলব আমরা ? এটা ট্রেনে কাটা পড়ে মৃত্যু নয় । আমাদের ধারণা ওকে খুন করে দেহ রেললাইনের ধারে ফেলে দেওয়া হয়েছে । কারণ, ভূতনাথের কাছে প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা ছিল । সেই টাকার হদিসও পাওয়া যাচ্ছে না । আমরা চাই সঠিক তদন্ত করে এর যথাযথ ব্যবস্থা নেওয়া হোক ৷"

এদিকে, দুই থানার পুলিশের মধ্যে সমন্বয়ের অভাব কিংবা গাফিলতির অভিযোগ মানতে চাননি বারাসত জেলার পুলিশ সুপার রাজনারায়ণ মুখোপাধ্যায় । তিনি বলেন, "নিখোঁজ যুবকের দেহ উদ্ধারের পরপরই তা জানানো হয়েছিল মৃতের পরিবারকে । তারপরও এই ধরণের অভিযোগ করার কোনও মানে নেই ।"

পুলিশি সমন্বয়ের অভাবে পাঁচদিন মর্গেই পড়ে দেহ, অভিযোগ পরিবারের

আরও পড়ুন : 60 লক্ষেরও বেশি নগদ উদ্ধার করল নৈহাটি জিআরপিএফ, আটক এক

Last Updated : Oct 12, 2022, 9:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.