ETV Bharat / state

Pradhan Mantri Awas Yojana: পাকা বাড়ি-গাড়ি ! প্রধানমন্ত্রীর আবাস যোজনার তালিকায় তৃণমূল প্রধান - প্রধানমন্ত্রী আবাস যোজনা

প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকাভুক্ত বৈরামপুর গ্রামপঞ্চায়েতের প্রধান ও তাঁর আত্মীয়রা, দাবি বিজেপির ৷ এদিকে অভিযুক্ত পঞ্চায়েত প্রধানের স্বামী বললেন, "পাগলে কি না বলে, ছাগলে কি না খায় !" (Bairampur Panchayat Pradhan in PMAY list)

Pradhan Mantri Awas Yojana
ETV Bharat
author img

By

Published : Dec 14, 2022, 10:13 AM IST

Updated : Dec 14, 2022, 10:31 AM IST

বনগাঁ, 14 ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকা তৈরিতে শাসক দলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে ৷ এবার পাকা বাড়ি, চার চাকা গাড়ি থাকা সত্ত্বেও নিজের নামে প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ঘর নেওয়ার অভিযোগ উঠল খোদ তৃণমূল প্রধানের বিরুদ্ধে ৷ অভিযুক্ত প্রধানের নাম তনুজা খাতুন মোল্লা ৷ তিনি বনগাঁ ব্লকের বৈরামপুর গ্রামপঞ্চায়েতের প্রধান এবং তাঁর স্বামী হায়দার আলি মোল্লা প্রাক্তন প্রধান ৷ তিনি এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসাবে পরিচিত ৷ বিজেপির অভিযোগ, শুধু প্রধান নয়, আবাস যোজনার ঘরের তালিকায় তাঁর অনেক নিকট আত্মীয়ের নামও রয়েছে ৷ যাদের প্রত্যেকেরই পাকা বাড়ি ও গাড়ি রয়েছে ৷ যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধানের স্বামী হায়দার আলি মোল্লা (Bairampur Panchayat Pradhan and relatives in Pradhan Mantri Awas Yojana list) ৷

মঙ্গলবার পাল্লায় বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার একটি তালিকা দেখিয়ে দাবি করেন, বিরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুজা খাতুন মোল্লা ও তাঁর কয়েকজন নিকট আত্মীয় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকায় নাম রয়েছে ৷ বিধায়কের আরও দাবি, প্রধান ও প্রধানের স্বামীর পাকা বাড়ি রয়েছে ৷ তাঁরা নামে-বেনামে কোটি কোটি টাকার মালিক ৷ তারপরেও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকায় নাম রয়েছে ৷ তালিকায় নাম থাকা প্রধানের আত্মীয়-স্বজনেরাও পাকা বাড়ি ও গাড়ি রয়েছে ৷ তৃণমূল সরকারের আমলে তাঁরা সকলে দুর্নীতি করে ঘর পেয়েছেন ৷ কিন্তু যে সমস্ত গরিব মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার কথা তাঁরা ঘর পাচ্ছেন না ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনায় বেনিয়ম রুখতে আসরে উত্তর 24 পরগনার জেলাশাসক

ওই অঞ্চলের বিজেপি নেতা সুব্রত মজুমদারের অভিযোগ, পঞ্চায়েতে নাম মাত্র তিনি বিরোধী দলনেতা হিসেবে আছেন ৷ কোনও কাজেই তাঁকে ডাকা হয় না ৷ প্রধান এবং প্রধানের স্বামী দুর্নীতি করে নিজেদের এবং আত্মীয়-স্বজনের নামে আবাস যোজনার ঘর নিচ্ছেন ৷ তাঁর দাবি, বৈরামপুর গ্রাম পঞ্চায়েতে এমন অনেক নাম রয়েছে যার সঠিক তদন্ত করলে আশি শতাংশ বাদ যাবে ৷ যদিও প্রধানের স্বামী হায়দার আলি মোল্লার বলেন, "আবাস যোজনার তালিকায় যে নাম রয়েছে সেটা প্রধানের নয় । একই নামে অন্য কেউ থাকতে পারেন। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে । তালিকা খতিয়ে দেখা হচ্ছে । যদি যোগ্য নয় এমন কারও নাম তালিকায় থাকে সেগুলি বাদ যাবে ৷"

বনগাঁ, 14 ডিসেম্বর: প্রধানমন্ত্রী আবাস যোজনার নামের তালিকা তৈরিতে শাসক দলের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ সামনে আসছে ৷ এবার পাকা বাড়ি, চার চাকা গাড়ি থাকা সত্ত্বেও নিজের নামে প্রধানমন্ত্রীর আবাস যোজনায় ঘর নেওয়ার অভিযোগ উঠল খোদ তৃণমূল প্রধানের বিরুদ্ধে ৷ অভিযুক্ত প্রধানের নাম তনুজা খাতুন মোল্লা ৷ তিনি বনগাঁ ব্লকের বৈরামপুর গ্রামপঞ্চায়েতের প্রধান এবং তাঁর স্বামী হায়দার আলি মোল্লা প্রাক্তন প্রধান ৷ তিনি এলাকার প্রভাবশালী তৃণমূল নেতা হিসাবে পরিচিত ৷ বিজেপির অভিযোগ, শুধু প্রধান নয়, আবাস যোজনার ঘরের তালিকায় তাঁর অনেক নিকট আত্মীয়ের নামও রয়েছে ৷ যাদের প্রত্যেকেরই পাকা বাড়ি ও গাড়ি রয়েছে ৷ যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধানের স্বামী হায়দার আলি মোল্লা (Bairampur Panchayat Pradhan and relatives in Pradhan Mantri Awas Yojana list) ৷

মঙ্গলবার পাল্লায় বনগাঁ দক্ষিণ কেন্দ্রের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার একটি তালিকা দেখিয়ে দাবি করেন, বিরামপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুজা খাতুন মোল্লা ও তাঁর কয়েকজন নিকট আত্মীয় প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকায় নাম রয়েছে ৷ বিধায়কের আরও দাবি, প্রধান ও প্রধানের স্বামীর পাকা বাড়ি রয়েছে ৷ তাঁরা নামে-বেনামে কোটি কোটি টাকার মালিক ৷ তারপরেও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের তালিকায় নাম রয়েছে ৷ তালিকায় নাম থাকা প্রধানের আত্মীয়-স্বজনেরাও পাকা বাড়ি ও গাড়ি রয়েছে ৷ তৃণমূল সরকারের আমলে তাঁরা সকলে দুর্নীতি করে ঘর পেয়েছেন ৷ কিন্তু যে সমস্ত গরিব মানুষের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাওয়ার কথা তাঁরা ঘর পাচ্ছেন না ৷

আরও পড়ুন: প্রধানমন্ত্রী আবাস যোজনায় বেনিয়ম রুখতে আসরে উত্তর 24 পরগনার জেলাশাসক

ওই অঞ্চলের বিজেপি নেতা সুব্রত মজুমদারের অভিযোগ, পঞ্চায়েতে নাম মাত্র তিনি বিরোধী দলনেতা হিসেবে আছেন ৷ কোনও কাজেই তাঁকে ডাকা হয় না ৷ প্রধান এবং প্রধানের স্বামী দুর্নীতি করে নিজেদের এবং আত্মীয়-স্বজনের নামে আবাস যোজনার ঘর নিচ্ছেন ৷ তাঁর দাবি, বৈরামপুর গ্রাম পঞ্চায়েতে এমন অনেক নাম রয়েছে যার সঠিক তদন্ত করলে আশি শতাংশ বাদ যাবে ৷ যদিও প্রধানের স্বামী হায়দার আলি মোল্লার বলেন, "আবাস যোজনার তালিকায় যে নাম রয়েছে সেটা প্রধানের নয় । একই নামে অন্য কেউ থাকতে পারেন। তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে । তালিকা খতিয়ে দেখা হচ্ছে । যদি যোগ্য নয় এমন কারও নাম তালিকায় থাকে সেগুলি বাদ যাবে ৷"

Last Updated : Dec 14, 2022, 10:31 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.