ETV Bharat / state

তৃণমূল নেতার বাড়িতে অভিযানে হামলা, রেশন দুর্নীতির তদন্তে রক্তাক্ত ইডি আধিকারিকরা - রেশন দুর্নীতি মামলা

Attack on ED by Locals in Sandeshkhali: রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে আক্রান্ত হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ৷ উত্তর 24 পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে হানা দেয় ইডি ৷ অভিযোগ সেখানেই ইডি আধিকারিকদের উপর হামলা চালায় স্থানীয়রা ৷

Image Source: Suvendu Adhikari X (Video Capture)
Image Source: Suvendu Adhikari X (Video Capture)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 5, 2024, 10:45 AM IST

Updated : Jan 5, 2024, 11:52 AM IST

সন্দেশখালিতে রেশন দুর্নীতি মামলায় তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি আধিকারিকরা

সন্দেশখালি (উত্তর 24 পরগনা), 5 জানুয়ারি: সন্দেশখালির 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতির বাড়িতে রেশন দুর্নীতি মামলায় হানা ইডি-র ৷ কিন্তু, সেখানে পৌঁছাতেই ইডি আধিকারিকদের উপর শেখ শাহজাহানের অনুগামীদের নেতৃত্বে শতাধিক গ্রামবাসী হামলা চালায় বলে অভিযোগ ৷ কয়েকজন ইডি আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকলেও, শতাধিক মানুষের হামলার হাত থেকে বাঁচতে এলাকা ছাড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ৷

শুক্রবার সকাল থেকে কলকাতা ও উত্তর 24 পরগনা-সহ মোট 12টি জায়গায় রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডি অভিযান চলছে ৷ উত্তর 24 পরগনার একাধিক জায়গায় রেশন দুর্নীতি মামলায় অভিযান শুরু করে ইডি ৷ বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ি এবং তাঁর ভাইয়ের আইক্রিম ফ্যাক্টরিতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে অভিযান চালিয়েছে ইডি ৷ তাঁর শ্বশুরবাড়িতেও ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন ৷

উল্লেখ্য, আজ সকাল 7টা নাগাদ উত্তর 24 পরগনার সন্দেশখালি 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালায় ইডি ৷ একাধিকবার ডাকাডাকি করলেও, ভিতর থেকে কোনও সাড়া পাওয়া যায়নি ৷ প্রায় 1 ঘণ্টা অপেক্ষা করে থাকার পরেও ভিতর থেকে কেউ বেরোয়নি ৷ এর পরেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তালা ভাঙার উদ্যোগ নেন ইডি আধিকারিকরা ৷ কিন্তু, তালা ভাঙাতে গেলেই ইডি ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলে শতাধিক মানুষ ৷ অভিযোগ উত্তেজিত ভিড় মারমুখী হয়ে তেড়ে যায় ইডি ও কেন্দ্রীয় বাহিনীর দিকে ৷ ফলে প্রাণ বাঁচাতে এলাকা ছাড়ে তারা ৷

  • Horrific. The Law & Order Situation in West Bengal is in shambles.

    ED Officials & CRPF Jawans brutally attacked in Sandeshkhali; North 24 Parganas district, while conducting Raid at TMC leader Sheikh Shahjahan's house.
    I doubt that Rohingyas are present amongst the Anti National… pic.twitter.com/XHboQsBVSX

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 5, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইডি ও কেন্দ্রীয় বাহিনীর গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ ৷ এমনকী বেশ কয়েকজন ইডি আধিকারিকের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ৷ ভাঙচুর করা গাড়ি ও এবং রক্তাক্ত ইডি আধিকারিকদের ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী ৷ এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনকে তুলধনা করেছেন ৷ শুভেন্দু লেখেন, "ভয়াবহ ৷ পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবস্থা লজ্জাজনক ৷ ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের উপর মারাত্মকভাবে হামলা চালানো হয়েছে সন্দেশখালিতে ৷ উত্তর 24 পরগনার তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল ৷" এই ঘটনা রোহিঙ্গা যোগের অভিযোগও তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা ৷ তিনি বলেন, "আমার সন্দেহ আছে, এই সমাজবিরোধী হামলাকারীদের মধ্যে রোহিঙ্গারা লুকিয়ে রয়েছে ৷

এখানেই থামেননি শুভেন্দু ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও ইডি এবং সিআরপিএফের অধিকর্তার কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ৷

  • #WATCH | On the alleged attack on ED, West Bengal BJP Chief Sukanta Majumdar says, "There is a complaint & corruption charges against all of them. It is natural that ED will take action. It is quite obvious. The attack on ED in West Bengal's Sandeshkhali shows what the Rohingya… pic.twitter.com/Xwo0oKaoSA

    — ANI (@ANI) January 5, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুভেন্দুর পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারও এই ঘটনায় রোহিঙ্গা যোগের অভিযোগ তুলেছেন ৷ সংবাদসংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, "যাঁদের বাড়িতে অভিযান চালানো হয়েছে, তাঁদের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে ৷ ইডি ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক ৷ পশ্চিমবঙ্গে ইডি-র উপর এই হামলা থেকেই স্পষ্ট, সেখানে রোহিঙ্গারা আইন শৃঙ্খলার কী দুরাবস্থা করেছে ৷"

আরও পড়ুন:

  1. রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রীর বাড়িতে খুব তাড়াতাড়ি ইডি-সিবিআই হানা দেবে, হুঁশিয়ারি সুকান্তর
  2. অরণ্য ভবনে জ্যোতিপ্রিয়র চেম্বার থেকে উদ্ধার অতিরিক্ত 10 কোটি টাকার সম্পত্তির নথি

সন্দেশখালিতে রেশন দুর্নীতি মামলায় তল্লাশিতে গিয়ে আক্রান্ত ইডি আধিকারিকরা

সন্দেশখালি (উত্তর 24 পরগনা), 5 জানুয়ারি: সন্দেশখালির 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতির বাড়িতে রেশন দুর্নীতি মামলায় হানা ইডি-র ৷ কিন্তু, সেখানে পৌঁছাতেই ইডি আধিকারিকদের উপর শেখ শাহজাহানের অনুগামীদের নেতৃত্বে শতাধিক গ্রামবাসী হামলা চালায় বলে অভিযোগ ৷ কয়েকজন ইডি আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ৷ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় সেই ভিডিয়ো পোস্ট করেছেন ৷ সঙ্গে কেন্দ্রীয় বাহিনী থাকলেও, শতাধিক মানুষের হামলার হাত থেকে বাঁচতে এলাকা ছাড়তে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ৷

শুক্রবার সকাল থেকে কলকাতা ও উত্তর 24 পরগনা-সহ মোট 12টি জায়গায় রেশন বণ্টন দুর্নীতি মামলায় ইডি অভিযান চলছে ৷ উত্তর 24 পরগনার একাধিক জায়গায় রেশন দুর্নীতি মামলায় অভিযান শুরু করে ইডি ৷ বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যর বাড়ি এবং তাঁর ভাইয়ের আইক্রিম ফ্যাক্টরিতে কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে অভিযান চালিয়েছে ইডি ৷ তাঁর শ্বশুরবাড়িতেও ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছেন ৷

উল্লেখ্য, আজ সকাল 7টা নাগাদ উত্তর 24 পরগনার সন্দেশখালি 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তথা জেলা পরিষদের মৎস্য কর্মাধ্যক্ষ শেখ শাহজাহানের বাড়িতে অভিযান চালায় ইডি ৷ একাধিকবার ডাকাডাকি করলেও, ভিতর থেকে কোনও সাড়া পাওয়া যায়নি ৷ প্রায় 1 ঘণ্টা অপেক্ষা করে থাকার পরেও ভিতর থেকে কেউ বেরোয়নি ৷ এর পরেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে তালা ভাঙার উদ্যোগ নেন ইডি আধিকারিকরা ৷ কিন্তু, তালা ভাঙাতে গেলেই ইডি ও কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ফেলে শতাধিক মানুষ ৷ অভিযোগ উত্তেজিত ভিড় মারমুখী হয়ে তেড়ে যায় ইডি ও কেন্দ্রীয় বাহিনীর দিকে ৷ ফলে প্রাণ বাঁচাতে এলাকা ছাড়ে তারা ৷

  • Horrific. The Law & Order Situation in West Bengal is in shambles.

    ED Officials & CRPF Jawans brutally attacked in Sandeshkhali; North 24 Parganas district, while conducting Raid at TMC leader Sheikh Shahjahan's house.
    I doubt that Rohingyas are present amongst the Anti National… pic.twitter.com/XHboQsBVSX

    — Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) January 5, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

ইডি ও কেন্দ্রীয় বাহিনীর গাড়িতেও ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ ৷ এমনকী বেশ কয়েকজন ইডি আধিকারিকের মাথাও ফাটিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে ৷ ভাঙচুর করা গাড়ি ও এবং রক্তাক্ত ইডি আধিকারিকদের ভিডিয়ো সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী ৷ এই ঘটনায় রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে প্রশাসনকে তুলধনা করেছেন ৷ শুভেন্দু লেখেন, "ভয়াবহ ৷ পশ্চিমবঙ্গে আইন শৃঙ্খলার অবস্থা লজ্জাজনক ৷ ইডি আধিকারিক এবং সিআরপিএফ জওয়ানদের উপর মারাত্মকভাবে হামলা চালানো হয়েছে সন্দেশখালিতে ৷ উত্তর 24 পরগনার তৃণমূল নেতা শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল ৷" এই ঘটনা রোহিঙ্গা যোগের অভিযোগও তুলেছেন বিধানসভার বিরোধী দলনেতা ৷ তিনি বলেন, "আমার সন্দেহ আছে, এই সমাজবিরোধী হামলাকারীদের মধ্যে রোহিঙ্গারা লুকিয়ে রয়েছে ৷

এখানেই থামেননি শুভেন্দু ৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে রাজ্যপাল সিভি আনন্দ বোস ও ইডি এবং সিআরপিএফের অধিকর্তার কাছে যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ৷

  • #WATCH | On the alleged attack on ED, West Bengal BJP Chief Sukanta Majumdar says, "There is a complaint & corruption charges against all of them. It is natural that ED will take action. It is quite obvious. The attack on ED in West Bengal's Sandeshkhali shows what the Rohingya… pic.twitter.com/Xwo0oKaoSA

    — ANI (@ANI) January 5, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

শুভেন্দুর পাশাপাশি রাজ্য বিজেপির সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদারও এই ঘটনায় রোহিঙ্গা যোগের অভিযোগ তুলেছেন ৷ সংবাদসংস্থা এএনআই-কে তিনি জানিয়েছেন, "যাঁদের বাড়িতে অভিযান চালানো হয়েছে, তাঁদের সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে ৷ ইডি ব্যবস্থা নেবে, এটাই স্বাভাবিক ৷ পশ্চিমবঙ্গে ইডি-র উপর এই হামলা থেকেই স্পষ্ট, সেখানে রোহিঙ্গারা আইন শৃঙ্খলার কী দুরাবস্থা করেছে ৷"

আরও পড়ুন:

  1. রাজ্যের ক্রেতা সুরক্ষা মন্ত্রীর বাড়িতে খুব তাড়াতাড়ি ইডি-সিবিআই হানা দেবে, হুঁশিয়ারি সুকান্তর
  2. অরণ্য ভবনে জ্যোতিপ্রিয়র চেম্বার থেকে উদ্ধার অতিরিক্ত 10 কোটি টাকার সম্পত্তির নথি
Last Updated : Jan 5, 2024, 11:52 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.