ETV Bharat / state

Arjun Singh : জগদ্দলে অর্জুনের সংবর্ধনা সভায় দুষ্কৃতী হামলা - জগদ্দলে অর্জুনের সম্বর্ধনা সভায় দুস্কৃতী হামলা

জগদ্দলে অর্জুনের সিংয়ের সংবর্ধনা অনুষ্ঠানে দুষ্কৃতীদের ভাঙচুর (Arjun Singh Felicitation Programme) ৷

Arjun Singh
জগদ্দলে অর্জুনের সম্বর্ধনা সভায় দুস্কৃতী হামলা
author img

By

Published : May 28, 2022, 9:45 PM IST

Updated : May 28, 2022, 11:04 PM IST

জগদ্দল, 28 মে : জগদ্দলে অর্জুনের সিংয়ের সংবর্ধনা অনুষ্ঠানে হামলা চালাল দুষ্কৃতীরা ৷ ভাঙচুরও করা হয় ৷ সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়া অর্জুন সিংকে সংবর্ধনা দেওয়ার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করে ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ড ৷ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জগদ্দলে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে সংবর্ধনা দেওয়া হয় ৷ সেই অনুষ্ঠানে দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ (Arjun Singh) ৷ তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে এই হামলা বলে মনে করা হচ্ছে ।

অর্জুন সিং তৃণমূলে যোগদানের পর থেকেই ভাটপাড়া তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় তৃণমূলের তরফ থেকে সংবর্ধনা দেওয়ার প্রতিযোগিতা চলছে । স্থানীয় নেতা-নেত্রী বিধায়ক অর্জুন সিংকে সংবর্ধিত করছেন । সেই মতো শনিবারও 17 নম্বর ওয়ার্ডে স্থানীয় তৃণমূলের তরফ থেকে সন্ধ্যায় সংবর্ধনা ব্যবস্থা করে অনুষ্ঠান মঞ্চ তৈরি হয় । সেখানে হঠাৎই 3 জন দূস্কৃতী এসে চেয়ার-টেবিল, মাইক, বক্স ভাঙচুর করে পালিয়ে যায় ।

সংবর্ধনা অনুষ্ঠানে হামলা চালাল দুষ্কৃতীরা

আরও পড়ুন : দলবদলের পর মন্দিরে পুজো দিলেন অর্জুন সিং

সংবর্ধনা অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্জুন সিং বলেন, "কিছু অসামাজিক লোক এই ঘটনা ঘটিয়েছে । একটি উদাহরণ দিয়ে বলেন পিঁপড়ে হাতিকে কামড়ে আনন্দ পায় কিন্তু জানে না হাতির এক ফুঁতে উড়ে যাবে ।" জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, "এবিষয়ে আমি কিছু জানি না । যদি কিছু হয়ে থাকে প্রশাসন ব্যবস্থা নেবে ।" স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় সিং বলেন, "জগদ্দলের বিধায়কের ভাই মনোজ পান্ডে, ভাগ্নে রাজ পান্ডে ও স্থানীয় ব্যবসায়ী কালাবাবু চেয়ার-টেবিল ভাঙচুর করে । এলাকার লোকজনকে ধমকায় মারধর করে ।" নাম না-করে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের দিকে অভিযোগের আঙুল উঠেছে ৷

জগদ্দল, 28 মে : জগদ্দলে অর্জুনের সিংয়ের সংবর্ধনা অনুষ্ঠানে হামলা চালাল দুষ্কৃতীরা ৷ ভাঙচুরও করা হয় ৷ সম্প্রতি তৃণমূলে যোগ দেওয়া অর্জুন সিংকে সংবর্ধনা দেওয়ার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করে ভাটপাড়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ড ৷ তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জগদ্দলে ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে সংবর্ধনা দেওয়া হয় ৷ সেই অনুষ্ঠানে দুষ্কৃতী হামলা চালায় বলে অভিযোগ (Arjun Singh) ৷ তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের কারণে এই হামলা বলে মনে করা হচ্ছে ।

অর্জুন সিং তৃণমূলে যোগদানের পর থেকেই ভাটপাড়া তথা ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন জায়গায় তৃণমূলের তরফ থেকে সংবর্ধনা দেওয়ার প্রতিযোগিতা চলছে । স্থানীয় নেতা-নেত্রী বিধায়ক অর্জুন সিংকে সংবর্ধিত করছেন । সেই মতো শনিবারও 17 নম্বর ওয়ার্ডে স্থানীয় তৃণমূলের তরফ থেকে সন্ধ্যায় সংবর্ধনা ব্যবস্থা করে অনুষ্ঠান মঞ্চ তৈরি হয় । সেখানে হঠাৎই 3 জন দূস্কৃতী এসে চেয়ার-টেবিল, মাইক, বক্স ভাঙচুর করে পালিয়ে যায় ।

সংবর্ধনা অনুষ্ঠানে হামলা চালাল দুষ্কৃতীরা

আরও পড়ুন : দলবদলের পর মন্দিরে পুজো দিলেন অর্জুন সিং

সংবর্ধনা অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে অর্জুন সিং বলেন, "কিছু অসামাজিক লোক এই ঘটনা ঘটিয়েছে । একটি উদাহরণ দিয়ে বলেন পিঁপড়ে হাতিকে কামড়ে আনন্দ পায় কিন্তু জানে না হাতির এক ফুঁতে উড়ে যাবে ।" জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম বলেন, "এবিষয়ে আমি কিছু জানি না । যদি কিছু হয়ে থাকে প্রশাসন ব্যবস্থা নেবে ।" স্থানীয় তৃণমূল নেতা সঞ্জয় সিং বলেন, "জগদ্দলের বিধায়কের ভাই মনোজ পান্ডে, ভাগ্নে রাজ পান্ডে ও স্থানীয় ব্যবসায়ী কালাবাবু চেয়ার-টেবিল ভাঙচুর করে । এলাকার লোকজনকে ধমকায় মারধর করে ।" নাম না-করে জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যামের দিকে অভিযোগের আঙুল উঠেছে ৷

Last Updated : May 28, 2022, 11:04 PM IST

For All Latest Updates

TAGGED:

Arjun Singh
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.