ETV Bharat / state

বিদ্য়াধরী নদীতে অজ্ঞাতপরিচয় ব্য়ক্তির দেহ উদ্ধার - উত্তর 24 পরগনা

সোমবার সকালে বিদ্য়াধরী নদীর চরে কাদা মাখা অবস্থায় ওই ব্য়ক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷ শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও গলায় একটি দড়ি পেঁচানো ছিল ৷

an_unknown_body_recovered_form_bidyadhari_river_in_deganga_police_suspect_a_mueder_case
বিদ্য়াধরী নদীতে অজ্ঞাত পরিচয় ব্য়ক্তির দেহ উদ্ধার
author img

By

Published : Nov 1, 2020, 10:23 PM IST

দেগঙ্গা, 1 নভেম্বর : বিদ্য়াধরী নদীর পাড়ে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় ব্য়ক্তির দেহ ৷ আজ দেগঙ্গার দোগাছিয়ার মণ্ডলপাড়ার এলাকায় বিদ্য়াধরী নদীতে দেহটি ভাসতে দেখেন স্থানীয়রা ৷ খবর পেয়ে ওই ব্য়ক্তির দেহটি উদ্ধার করে প্রথমে দেগঙ্গার বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্য়কেন্দ্রে নিয়ে যায় পুলিশ ৷ সেখানে ওই ব্য়ক্তিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করলে দেহটি ময়নাতদন্তের জন্য় বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয় ৷ খুন, আত্মহত্য়া না দুর্ঘটনা তা জানতে অস্বাভাবিক মৃত্য়ু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

সোমবার সকালে বিদ্য়াধরী নদীর চরে কাদা মাখা অবস্থায় ওই ব্য়ক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷ শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও গলায় একটি দড়ি পেঁচানো ছিল ৷ ফলে এটি খুনের ঘটনা হলেও হতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা ৷ এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, নদীর পাড়েই বাড়ি হওয়ায় ঘুম থেকে উঠতেই তাঁরা দেহটি দেখতে পান ৷ এলাকার কেউ ওই ব্য়ক্তিকে চেনেন না বলে জানান রবিউল ৷

পুলিশ ওই ব্য়ক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে ৷ ঠিক কী কারণে মৃত্য়ু তার জন্য় ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন তদন্তকারী অফিসারেরা ৷

দেগঙ্গা, 1 নভেম্বর : বিদ্য়াধরী নদীর পাড়ে উদ্ধার হল এক অজ্ঞাতপরিচয় ব্য়ক্তির দেহ ৷ আজ দেগঙ্গার দোগাছিয়ার মণ্ডলপাড়ার এলাকায় বিদ্য়াধরী নদীতে দেহটি ভাসতে দেখেন স্থানীয়রা ৷ খবর পেয়ে ওই ব্য়ক্তির দেহটি উদ্ধার করে প্রথমে দেগঙ্গার বিশ্বনাথপুর প্রাথমিক স্বাস্থ্য়কেন্দ্রে নিয়ে যায় পুলিশ ৷ সেখানে ওই ব্য়ক্তিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করলে দেহটি ময়নাতদন্তের জন্য় বারাসত জেলা হাসপাতালে পাঠানো হয় ৷ খুন, আত্মহত্য়া না দুর্ঘটনা তা জানতে অস্বাভাবিক মৃত্য়ু মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

সোমবার সকালে বিদ্য়াধরী নদীর চরে কাদা মাখা অবস্থায় ওই ব্য়ক্তিকে পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা ৷ শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও গলায় একটি দড়ি পেঁচানো ছিল ৷ ফলে এটি খুনের ঘটনা হলেও হতে পারে বলে প্রাথমিকভাবে পুলিশের ধারণা ৷ এ বিষয়ে স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, নদীর পাড়েই বাড়ি হওয়ায় ঘুম থেকে উঠতেই তাঁরা দেহটি দেখতে পান ৷ এলাকার কেউ ওই ব্য়ক্তিকে চেনেন না বলে জানান রবিউল ৷

পুলিশ ওই ব্য়ক্তির পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে ৷ ঠিক কী কারণে মৃত্য়ু তার জন্য় ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে রয়েছেন তদন্তকারী অফিসারেরা ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.