ETV Bharat / state

পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে - পণের দাবিতে গৃহবধূকে খুনের অভিযোগ

পরিবারের অভিযোগ, 17 বছর আগে দেখাশোনা করে আমডাঙার থানার আধহাটার বাসিন্দা সোমা দাসের বিয়ে হয় অশোকনগর থানার কাঁকপুল পালপাড়ার বাসিন্দা শুভঙ্কর দাসে সঙ্গে । বিয়ের কিছু দিন পর থেকেই পণের দাবিতে মেয়েকে অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা । দাবিমতো কিছু জিনিসপত্র দিলে তখনকার মত অত্যাচার বন্ধ থাকত । কিন্তু কিছুদিন যেতে না যেতেই ফের পণের দাবি শুরু করত তারা ।

গৃহবধূকে খুনের অভিযোগ
গৃহবধূকে খুনের অভিযোগ
author img

By

Published : May 15, 2021, 5:58 PM IST

অশোকনগর, 15 মে : পণের দাবিতে গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে । গতকাল রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগণার অশোকনগর থানার কাঁকপুল পালপাড়া এলাকায় । খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের বাবা ।

পরিবারের অভিযোগ, 17 বছর আগে দেখাশোনা করে আমডাঙার থানার আধহাটার বাসিন্দা সোমা দাসের বিয়ে হয় অশোকনগর থানার কাঁকপুল পালপাড়ার বাসিন্দা শুভঙ্কর দাসে সঙ্গে । বিয়ের কিছু দিন পর থেকেই পণের দাবিতে মেয়েকে অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা । দাবিমতো কিছু জিনিসপত্র দিলে তখনকার মত অত্যাচার বন্ধ থাকত। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ফের পণের দাবি শুরু করত তারা । না দিতে পারলে মেয়ের উপরে চলত মানসিক ও শারীরিক অত্যাচার । মেয়ের বাবা ধীরেন্দ্রকুমার দাসের অভিযোগ, সম্প্রতি পণের জন্য মেয়েকে চাপ দিতে থাকে শ্বশুরবাড়ির লোকেরা । আজ সকালে মেয়ের শাশুড়ির থেকে তাঁর কাছে খবর যায় সোমা অসুস্থ । হাসপাতালে ভর্তি । হাসপাতালে এসে তিনি শুনতে পান সোমা রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ।

মৃতের পরিবারের অভিযোগ

আরও পড়ুন : আরও কড়া বিধিনিষেধ, 30 মে পর্যন্ত বন্ধ সমস্ত পরিবহণ

কিন্তু মেয়ের আত্মহত্যার কথা মানতে নারাজ বাবা । তাঁর দাবি, পণ না দিতে পারায় গতকাল রাতে মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকেরা । দোষীদের শাস্তির দাবিতে আজ অশোকনগর থানায় স্বামী শুভঙ্কর দাস সহ ভাসুর, ননদ ও জা-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ধীরেন্দ্রকুমার দাস।

অশোকনগর, 15 মে : পণের দাবিতে গৃহবধূকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে । গতকাল রাতে ঘটনাটি ঘটেছে উত্তর 24 পরগণার অশোকনগর থানার কাঁকপুল পালপাড়া এলাকায় । খুনের অভিযোগ দায়ের করেছেন মৃতের বাবা ।

পরিবারের অভিযোগ, 17 বছর আগে দেখাশোনা করে আমডাঙার থানার আধহাটার বাসিন্দা সোমা দাসের বিয়ে হয় অশোকনগর থানার কাঁকপুল পালপাড়ার বাসিন্দা শুভঙ্কর দাসে সঙ্গে । বিয়ের কিছু দিন পর থেকেই পণের দাবিতে মেয়েকে অত্যাচার করত শ্বশুরবাড়ির লোকেরা । দাবিমতো কিছু জিনিসপত্র দিলে তখনকার মত অত্যাচার বন্ধ থাকত। কিন্তু কিছুদিন যেতে না যেতেই ফের পণের দাবি শুরু করত তারা । না দিতে পারলে মেয়ের উপরে চলত মানসিক ও শারীরিক অত্যাচার । মেয়ের বাবা ধীরেন্দ্রকুমার দাসের অভিযোগ, সম্প্রতি পণের জন্য মেয়েকে চাপ দিতে থাকে শ্বশুরবাড়ির লোকেরা । আজ সকালে মেয়ের শাশুড়ির থেকে তাঁর কাছে খবর যায় সোমা অসুস্থ । হাসপাতালে ভর্তি । হাসপাতালে এসে তিনি শুনতে পান সোমা রাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে ।

মৃতের পরিবারের অভিযোগ

আরও পড়ুন : আরও কড়া বিধিনিষেধ, 30 মে পর্যন্ত বন্ধ সমস্ত পরিবহণ

কিন্তু মেয়ের আত্মহত্যার কথা মানতে নারাজ বাবা । তাঁর দাবি, পণ না দিতে পারায় গতকাল রাতে মেয়েকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে দিয়েছে শ্বশুরবাড়ির লোকেরা । দোষীদের শাস্তির দাবিতে আজ অশোকনগর থানায় স্বামী শুভঙ্কর দাস সহ ভাসুর, ননদ ও জা-এর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ধীরেন্দ্রকুমার দাস।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.