বারাসত, 7 সেপ্টেম্বর :জনবহুল এলাকায় মদের দোকান খোলার প্রতিবাদে একযোগে আন্দোলনে নামল বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকরা। চলল 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভও। ঘটনাটি বারাসত ন'পাড়ার মালঞ্চ এলাকার। বিক্ষোভ চলাকালীন প্রশাসনের পাশাপাশি BJP-র বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ "কাটমানি খেয়ে মদের দোকানের আন্দোলন থেকে পিছিয়ে এসেছে স্থানীয় BJP নেতৃত্ব। তাঁরা জনবহুল এলাকায় মদের দোকান খুলতে এক প্রকার সহযোগিতা করেছে। সেই কারণে মদের দোকানে BJP বিরুদ্ধে পোস্টার সাঁটানো হয়েছে"। অবরোধ ও বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানচলাচল স্তব্ধ হয়ে যায়। পরে অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।
মদের দোকান বন্ধের দাবিতে জাতীয় সড়কে বিক্ষোভ বাম ও কংগ্রেসের
বারাসত পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের মালঞ্চ এলাকা। এখানে জনবহুল এলাকায় মদের দোকান খোলার প্রতিবাদে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল বাম ও কংগ্রেস ৷
বারাসত, 7 সেপ্টেম্বর :জনবহুল এলাকায় মদের দোকান খোলার প্রতিবাদে একযোগে আন্দোলনে নামল বাম ও কংগ্রেস কর্মী-সমর্থকরা। চলল 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভও। ঘটনাটি বারাসত ন'পাড়ার মালঞ্চ এলাকার। বিক্ষোভ চলাকালীন প্রশাসনের পাশাপাশি BJP-র বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ "কাটমানি খেয়ে মদের দোকানের আন্দোলন থেকে পিছিয়ে এসেছে স্থানীয় BJP নেতৃত্ব। তাঁরা জনবহুল এলাকায় মদের দোকান খুলতে এক প্রকার সহযোগিতা করেছে। সেই কারণে মদের দোকানে BJP বিরুদ্ধে পোস্টার সাঁটানো হয়েছে"। অবরোধ ও বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ জাতীয় সড়কে যানচলাচল স্তব্ধ হয়ে যায়। পরে অবরোধ তুলে নেওয়া হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।