হাবড়া, 14 জুলাই : আগ্নেয়াস্ত্র বিক্রি করতে গিয়ে গ্রেফতার এক যুবক । ধৃত যুবকের নাম রিন্টু ঘোষ ৷ বাড়ি হাবড়া থানার দর্জিপাড়া এলাকায় ।
মঙ্গলবার রাতে হাবড়া বামিহাটি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখেন গ্রামের বাসিন্দারা ৷ সন্দেহ হওয়ায় তাঁরা হাবড়া থানায় খবর দেন ৷ সেই মতো হাবড়া থানার পুলিশ গ্রামে গিয়ে যুবক রিন্টুকে আটক করে তল্লাশি চালায় । এরপরই ধৃতের কাছ থেকে একটি দেশী পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করা হয় ।
আরও পড়ুন : 'ছেলের কাজ বন্ধ, ওর কিছু হোক চাই না'; অত্যাচারে থানায় গিয়েও অবুঝ মায়ের মন
পুলিশের জেরার মুখে ধৃত রিন্টু স্বীকার করে যে সে আগ্নেয়াস্ত্র বিক্রির জন্যই ঘোরাফেরা করছিল । তবে এই ঘটনার পিছনে কোনও চক্রের যোগ রয়েছে কি না সমস্ত বিষয় খতিয়ে দেখছে পুলিশ । হাবড়া থানার পুলিশের পক্ষ থেকে ধৃতকে আজ দুপুরে বারাসাত আদালতে তোলা হবে ৷