ETV Bharat / state

বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে খুন, ধৃত স্ত্রী ও ছেলে

কয়েক বছর আগে এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে করুণা ৷ এই নিয়ে প্রায়ই অজিতের সঙ্গে করুণার অশান্তি লেগে থাকত ৷ কয়েক বছর আগে প্রেমিকের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে করুণা৷ গতকাল দেগঙ্গায় শ্বশুরবাড়িতে আসে সে ৷ সেইসময় স্বামীর সঙ্গে তার বচসা শুরু হয় ৷ তখন স্বামীকে সে মারধর করে ৷ অভিযোগ, সেকারণেই ওই ব্যক্তি মারা যায় ৷

ফাইল ফোটো
author img

By

Published : Aug 30, 2019, 10:32 PM IST

বারাসত, 30 অগাস্ট : বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ উঠল এক মহিলা ও তার ছেলের বিরুদ্ধে ৷ মৃতের নাম অজিত দাস (65) । উত্তর 24 পরগনার দেগঙ্গার সোহাই শ্বেতপুর এলাকার ঘটনা ৷ অভিযুক্ত মহিলা ও তার ছেলের নাম করুণা ও গদাধর দাস ৷ ঘটনার পর তাদের গ্রেপ্তার করেছে পুলিশ ৷

কয়েক বছর আগে এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে করুণা ৷ এই নিয়ে প্রায়ই অজিতের সঙ্গে করুণার অশান্তি লেগে থাকত ৷ কয়েক বছর আগে প্রেমিকের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে করুণা৷ গতকাল দেগঙ্গায় শ্বশুরবাড়িতে আসে সে ৷ সেইসময় স্বামীর সঙ্গে তার বচসা শুরু হয় ৷ অভিযোগ, মাকে কথা শোনানোয় বাবাকে বেধড়ক মারধর শুরু করে গদাধর ৷ তার সঙ্গ দেয় করুণাও ৷ চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থানে আসে স্থানীয়রা৷ রাতেই তারা অজিতকে উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ এবিষয়ে আজ দেগঙ্গা থানা অভিযোগ দায়ের করেন অজিতবাবুর ভাই তারক দাস ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে আজ করুণা ও গদাধরকে গ্রেপ্তার করে পুলিশ ৷

তারকবাবু বলেন, "চারদিন আগে গদাধর নিজের ছোটো ছেলেকেও মেরে ফেলে । গতকাল এই নিয়ে আমার ভাই (অজিত) হরিনাম সংকীর্তন দিয়েছিল । বউদি দাদার সঙ্গে দেগঙ্গার বাড়িতে থাকে না । সে বারাসতে এক অন্য লোকের সঙ্গে ভাড়া থাকে । গতকাল বউদি (করুণা) এখানে আসে ৷ সেইসময় দাদা তাকে গালমন্দ শুরু করে । এনিয়ে গতকাল দুপুরে তাদের বচসা শুরু হয় । সেই সময় মাকে কথা শোনানোয় দাদাকে মারধর শুরু করে গদাধর । ঘটনাস্থানেই মৃত্যু হয় দাদার ।" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

বারাসত, 30 অগাস্ট : বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ উঠল এক মহিলা ও তার ছেলের বিরুদ্ধে ৷ মৃতের নাম অজিত দাস (65) । উত্তর 24 পরগনার দেগঙ্গার সোহাই শ্বেতপুর এলাকার ঘটনা ৷ অভিযুক্ত মহিলা ও তার ছেলের নাম করুণা ও গদাধর দাস ৷ ঘটনার পর তাদের গ্রেপ্তার করেছে পুলিশ ৷

কয়েক বছর আগে এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে করুণা ৷ এই নিয়ে প্রায়ই অজিতের সঙ্গে করুণার অশান্তি লেগে থাকত ৷ কয়েক বছর আগে প্রেমিকের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে করুণা৷ গতকাল দেগঙ্গায় শ্বশুরবাড়িতে আসে সে ৷ সেইসময় স্বামীর সঙ্গে তার বচসা শুরু হয় ৷ অভিযোগ, মাকে কথা শোনানোয় বাবাকে বেধড়ক মারধর শুরু করে গদাধর ৷ তার সঙ্গ দেয় করুণাও ৷ চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থানে আসে স্থানীয়রা৷ রাতেই তারা অজিতকে উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ এবিষয়ে আজ দেগঙ্গা থানা অভিযোগ দায়ের করেন অজিতবাবুর ভাই তারক দাস ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে আজ করুণা ও গদাধরকে গ্রেপ্তার করে পুলিশ ৷

তারকবাবু বলেন, "চারদিন আগে গদাধর নিজের ছোটো ছেলেকেও মেরে ফেলে । গতকাল এই নিয়ে আমার ভাই (অজিত) হরিনাম সংকীর্তন দিয়েছিল । বউদি দাদার সঙ্গে দেগঙ্গার বাড়িতে থাকে না । সে বারাসতে এক অন্য লোকের সঙ্গে ভাড়া থাকে । গতকাল বউদি (করুণা) এখানে আসে ৷ সেইসময় দাদা তাকে গালমন্দ শুরু করে । এনিয়ে গতকাল দুপুরে তাদের বচসা শুরু হয় । সেই সময় মাকে কথা শোনানোয় দাদাকে মারধর শুরু করে গদাধর । ঘটনাস্থানেই মৃত্যু হয় দাদার ।" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

Intro:স্ত্রীর পরকীয়ায় প্রতিবাদ করায় খুন হতে হল এক বৃদ্ধাকে। মৃতের নাম অজিত দাস (৬৫)। তাকে মারধরের পর পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে তাঁর‌ই স্ত্রী ও ছেলের বিরুদ্ধে।ঘটনার জেরে ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দেগঙ্গার সোহাই শ্বেতপুর এলাকায়। পুলিশ অভিযুক্ত করুনা ও তার ছেলে গদাধরকে গ্রেপ্তার করেছে।Body:রাজু বিশ্বাস,বারাসত:-স্ত্রীর অবৈধ সম্পর্কের প্রতিবাদ করায় খুন হতে হল এক বৃদ্ধাকে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অজিত দাস(৬৫)। তাকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে তার‌ই স্ত্রী ও ছেলের বিরুদ্ধে।ঘটনাটি উত্তর ২৪ পরগনার দেগঙ্গার সোহাই শ্বেতপুর এলাকার। পুলিশ অভিযুক্ত করুনা ও গদাদরকে গ্রেপ্তার করেছে। ঘটনার জেরে ব‍্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে,ওই বৃদ্ধার স্ত্রী করুনা এক ব‍্যাক্তির সঙ্গে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। এনিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত।কয়েক বছর ধরে ওই ব‍্যাক্তির সঙ্গে বারাসতে এক ভাড়া বাড়িতে থাকতেও শুরু করে সে। মাঝেমধ্যে দেগঙ্গার বাড়িতে যাতায়াত‌ও করত করুনা।গতকাল‌ও সে এসেছিল দেগঙ্গায় শ্বশুর বাড়িতে। স্ত্রী বারবার সেখানে আসায় অজিত তাকে দু-এক কথা শোনায় বলে অভিযোগ। এনিয়ে প্রথমে বচসা বাঁধে দম্পতির মধ্যে।অভিযোগ, মাকে কথা শোনানোয় বাবাকে মারধর শুরু করে গদাধর! তাতে সঙ্গ দেন করুনাও।দু-জনে মিলে ব‍্যাপক মারধর করে ওই বৃদ্ধাকে। শুধু তাই নয়, ঘরের মধ্যে থাকা একটি লাঠি দিয়েও তাকে পেটানো হয় বলে অভিযোগ।এরপর,রক্তাক্ত অবস্থায় ওই বৃদ্ধাকে উদ্ধার করে রাতেই নিয়ে যাওয়া হয় দেগঙ্গার বিশ্বনাথপুর গ্রামীন হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা অজিতকে মৃত বলে ঘোষনা করেন। মৃতের ভাই তারক দাস বলেন,"যে বাবাকে মারধর করে খুন করেছে,সেই গদাধর চারদিন আগে ছোট ছেলেকেও মেরে ফেলে।সেই নিয়ে ওর দাদু(অজিত) গতকাল হরিনাম সংকীর্তন দিয়েছিল। অজিতের স্ত্রী গত কয়েক বছর ধরে দেগঙ্গার বাড়িতে থাকেনা।সে বারাসতে এক পর পুরুষের সাথে থাকে। গতকাল বৌদি (করুনা) এখানে আসলে দাদা তাকে গালমন্দ শুরু করে।বলে,তুমি যখন বাড়ি থেকে বেরিয়ে অন‍্য একজনের সঙ্গে থাকছো, তাহলে এখানে আসার দরকার নেই! এনিয়ে দুপুরে প্রথমে দাদা-বৌদির সঙ্গে বচসা বাঁধে।সেই সময় মাকে কথা শোনানায় দাদাকে মারধর করে ওর ছেলে গদাধর।রাতেও এক‌ইভাবে মারধর করায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দাদার"। এদিকে,আজ সকালে অভিযুক্ত বৌদি ও ভাইপোর নামে দেগঙ্গা থানায় খুনের অভিযোগ দায়ের করা হয় মৃতের পরিবারের তরফে।সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ মৃতের স্ত্রী করুনা ও তার ছেলে গদাধরকে গ্রেপ্তার করে। পুলিশ জানিয়েছে,ঘটনার তদন্ত শুরু হয়েছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বিশ্বনাথপুর গ্রামীন হাসপাতালে পাঠানো হয়েছে।Conclusion:পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। স্ত্রীর পরকীয়ার সম্পর্কের অশান্তিতেই এই খুন নাকি এর পিছনে অন‍্য কোন‌ও কারন রয়েছে তাও খতিয়ে দেখছে দেগঙ্গা থানার পুলিশ।
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.