বারাসত, 30 অগাস্ট : বিবাহ বর্হিভূত সম্পর্কের জেরে স্বামীকে খুনের অভিযোগ উঠল এক মহিলা ও তার ছেলের বিরুদ্ধে ৷ মৃতের নাম অজিত দাস (65) । উত্তর 24 পরগনার দেগঙ্গার সোহাই শ্বেতপুর এলাকার ঘটনা ৷ অভিযুক্ত মহিলা ও তার ছেলের নাম করুণা ও গদাধর দাস ৷ ঘটনার পর তাদের গ্রেপ্তার করেছে পুলিশ ৷
কয়েক বছর আগে এক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ে করুণা ৷ এই নিয়ে প্রায়ই অজিতের সঙ্গে করুণার অশান্তি লেগে থাকত ৷ কয়েক বছর আগে প্রেমিকের সঙ্গে একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে করুণা৷ গতকাল দেগঙ্গায় শ্বশুরবাড়িতে আসে সে ৷ সেইসময় স্বামীর সঙ্গে তার বচসা শুরু হয় ৷ অভিযোগ, মাকে কথা শোনানোয় বাবাকে বেধড়ক মারধর শুরু করে গদাধর ৷ তার সঙ্গ দেয় করুণাও ৷ চিৎকার চেঁচামেচি শুনে ঘটনাস্থানে আসে স্থানীয়রা৷ রাতেই তারা অজিতকে উদ্ধার করে দেগঙ্গার বিশ্বনাথপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ৷ সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ৷ এবিষয়ে আজ দেগঙ্গা থানা অভিযোগ দায়ের করেন অজিতবাবুর ভাই তারক দাস ৷ তাঁর অভিযোগের ভিত্তিতে আজ করুণা ও গদাধরকে গ্রেপ্তার করে পুলিশ ৷
তারকবাবু বলেন, "চারদিন আগে গদাধর নিজের ছোটো ছেলেকেও মেরে ফেলে । গতকাল এই নিয়ে আমার ভাই (অজিত) হরিনাম সংকীর্তন দিয়েছিল । বউদি দাদার সঙ্গে দেগঙ্গার বাড়িতে থাকে না । সে বারাসতে এক অন্য লোকের সঙ্গে ভাড়া থাকে । গতকাল বউদি (করুণা) এখানে আসে ৷ সেইসময় দাদা তাকে গালমন্দ শুরু করে । এনিয়ে গতকাল দুপুরে তাদের বচসা শুরু হয় । সেই সময় মাকে কথা শোনানোয় দাদাকে মারধর শুরু করে গদাধর । ঘটনাস্থানেই মৃত্যু হয় দাদার ।" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।